বেতারায়তনের সাক্ষাৎকারে পাঠকদের কাছ থেকে প্রশ্ন গ্রহণ করা হয় না কেন?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: মঙ্গল, ০৪/০৫/২০১০ - ১১:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনের শুরুরদিকে বেতারায়তনে পাঠকদের কাছ থেকে প্রশ্ন চাইবার একটি চর্চা ছিল। সমস্যা হল সাক্ষাৎকার বিষয়টি কখনোই একশত ভাগ নিশ্চিতভাবে গ্রহণ করা সম্ভব হয় না। কয়েকবার ঘোষণা দিয়েও যে যে সমস্যার মুখোমুখি হয়েছি আমরা, সেগুলো হল:

১। সাক্ষাৎকারে অংশগ্রহণকারীদের সময়ের অমিল।

২। সাক্ষাৎকারে অংশগ্রহনকারীদের মতের অমিল। অনেকে প্রথমে সাক্ষাৎকার দিতে রাজি হয়েও পরে পিছিয়ে যান। অনেকে সাক্ষাৎকার নেয়ার সময় সেটা আর প্রকাশে রাজি হন না।

৩। টেকনিক্যাল ত্রুটি, যেমন ফোন সংযোগ করতে না পারা, রেকর্ডারে সমস্যা হওয়া, ইত্যাদি। এইসব কারনে শেষমেষ ভালো ইন্টারভিউ নাও হয়ে উঠতে পারে।

সব মিলিয়ে পুরো ব্যাপারটি একটি অনিশ্চিত প্রক্রিয়া। বেশ কয়েকবার এমনও দেখা গেছে যে বেতারায়তনের পক্ষ থেকে পুরো প্রশ্নমালা তৈরি ছিলো, কিন্তু যার সাক্ষাৎকার নেবার কথা, শেষ মুহূর্তে তার সাড়া মেলেনি। তাই বিষয়টি খানিকটা হতাশাব্যঞ্জকও হয়ে ওঠে কখনও কখনও।

এক্ষেত্রে পাঠকদের কাছ থেকে প্রশ্ন আহবান করলে একটা দায়বদ্ধতা তৈরী হয়। সাক্ষাৎকার গ্রহন করতে না পারলে দায়বদ্ধতা একটা দুঃখজনক ব্যর্থতা বলে প্রতীয়মান হতে পারে।

এসব কারণে সচলায়তন নিজ উদ্যোগে প্রশ্ন তৈরি করে এবং সাক্ষাৎকার গ্রহণ করে। এক্ষেত্রে বিফল হলেও ব্যর্থতার কষ্টটা পাঠককে অন্তত স্পর্শ করে না।

আপনাদের যে কোন পরামর্শ সাদরে গৃহীত হবে।


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আইচ্ছা, তাইলে ঘোষণা দিলাম...
নাটক ফাটক বাদ...
আমি পয়লা ইন্টারভিউ নিতে চাই মামুর। কোনো টেকি প্রশ্ন থাকবে না... যা খুশি তাই জিগামু। পুরাই স্বৈরতন্ত্র...

রাজী?

আবার বলি, এইখানে কোন মডারেটরের মন্তব্য এলাউ না। মামুর ইন্টারভিউ নিমু সচলের ডেভেলপার হিসাবে, আর ঐ যে একটা কনভার্টার বানাইছে, সেই হিসাবে...

আর এখানে মামুর বিনয় সহ্য করা হবে না... এইটা সতর্কীকরণ ঘোষণা
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বিনয়: "হেঁহ্ হেঁহ্ হেঁ, আমি আবার সাক্ষাৎকার নেবার মত কী করলুম। হেঁহ্ হেঁহ্ হেঁ, হেঁহ্ হেঁহ্ হেঁ...."

সুবিনয়: "আমি আসলে সাক্ষাৎকার দিয়ে সেলিব্রিটি সাজতে পছন্দ করে না।" (সুবিনয় দাদা আপনারে কিছু কইনাই কিন্তু, কসম)

ঠিকাছে আমি সাক্ষাৎকার দিমু। কিন্তু কে কারে মোরগা বানায় সেটা দেখা যাবে। হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ঠিকাছে... দেখা যাবেনে
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ইশতিয়াক রউফ এর ছবি

@ধুগো দাদাঃ

একই অঙ্গে এত রূপ ধারণ করতে গেলে তো নাম বদলাতে হবেই, ভ্রাতঃ...

সুহান রিজওয়ান এর ছবি

হোহোহোহোহোহোহোহোহোহোহোহো..................

