বাহারের নানা

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: বুধ, ২১/০৫/২০০৮ - ১:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমাদের এলাকায় নানা বাহারের--
রঙচঙে ড্রেস পড়ে নানা বাহারের!
নানা নানরুটি খায়, (সে কী আকুলতা!)
নানরুটি তার কাছে নান্দনিকতা!
বুড়োকালে একা, তাই নানি খোঁজে নানা...
শোনা গেল আরো বহু নানি খোঁজে নানা!
নানা নানি খুঁজে ঘরে আনে নানা নানি,
"নানু" বলে ডাক দিলে বলে--"না না, নানি!"
নানা কাজে নানি শুধু "নানা-নানা "করে...
লজ্জায় লাল নানা "না-না-না-না" করে!


মন্তব্য

খেকশিয়াল এর ছবি

হা হা হা জোস !

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

দ্রোহী এর ছবি

দারুন ছড়া ছড়িয়ে দিলেন। পুরা ছড়ছড়িয়ে ছড়ালো.............
(বিপ্লব) ছড়ালাম।


কি মাঝি? ডরাইলা?

তীরন্দাজ এর ছবি

বেশ মজার না না না নী না না না ছড়া...!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

মৃদুল আহমেদ এর ছবি

ধন্যবাদ! একটু খেলতে গিয়েছিলাম... তবে সময়ের অভাবে ততটা খেলে উঠতে পারি নি! তীরুদা, আপনার মতো কবে লিখতে পারব?
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

আকতার আহমেদ এর ছবি

মৃদুল ভাই, একটু আগেই কমেন্ট করলাম তীরুদা'র লেখায়... একটা মানুষ কীভাবে এতো দুর্দান্ত লেখে আমি ভেবে পাইনা.. যেমনটা আমার মুগ্ধতা কাটেনা আপনার লেখা পড়েও.. তবে এবারের ছড়াটা মনে হয় আরও চমতকার হতে পারতো আরেকটু যত্ন নিয়ে লিখলে ! তাই বলে এটা যে ভালো হয়নি এমনটা বলছিনা বস !
অনেক অনেক ভালো থাইকেন
এত্তো দেরীতে ছড়া পাই ক্যান ?

মুশফিকা মুমু এর ছবি

হাহাহা আপনার না না না নি র ছরাছরিতে তো আমি কনফিউজড হয়ে গেলাম। দারুন হাসি
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍খুবই চমত্কার! নানা-নানীর ছড়ায় জা'ঝা-জাঝি দিতে পারলে ভালো হতো খাইছে

ছোটকালে পড়া একটা ছড়া মনে পড়লো:

হাঁসী বলে, "হাঁসা", হাঁসা বলে, "হাঁসী",
এই নিয়ে হাঁসা-হাঁসী করে হাসাহাসি
হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি তুষ্ট আত্মপ্রেমেই। এর সুবিধে হলো, প্রতিদ্বন্দ্বী কেউ নেই চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভালো লাগলো... একবার প্রাণ গ্রুপের কর্পোরেট এ্যাড বানানোর জন্য একটা ছড়া লেখছিলাম... প্রাণ শব্দটা নিয়া খেলছিলাম এইরকম... ভালো হইছিলো (এইফাঁকে নিজের প্রশংসা)। কিন্তু বাজেটের বণিমনা হইলোনা বইলা করা হয় নাই।
আমারও মনে হয় এইটা নিয়া আরেকটু খেলেন...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

নানা, না না, নানি, না নি -তে মাথা আউলাইতেছে...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

চলুক

জ্বিনের বাদশা এর ছবি

খালি ভাবি, এত প্রতিভা নিয়ে রাতে ঘুমান কিভাবে? চোখ টিপি
ভীষন মজা পাইলাম

একটু মাথা ঘামাইলাম
" নানা নানরুটি খায়, তবে আছে কথা;
নান রুটি না বানালে, খাওয়াটাই বৃথা।"

নাকি এইরকম,

" নানা নানরুটি খায়, তবে আছে কথা;
নান রুটি না বানালে, খাওয়া নাকি বৃথা।"
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।