সংবাদ সংগ্রাহক কী?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বিষ্যুদ, ২৮/০৬/২০০৭ - ১:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ইংরেজীতি আমরা এটাকে News Aggregator নামে চিনি। এটা বিভিন্ন ওয়েবসাইট থেকে আরএসএস (RSS) নামের একটি প্রযুক্তি ব্যবহার করে সংবাদ সংগ্রহ করে নিয়ে আসে। এর মাধ্যমে আপনি সচলায়তন থেকেই অন্য সংবাদ সংস্থা বা ব্লগের খবর পেতে পারেন।

এখানে আরো অন্যান্য ওয়েবসাইট যুক্ত করতে হলে প্রথমত ওই ওয়েবসাইটে RSS প্রযুক্তি থাকতে হবে। ওয়েবসাইটে এইরকম একটা আইকন দেখলে বুঝবেন যে সেখান থেকে RSS প্রযুক্তি ব্যবহার করে তথ্য আনা সম্ভব।

দ্বিতীয়ত, সচলায়তনের নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং সাইটটি গুরুত্বপূর্ণ হতে হবে। এব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।

তৃতীয়ত, সাইটপ্রদত্ত তথ্য ব্যবহারযোগ্য হতে হবে। অনেক সময় অনেক সাইট ব্যবহারে অক্ষম তথ্য সরবরাহ করে। সেক্ষেত্রে সচলায়তনের কিছু করার থাকবে না।

এই তিনটি শর্ত ভঙ্গ হবে না, এমনটি মনে করলে "সমস্যা ও আব্দার" এ গিয়ে আমাদের জানিয়ে দিন এব্যাপারে। যথাসময়ে সচলায়তন এ ব্যাপারে ব্যবস্থা নেবে।