_________________________________________

সেরিওজা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমি বেতারায়তনের পক্ষ থেকা একটা সাক্ষাতকার নিতে চাই। অনুমতি দিলে। তবে কোন টেকি লুকের না। সাহিত্য, গান বাজনা, নাটক এইসব বিষয়ের...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এইটার একটা প্রোটোকল করা দরকার:

১। betar বা contact এট sachalayatan এ ইমেইল করে আপনি কার সাক্ষাৎকার নিতে চান জানান। সাথে কে কে থাকবে সেটাও জানান।

২। একটা গুগল ডক করে প্রশ্নগুলো জমা করুন। betar বা contact এট sachalayatan কে একজন এডিটর হিসেবে অর্ন্তভুক্ত করুন। প্রশ্ন শেষে বেতারায়তন সেটা ওকে করবে।

৩। সাক্ষাৎকার গ্রহন করুন এবং বেতারায়তনকে দেখিয়ে নিন।

৪। তারপর হয় বেতারায়তন, নতুবা আপনার একাউন্ট থেকে পোস্ট দিন

আর বেতারায়তনের নাম না ব্যবহার করে ব্যক্তিগত উদ্যোগেও মনে হয় করতে পারেন।

ঠিকাছে না প্রোটোকল টা?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অতিথি লেখক এর ছবি

অন টপিকঃ
সব সাক্ষাৎকার গ্রহণকারী খালি সচলেরাই হবেন? অতিথি/অচলেরা যদি
তেমন কারোটা নেবার সুযোগ পেয়ে যান হঠাৎ করেই ধরুন, সেক্ষেত্রে কেমন হবে ব্যাপারটা, জানতে আগ্রহী।

অফ টপিকঃ
* YM-এ বাংলা সব "?????" হয়ে যায়! version8 ব্যবহার করছি মনে হয়। মন খারাপ
* মাঝে মাঝেই হাতের কোন একটা ভুল-ভাল শর্টকাট কী-প্রেসে, ইংরেজী লেখার মাঝে হঠাৎ বাংলা শুরু হয়ে যায়। কোন কী-প্রেসে এমন হচ্ছে এখনো ধরতে পারি নাই। এমন হলে অভ্র চালিয়ে নিলে ঠিক হয়ে যায়! (উইন্ডোজ-ভিস্তা অরিজিনালটাই ব্যবহার করছি, আমার ডেল এর সাথে এসছিল)। ডেস্কটপের এক্সপি (চুরি কপি) তে হয় না।
* Gtalk-কে কিছুতেই চৌকো বাক্স ছাড়া আর কিছু দেখাতে পারছি না!
তবে YM/Gtalk দুয়েই কিন্তু লিখে Enter-টিপে দিলে, অপরপক্ষ/আমি দুজনাই বাংলা দেখতে পাই!

সমাধান আছে কি এসবের? :-/

যাযাবর ব্যাকপ্যাকার
___________________
নীলগিরি ডাকছে আমায়
ভাসতে হবে মেঘের ভেলায় ...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ওরে খাইছে, ডরাইছি...
আমি আউলা মানুষ, প্রটোকলের নাম শুনলেই ডরাই।
আমার ইন্টারভিউও আউলা হবে। প্রশ্নের কোন আগা মাথা নাই। ইন্টারভিউয়ের চাইতে আলাপচারিতা হবে আসলে...

এক কাজ করি, একটা ডামি ইন্টারভিউ করেই ফেলি দেখি সময় পেলে... কর্তৃপক্ষ পছন্দ করলে সচলে প্রকাশ পাবে, নয়তো বাদ
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ঠিকাছে করে ফেলেন। ব্যক্তিগত ভাবে নিলে তো বেতারায়তনের আপত্তির কিছু নেই ধারনা করি।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ধুসর গোধূলি এর ছবি

- উদিয়মান নায়ক কাম ভিলেন কাম পরিচালক হিসাবে আমার ইন্টারভিউ দিয়া বিসমিল্লা করতে পারেন নজু ভাই। শিডিউল কি আমিই দিমু, নাকি আমার সুন্দরী ব্যক্তিগত সহকারীর ব্যক্তিগত ফুন্নং দিমু! চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ইশতিয়াক রউফ এর ছবি

উদিয়মান নায়ক কাম ভিলেন কাম পরিচালক

নতুন নাম কী হচ্ছে তাহলে আপনার? অনন্ত গোধূলি? ধুসর অনন্ত?

ধুসর গোধূলি এর ছবি

- বালাই ষাট! নাম বদলামু ক্যান? আকিকা দিয়া নিছি না?

