Frequently Asked Questions - সচলায়তনের টুকিটাকি

অতিথিদের লেখা মডারেশন পার হয়ে আসে। তাই প্রকাশে বিলম্ব স্বাভাবিক। ২৪ ঘন্টার মধ্যে প্রকাশিত না হলে ধরে নিতে হবে, লেখাটি আর প্রকাশ করা হবে না।

Reg02

মডারেশন সম্পর্কে জবাবদিহি করতে সচলায়তন কর্তৃপক্ষ বাধ্য নন।

অতিথি হিসেবে হয়ত আপনাকে বেশ কিছুদিন ধৈর্য্যের পরীক্ষা দিয়ে সচলায়তনে আসতে হয়েছে। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এ ব্যাপারে আপনার ধৈর্য্যের প্রশংসা করছি এবং অভিনন্দন জানাচ্ছি। এখন প্রশ্ন হল, সচল হবার আগে অতিথি হিসেবে প্রকাশিত আপনার লেখা এবং মন্তব্যের কী হবে?

লেখাগুলি অবশ্যই আপনার ব্লগে নিয়ে আসা সম্ভব। কিন্তু সেখানে আপনার কাছে থেকে কিছু তথ্য দরকার। প্রথমতঃ অতিথি লেখকের ব্লগে গিয়ে আপনাকে আপনার প্রকাশিত লেখাগুলির লিংক জোগাড় করতে হবে। তারপর এই লিংকগুলি সহ আপনার ব্লগের লিংক আমাদের জানাতে হবে। নীচের উদাহরন দেখুন।

এভাবে তথ্যগুলি দিলে আমরা আপনার ব্লগ পোস্টগুলি সরানোর কাজ শুরু করতে পারি। তবে মনে রাখবেন: এই কাজটা করতে হয় সরাসরি ডাটাবেইজের ভিতরে গিয়ে। তাই কাজটি ঝুঁকিপূর্ণ এবং সময়সাপেক্ষ। আপনাকে অনুরোধ করব সময় নিয়ে অপেক্ষা করে এবং সময়মত আমাদের মনে করিয়ে দেবার জন্য।

সচলায়তনে আপনার সময় সুন্দর কাটুক।

খসড়া বা ড্রাফট খুঁজে বের করার জন্য "আমার কীর্তিকলাপে" ক্লিক করুন। সেখানে ফিল্টার করার একটি ব্যবস্থা আছে। ফিল্টার থেকে "draft only" পছন্দ করে ফিল্টার করলে শুধুমাত্র ড্রাফট বা খসড়া হিসেবে সংরক্ষিত লেখাগুলো দেখতে পাবেন।

সার্ভারের সমস্যা একটি অনাকাঙ্খিত কিন্তু অপ্রতিরোধ্য একটি ব্যাপার। এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য আমরা সবসময় তুলনামূলক ভাবে নির্ভরযোগ্য সার্ভারে প্রায়-নিয়মিত আপগ্রেড করি। সচলায়তন শুরুর তুলনায় বর্তমানে মাসে প্রায় ছয়গুন বেশী খরচের সার্ভার ব্যবহার করছি আমরা। তাছাড়া প্রতিরাতে একবার সচলায়তন ডাটাবেইজ ব্যাকআপ করে আরেকটি সার্ভারে কপি করে রাখা হয়। তবুও সার্ভারের অনভিপ্রেত এই ডাউন টাইম এড়ানো সম্ভব হয় না।

যেহেতু সার্ভার ডাউন হলে সচলায়তনের যোগাযোগের মূল মাধ্যম বন্ধ হয়ে যায় তাই সেসময়টা সচল সর্ম্পকিত তথ্য সংগ্রহের বিকল্পমাধ্যমগুলো সচলায়তনের সদস্যদের এবং পাঠকদের জানা দরকার। এতে করে বিপর্যয়কালীন তথ্য পেতে সুবিধা হবে। তথ্য সংগ্রহের মাধ্যমগুলো নীচে দেয়া হল।

টুইটার
টুইটার এই ধরনের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী প্রমানিত হতে পারে। সচল-অর্ধসচল-পাঠক সকলে টুইটারে সচলায়তনের নিউজ স্ট্রীম ফলো করতে পারেন। সচলায়তন থেকে সময়ে-অসময়ে খুব প্রিসাইজ এবং কনসাইজ তথ্য দেয়া হবে এই চ্যানেলের মাধ্যমে।

