ব্যক্তিগত মেসেজ পেতে না চাইলে কী করব?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: মঙ্গল, ১৩/১১/২০০৭ - ২:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রত্যেকে তার ব্যক্তিগত মেসেজের প্রেফারেন্স বাছাই করতে পারেন। বামে আপনার নামের নিচে অ্যাকাউন্ট > আমার অ্যাকাউন্ট ক্লিক করুন। হাতের ডানে উপরে সম্পাদনা ক্লীক করুন। তারপর স্ক্রল করে নীচে "ব্যক্তিগত মেসেজের টুকিটাকী"তে যান। সেখানে নিম্নোক্ত অপশন গুলো দেখতে পাবেন।

"ব্যক্তিগত মেসেজ আসতে দাও" বাক্সটা সিলেক্ট করলে সদস্যরা আপনাকে ব্যক্তিগত মেসেজ পাঠাতে পারবে। মেসেজ পেতে না চাইলে এটা ডিসিলেক্ট করে দিন।

"নতুন মেসেজের নাছোড়ভাবে জানান দেয়া" সিলেক্টেড থাকলে মেসেজ না পড়া পর্যন্ত প্রতি পেইজে স্ট্যাটাস মেসেজ দেখাবে। ডিসিলেক্ট করে দিলে আপনাকে প্রতিবার পেইজ লোডের সময় কিছু বলবে না। কিন্তু নতুন মেসেজ থাকলে আপনার ইনবক্সে একটা সংখ্যা দেখবেন।

"না পড়া মেসেজের জন্য ইমেইল প্রাপ্তি" - অপঠিত মেসেজের জন্য কখন ই-মেইল নোটিফিকেশন পেতে চান তা বাছাই করুন।