নাম ঠিকই থাকবে।
সিল মারো ভাই, সিল মারো...— প্রত্যায়িত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ইশতিয়াক রউফ এর ছবি

(পেইজ ভচকায় যায়, নিচে দেই কমেন্ট)

ধুসর গোধূলি এর ছবি

- ভিডিওর সাইজ খর্ব করেন, নাইলে পেইজ তো ভচকাবেই।

আর এরকম দিল ধাকধাক করা কোনো নাইকা পাশে বসে থাকলে নাম বদলাইতে কোনো সমস্যা নাই। কারণ সুন্দরীর রূপের ধাক্কায় এমনিতেই নিজের নাম ভুল যাওয়ার কথা আমার। দেঁতো হাসি

নজু ভাই, শীঘ্রই পত্রপাঠ আমার ইন্টারভিউ লয়া ফালান। আমিও এরকম সুন্দরী বালিকার সাথে এক সোফায় বসে টিভি ক্যামেরার সামনে হাদুমপাদুম করতে চাই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

স্বাধীন এর ছবি

বেতারায়তনের উদ্যোগটি ভাল। এটিকে আরো সম্প্রসারিত করা যায় কিনা চিন্তা করা যেতে পারে। অনেকটা খবরের মত এক্সক্লুসিব রিপোর্টিং কিংবা সাক্ষাৎকার এর ব্যাবস্থা করা সম্ভব কিনা যাচাই করে দেখা যেতে পারে।

সাম্প্রতিক অভ্র বনাম বিজয় বিতর্কে মুলধারার দৈনিক পত্রিকার ভুমিকা তেমন জোরালো ছিল না বলবো। সে দিক দিয়ে ব্লগ মাধ্যমগুলো বেশ জোরালো ভাবে অভ্রের পাশে এসে দাঁড়িয়েছে। সম্প্রতি বেতারায়তন যেভাবে নানান জনের সাক্ষাৎকার নিয়েছে এভাবে অন্যান্য ক্ষেত্রেও বেতারায়তন এগিয়ে আসতে পারে। এই মুহুর্তে যুদ্ধাপরাধীদের বিচার এমনি একটি উল্লেখযোগ্য ঘটনা। এই বিচারের কলাকুশলিদের সাক্ষাৎকার নেওয়া যেতে পারে। এর জন্য প্রশ্ন আহবান করা যেতে পারে। এছাড়া একুশে ফেব্রুয়ারী কিংবা স্বাধীনতা দিবস এর মত বিভিন্ন দিবসে সেই দিবস সংস্লিষ্ট কারোর সাক্ষাৎকারের ব্যবস্থা করা যেতে পারে।

এছাড়া বেতারায়তন যেভাবে চলছে ঠিকাছে। তবে কোন সাক্ষাতকার যদি ঠিক হয়ে থাকে তবে এক বা দু'দিনের নোটিশে কিছু প্রশ্ন চাওয়া যেতে পারে। স্বল্প নোটিশে যারা প্রশ্ন দিতে পারবে, দিল।

এই আপাতত।

দ্রোহী এর ছবি

বোকার মতো প্রশ্ন করি একটা।

ক্রোমে কি ফায়ারফক্সের মতো অ্যাড-অন আর গ্রিজমাংকি স্ক্রিপ্ট ব্যবহার করা যায়? আমার ফায়ারফক্সে ২১ টা অ্যাডন, ৬ টা কাস্টমাইজড সার্চ ইঞ্জিন আর ২৩ টা গ্রিজমাংকি স্ক্রিপ্ট ইন্সটল করা। দেঁতো হাসি

পল্লব এর ছবি

ক্রোম ৫ এ "Extensions" নামে একটা অপশন ঢোকান হয়েছে (ক্রোম ৪ এর ডেভেলপার ভার্শনেও ছিল বোধ হয়)। অপশনে গিয়ে Downloads এর নিচে পাবেন। ফায়ারফক্সের অ্যাড-অনের মতই। ভাল ভাল এক্সটেনশনও পাওয়া যায়।

গ্রিজমাঙ্কির ব্যাপারটা জানিনা।

==========================
আবার তোরা মানুষ হ!

==========================
আবার তোরা মানুষ হ!

সুপ্রিয় [অতিথি] এর ছবি

ক্রোম ৪.১ও বেটার.........।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ক্রোম ৫ এ অনেক বেটার।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

পল্লব এর ছবি

আমি ক্রোম ৫ ব্যবহার করছি। কিন্তু বাক্স এখনও ভোগাচ্ছে।

==========================
আবার তোরা মানুষ হ!

==========================
আবার তোরা মানুষ হ!