টুইটার চ্যানেল এক্সেস করা যাবে এখানে: http://twitter.com/sachalayatan । এখানে গিয়ে আপনার টুইটার একাউন্ট থেকে সচলায়তনকে Follow করুন।

ফেইসবুক
ফেইসবুকের সচলায়তনের অনেকগুলো গ্রুপের মধ্যে প্রধান এবং অফিসিয়াল গ্রুপ হল: Sachalayatan। ফেইসবুকে লগইন করে এই গ্রুপে যোগ দিন।

এছাড়া অন্যান্য সচলায়তন গ্রুপ (রেকমেন্ডেড নয়):
পুরোনো sachalayatan.com
পুরোনো সচলায়তন.com

ই-মেইল লিস্ট
প্রথম যেবার সমস্যা হল তখন গুগল গ্রুপসে একটি ইমার্জেন্সী লিস্ট চালু করা হয়। সেটি এখনও কার্যকরী এবং উপকারী। তাছাড়া অতি সম্প্রতি সচলবার্তা নামে আরেকটি গ্রুপ চালু করা হয়েছে। এই দুটি ছাড়াও গুগল এপসের সাহায্যে বার্তা@সচলায়তন ডট কম নামে তৃতীয় আরেকটি গ্রুপ চালু করা হয়েছে। তৃতীয় এই গ্রুপটি প্রথম দুটিকে ধীরে ধীরে রিপ্লেস করবে। এই গ্রুপ তিনটিই খুব লো ভলিউম এবং ওয়ান ওয়ে কমিউনিকেশন চ্যানেল। অর্থাৎ শুধুমাত্র গ্রুপ মডারেটররা গ্রুপে ইমেইল করতে পারবেন এবং সেটাও করা হবে শুধু প্রয়োজন পড়লে।

আপনি প্রথম গ্রুপ দুটির একটিতে বা দুটিতেই ঢুকে জয়েন করতে পারেন। গ্রুপের ঠিকানা: sachal-emergency এবং sachalbarta। তৃতীয় গ্রুপটি (বার্তা অ্যাট সচলায়তন.কম) এ যুক্ত হতে হলে আমরা আপনাদের ইনভাইটেশন পাঠাবো যথাসময়ে।

সরাসরি ই-মেইল
সরাসরি contact অ্যাট sachalayatan.com এ ইমেইল করে জিজ্ঞেস পারেন। contact অ্যাট sachalayatan.com এখন গুগল অ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রন করা হয়। তাই সচলায়তনের সার্ভারে সমস্যা হলেও এটাতে মেইল আদান প্রদান সম্ভব হবে।

ফোন, এস এম এস, চ্যাট
আপাতত ফোন, এসএমএস আর চ্যাট এর মাধ্যমে আমরা যোগাযোগ করছি না। তবে সচলায়তনের দায়িত্বে আছেন এমন কারো ইমেইল, ফোন, এসএমএস বা চ্যাট যোগাযোগ থাকলে সরাসরি যোগাযোগ করতে পারেন।

এছাড়া আরো কোন যোগাযোগ মাধ্যম যুক্ত হলে এই পোস্টটি আপডেট করা হবে। আপনাদের কোন পরামর্শ থাকলে এই পোস্টের মন্তব্যে বা contact অ্যাট sachalayatan.com এ জানাতে পারেন।

বামদিকের মেন্যুতে আমার সচলায়তন থেকে আমার অ্যাকাউন্টে যান। তারপর সম্পদনা ক্লিক করুন। নিচের দিকে ব্লগের টাইটেল ও ব্লগের বর্ণনা যুক্ত করার একটি করে ঘর দেখতে পাবেন সেখানে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। তারপর সংরক্ষণ করুন।

আপনার সমস্যা, আব্দার বা প্রতিবাদের জন্য আলাদা করে পোস্ট দেবার প্রয়োজন নেই। এ বিষয়ে শোনার জন্য আমরা সমস্যা ও আব্দার নামে একটি ব্লগ খুলেছি। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার বক্তব্য জানান।

