একটি বর্ষণমূখর সন্ধ্যা

প্রকৃতিপ্রেমিক এর ছবি
লিখেছেন প্রকৃতিপ্রেমিক (তারিখ: শুক্র, ২৭/০৭/২০০৭ - ৯:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

'একটি বর্ষণমূখর সন্ধ্যা'--স্কুলের রচনার প্রিয় বিষয়বস্ত হলেও বর্ষণমূখর সন্ধ্যার উপর রচনা লেখা সহজ নয়। সেটিই সহজ হয়ে যায় প্রকৃতি দেখার চোখ থাকলে।

বাংলাদেশে এখন কালবৈশাখীর সময়। দুপুরের ছাইরঙা আকাশ, বিকেল গড়াতেই গোমরামুখ। সন্ধ্যার শুরুতেই তার ভয়ংকর রূপ ধারণ। বাতাসের ঝাপটা, গাছের শাখায় অদ্ভুত গণজাগরণ... আহা কতদিন দেখিনা!

auto দুপুরে বসে আছি। বাতাসের শনশন গতিবগে সকাল থেকেই আছে, এখন বরং বেড়েছে। গাছের ডালগুলো যেন উড়ে যেতে চাইছে। দেখে বোঝার উপায় নেই এটা সমুদ্রতীরবর্তী কোন এলাকা কি-না। পর মুহূর্তেই মূষলধারে বর্ষণ। একেবারে বাংলাদেশের বৃষ্টি। আমি ঘরের বাতি নিভিয়ে বারান্দায় যাওয়ার কাঁচের দরজাটা খুলে দেই। আশা, বৃষ্টির পানির ছটা গায়ে মাখানো। সে আশাও পূরণ হল। একসময় বৃষ্টির বেগ কমে এল। বিকালের সোনালী রোদ এসে পত্রহীন গাছের শাখায় আগামী দিনের বার্তা পৌঁছে দিল।

উপরের ছবিটি যায়যায়দিনের ফটোসাংবাদিকের ক্যামেরায় বর্ষণোন্মুখ ঢাকার সন্ধ্যা। সূত্র: দৈনিক যায়যায়দিন, এপ্রিল ২৪, ২০০৭।


মন্তব্য

শামীম এর ছবি

শাহবাগের মোড় চেনা গেল ছবিতে হাসি
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এই ছবিটা দেখে অনেকেই চিনতে পারেনি এটা কোথায়। কী আশ্চর্য, বিদেশে থেকে থেকে মানুষ শাহবাগও ভুলতে পারে!

শামীম ভাই, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

........
যত বড় হোক সে ইন্দ্রধনু দূর আকাশে আঁকা
আমি ভালবাসি মোর ধরনীর প্রজাপতির পাখা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।