এছাড়া এই ফর্মের মাধ্যমে বা ঠিকানায়ও সমস্যাটা আমাদের কাছে ইমেইল করতে পারেন।

তারপর অনুগ্রহ করে একটু ধৈর্য্য ধরুন। আমরা খুব সিরিয়াসলি এবং যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো সমাধান করার চেষ্টা করি।

আপনার অ্যাকাউন্টে আপনার ব্যাপারে তথ্য দেখা এবং সেটা সম্পাদনা করার একটা সুযোগ পাবেন। এখানকার নির্দিষ্ট কিছু তথ্য অন্য কোন ব্যবহারকারী আপনার নামের উপর ক্লিক করলে দেখতে পাবে।

আপনার ব্লগ হচ্ছে ব্লগ হিসেবে প্রকাশিত আপনার লেখাগুলির একটি তালিকা। এই তালিকার লেখাগুলি যে কেউ আপনার ব্লগে ঢুকলে দেখতে পাবে।

আপনার কীর্তিকলাপ হচ্ছে আপনার সমস্ত ধরনের লেখালেখির একটি সম্মিলিত জায়গা যেটা শুধু আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার ব্লগ, বই, ছবি ইত্যাদি সম্পাদনা করতে পারবেন। উল্লেখ্য যে খসড়া হিসেবে সংরক্ষিত আপনার লেখা শুধু মাত্র এখান থেকেই সম্পাদনা করতে পারবেন।

একাধিক ব্যক্তির কাছে ব্যক্তিগত মেসেজ পাঠাতে সদস্যের নাম সেমি-কোলন ';' বা কমা ',' ব্যবহার করে পরপর লিখুন। তারপর মেসেজটি লিখে সেন্ড করে দিলেই হবে।

এছাড়া বন্ধু গ্রুপ বা দল ব্যবহার করেও এ কাজটি করা যায়। আপনার বন্ধুদের তালিকায় গিয়ে এক বা একাধিক দল তৈরি করে নিন। আর বেছে নিন কোন কোন বন্ধুকে সে দলে রাখতে চান। এরপর নতুন মেসেজ লিখতে গিয়ে দলটা সিলেক্ট করে দিলেই সেই বন্ধু গ্রুপ বা দলের সবার কাছে মেসেজ চলে যাবে।

তবে মেসেজ যারা পাবে তারা জানবে না কার কার কাছে মেসেজটি গিয়েছে। তাই প্রয়োজনে মেসেজের বডিতে সেটা জানিয়ে দিন।

তাছাড়া মেসেজ লিখবার সময় দ্রুত নাম যোগ করবার লিস্ট থেকে নাম ক্লিক করলে একে এক ';' সহকারে যুক্ত হতে থাকবে। এটা যদি না হয় তাহলে ctl+F5 চাপুন।

প্রত্যেকে তার ব্যক্তিগত মেসেজের প্রেফারেন্স বাছাই করতে পারেন। বামে আপনার নামের নিচে অ্যাকাউন্ট > আমার অ্যাকাউন্ট ক্লিক করুন। হাতের ডানে উপরে সম্পাদনা ক্লীক করুন। তারপর স্ক্রল করে নীচে "ব্যক্তিগত মেসেজের টুকিটাকী"তে যান। সেখানে নিম্নোক্ত অপশন গুলো দেখতে পাবেন।

"ব্যক্তিগত মেসেজ আসতে দাও" বাক্সটা সিলেক্ট করলে সদস্যরা আপনাকে ব্যক্তিগত মেসেজ পাঠাতে পারবে। মেসেজ পেতে না চাইলে এটা ডিসিলেক্ট করে দিন।

"নতুন মেসেজের নাছোড়ভাবে জানান দেয়া" সিলেক্টেড থাকলে মেসেজ না পড়া পর্যন্ত প্রতি পেইজে স্ট্যাটাস মেসেজ দেখাবে। ডিসিলেক্ট করে দিলে আপনাকে প্রতিবার পেইজ লোডের সময় কিছু বলবে না। কিন্তু নতুন মেসেজ থাকলে আপনার ইনবক্সে একটা সংখ্যা দেখবেন।

"না পড়া মেসেজের জন্য ইমেইল প্রাপ্তি" - অপঠিত মেসেজের জন্য কখন ই-মেইল নোটিফিকেশন পেতে চান তা বাছাই করুন।

সচলায়তনের শুরুরদিকে বেতারায়তনে পাঠকদের কাছ থেকে প্রশ্ন চাইবার একটি চর্চা ছিল। সমস্যা হল সাক্ষাৎকার বিষয়টি কখনোই একশত ভাগ নিশ্চিতভাবে গ্রহণ করা সম্ভব হয় না। কয়েকবার ঘোষণা দিয়েও যে যে সমস্যার মুখোমুখি হয়েছি আমরা, সেগুলো হল:

১। সাক্ষাৎকারে অংশগ্রহণকারীদের সময়ের অমিল।

২। সাক্ষাৎকারে অংশগ্রহনকারীদের মতের অমিল। অনেকে প্রথমে সাক্ষাৎকার দিতে রাজি হয়েও পরে পিছিয়ে যান। অনেকে সাক্ষাৎকার নেয়ার সময় সেটা আর প্রকাশে রাজি হন না।

৩। টেকনিক্যাল ত্রুটি, যেমন ফোন সংযোগ করতে না পারা, রেকর্ডারে সমস্যা হওয়া, ইত্যাদি। এইসব কারনে শেষমেষ ভালো ইন্টারভিউ নাও হয়ে উঠতে পারে।

সব মিলিয়ে পুরো ব্যাপারটি একটি অনিশ্চিত প্রক্রিয়া। বেশ কয়েকবার এমনও দেখা গেছে যে বেতারায়তনের পক্ষ থেকে পুরো প্রশ্নমালা তৈরি ছিলো, কিন্তু যার সাক্ষাৎকার নেবার কথা, শেষ মুহূর্তে তার সাড়া মেলেনি। তাই বিষয়টি খানিকটা হতাশাব্যঞ্জকও হয়ে ওঠে কখনও কখনও।

এক্ষেত্রে পাঠকদের কাছ থেকে প্রশ্ন আহবান করলে একটা দায়বদ্ধতা তৈরী হয়। সাক্ষাৎকার গ্রহন করতে না পারলে দায়বদ্ধতা একটা দুঃখজনক ব্যর্থতা বলে প্রতীয়মান হতে পারে।

এসব কারণে সচলায়তন নিজ উদ্যোগে প্রশ্ন তৈরি করে এবং সাক্ষাৎকার গ্রহণ করে। এক্ষেত্রে বিফল হলেও ব্যর্থতার কষ্টটা পাঠককে অন্তত স্পর্শ করে না।

আপনাদের যে কোন পরামর্শ সাদরে গৃহীত হবে।

লেখার নিচে লেখা প্রকাশ নামে একটি ঘরে নিচের চারটি অপশন পাবেন:

  • প্রথম পাতায় প্রকাশিত
  • নিজের ব্লগে প্রকাশিত
  • খসড়া হিসেবে সংরক্ষণ
  • শ্রীঘরে পাঠাও

প্রথম পাতায় প্রকাশিত বাছাই করলে সাধারন নিয়মে আপনার লেখা প্রথম পাতায় এবং আপনার নিজস্ব ব্লগে প্রকাশিত হয়ে যাবে।

নিজের ব্লগে প্রকাশিত বাছাই করলে আপনার লেখা শুধুমাত্র আপনার নিজস্ব ব্লগে প্রকাশিত হবে, প্রথম পাতায় যাবে না। এক্ষেত্রে যে কেউ আপনার ব্লগে ঢুকে লেখাটি পড়তে পারবে।

খসড়া হিসেবে সংরক্ষণ বাছাই করলে আপনার লেখা আপনার ব্লগে বা প্রথম পাতায় কোথাও প্রকাশিত হবে না। প্রথম পাতা বা আপনার ব্লগ কোথাও লেখাটি খুঁজে পাওয়া যাবে না। পরে লেখাটি সম্পাদনা করতে চাইলে "আমার কর্মক্ষেত্র" মেন্যুতে ক্লিক করে সেখানে আপনার সমস্ত লেখার মাঝ থেকে বের করে সম্পাদনা করতে হবে।

শ্রীঘরে পাঠাও বাছাই করলে আপনার লেখা অপ্রকাশিত হয়ে যাবে এবং আপনি ছাড়া আর কেউ লেখা দেখতে পারবে না। এটা অনেকটা খসড়া হিসেবে সংরক্ষণ করার মত, কিন্তু খসড়া লেখাকে আপনি পুনর্প্রকাশ করতে পারবেন, শ্রীঘরে পাঠালে সেটা মডারেটর ছাড়া আর কেউ প্রকাশ করতে পারবে না।

এছাড়া লেখা লিখে একটি বিশেষ দিনে বিশেষ সময়ে প্রকাশের ব্যাবস্থা রয়েছে এখানে। লেখা প্রকাশ অংশের শিডিউলে গিয়ে তারিখ ঠিক করে দিলে ঠিক ঐদিন, অতটার সময় লেখাটা প্রকাশিত হবে।

"আমার বন্ধুরা" হচ্ছে আপনার বন্ধুদের একটি তালিকা যেখান থেকে আপনি আপনার বন্ধুদের সাম্প্রতিক লেখা পড়তে পারবেন। পরবর্তীতে বন্ধুদের মধ্যে ব্যাক্তিগত আলাপন চালানোরও একটা ব্যবস্থা করা যেতে পারে।

"বন্ধুকে সচল করুন" আপনার বন্ধুকে সচলায়তনে আমন্ত্রনের জন্য গুগল-আমন্ত্রণের মতো একটি পদ্ধতি। আপনি আপনার জন্য বরাদ্দকৃত 'বন্ধু আমন্ত্রণ কোটা' ব্যবহার করে সচলায়তনের বাইরের কাউকে লেখার জন্য আমন্ত্রণ জানাতে পারেন।

ইংরেজীতি আমরা এটাকে News Aggregator নামে চিনি। এটা বিভিন্ন ওয়েবসাইট থেকে আরএসএস (RSS) নামের একটি প্রযুক্তি ব্যবহার করে সংবাদ সংগ্রহ করে নিয়ে আসে। এর মাধ্যমে আপনি সচলায়তন থেকেই অন্য সংবাদ সংস্থা বা ব্লগের খবর পেতে পারেন।

এখানে আরো অন্যান্য ওয়েবসাইট যুক্ত করতে হলে প্রথমত ওই ওয়েবসাইটে RSS প্রযুক্তি থাকতে হবে। ওয়েবসাইটে এইরকম একটা আইকন দেখলে বুঝবেন যে সেখান থেকে RSS প্রযুক্তি ব্যবহার করে তথ্য আনা সম্ভব।

দ্বিতীয়ত, সচলায়তনের নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং সাইটটি গুরুত্বপূর্ণ হতে হবে। এব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।

তৃতীয়ত, সাইটপ্রদত্ত তথ্য ব্যবহারযোগ্য হতে হবে। অনেক সময় অনেক সাইট ব্যবহারে অক্ষম তথ্য সরবরাহ করে। সেক্ষেত্রে সচলায়তনের কিছু করার থাকবে না।

এই তিনটি শর্ত ভঙ্গ হবে না, এমনটি মনে করলে "সমস্যা ও আব্দার" এ গিয়ে আমাদের জানিয়ে দিন এব্যাপারে। যথাসময়ে সচলায়তন এ ব্যাপারে ব্যবস্থা নেবে।

মন্তব্য পোস্ট করা:
গুগল ক্রোম Alt + S
মোজিলা ফায়ারফক্স Alt + Shift + S
ইন্টারনেট এক্সপ্লোরার Alt + S

স্ট্যাটাস পোস্ট করা:
Shift + Enter

বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং স্ট্রাইকথ্রু:
গুগল ক্রোম: Alt চেপে যথাক্রমে B, I, U এবং V
মোজিলা ফায়ারফক্স Alt + Shift চেপে যথাক্রমে B, I, U, V
ইন্টারনেট এক্সপ্লোরার Alt চেপে যথাক্রমে B, I, U এবং V

লিংক এবং ছবি:
গুগল ক্রোম: Alt চেপে যথাক্রমে L এবং M
মোজিলা ফায়ারফক্স Alt + Shift চেপে যথাক্রমে L এবং M
ইন্টারনেট এক্সপ্লোরার Alt চেপে যথাক্রমে L এবং M

বাংলা কিবোর্ড বাছাই:
ইংরেজি টাইপ করতে Ctl+Alt+E বা Escape চাপুন
ইউনিঅমুক পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+U চাপুন
অমুক পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+B চাপুন
ফোনেটিক পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+P চাপুন
অভ্র পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+A চাপুন
প্রভাত পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+V চাপুন