লীন এর ছবি

আমি এখনও ক্রোম ৪.১ ব্যবহার করি, কোনো সমস্যাই হয় না।
আমি অপশন থেকে ডিফল্ট ফন্ট হিসাবে 'লিখন' রেখেছি। এটি আমার দেখা সুন্দরতম ইউনিকোড ফন্ট (বাংলা+ইংরেজি লেখা একত্রে বিবেচনা করে)।
______________________________________
ভাষা উন্মুক্ত হবেই | লিনলিপি

______________________________________
লীন

দ্রোহী এর ছবি

ঠিকাছে।

নিদ্রালু [অতিথি] এর ছবি

আমিও ক্রোমের চারকোনা বাক্স দেখতে দেখতে অস্থির। তবে জিনিসটারে ভালপাই তাই ছাড়তেও মনচায়না। কোন সমাধান আছেনাকি কারো কাছে?

প্রকৃতিপ্রেমিক এর ছবি

উইণ্ডোজের ক্রোমের একটা আপডেট আজকে এসেছে। সেটা দিয়ে বাংলা সাইট ফায়ারফক্সের মতই দেখা যাচ্ছে। কিন্তু লিনাক্সের কোন ভার্সন আসেনি। হয়তো সপ্তাহ খানিকের মধ্যেই চলে আসবে।

অফটপিক আলোচনায় গুঁতো দেয়ার জন্য দু:খিত চোখ টিপি

সাফি এর ছবি

ক্রোমের নতুন ভার্সানেওতো দাঁড়ি সমস্যা পাচ্ছি!

১। ক্রোম ৫ এ আপডেট করুন
২। Options->Under the hood -> Change font and Language Setting -> Serif font হিসেবে সোলায়মানলিপি ১৬ সাইযে বসিয়ে দিন।
৩। Default Encoding : Unicode (utf-8) নির্ধারন করুন

এভাবে আমার সমস্যার সমাধান হয়েছে।

নিদ্রালু [অতিথি] এর ছবি

ধন্যবাদ সাফি। আপানার দেয়া তরিকা কাজ করছে।

meghladin@gmail.com

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এরকমই আছে। কিন্তু তাও কাজ হয়না। উবুন্তুতে কোন কিছুতেই লেখা ঠিকমতো আসেনা। উইণ্ডোজে ঠিকআছে।

অভ্রনীল এর ছবি

একমাত্র অনটপিকঃ
বেতারায়তন এখন যেভাবে আছে সেভাবেই থাকুক, কোন সমস্যা নেই। তবে পাঠকদের প্রশ্ন ব্যক্তিগত মেসেজের মাধ্যমে সংগ্রহ করা যেতে পারে। অর্থাৎ প্রথমে নোটিশ আকারে জানানো হবে যে কার সাক্ষাৎকার নেয়া হবে, তারপর মডুদের কারো একাউন্টে ব্যক্তিগত বার্তার মাধ্যমে প্রশ্নগুলো সংগ্রহ করা যেতে পারে। কিংবা একটা ইমেইল খোলা যেতে পারে, তাইলে সব ধরনের সচলই প্রশ্ন পাঠাতে পারবে।

পয়লা অফটপিকঃ
ল্যুসিডে আজকে ক্রোম নামালাম, সোলায়মান লিপি দিলে ফন্টগুলো এক মাইল দূরে দূরে গিয়ে পড়ে, আর রূপালী দিলে কিছু কিছু জায়গায় জড়িয়ে জড়িয়ে যায়। তবে আমার কাছে ফায়ারফক্সকেই ভালো লাগে। তাছাড়া উবুন্টুর সাথে বাই ডিফল্ট আসে বিধায় ফায়ারফক্সে বাংলা নিয়ে কোন সমস্যায় পড়তে হয়না।

শেষ অফটপিকঃ
চামে দিয়া ল্যুসিডের (সাথে নিজের লেখার) এ্যাড কইরা যাই। যেইসব বন্টুরা* এখনো ল্যুসিড ব্যবহার করেননাই, কিন্তু ল্যুসিডের ভিতরের জিনিসপাতি জানতে মন আনচান করছে, তারা এইখানে ঢুঁ মারতে পারেন।

(* যাহারা উবুন্টু ব্যবহার করেন তাহাদের বাংলায় বন্টু বলা হইয়া থাকে।)
_______________
::: উবুন্টু ও মিন্টকে ছড়িয়ে দিন সবার মাঝে! :::

লীন এর ছবি

সাফি ভাইয়া, আপডেট ছাড়াই তো আমারটা কাজ করছে, তবে আমি ফন্ট লিখন ব্যবহার করছি।
______________________________________
ভাষা উন্মুক্ত হবেই | লিনলিপি

______________________________________
লীন

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

একটা উপায় আছে। আমরা নীচের পদ্ধতি ব্যবহার করি:

১। ডকুমেন্ট করা হয় গুগল ডক্সে। যার বা যাদের সাক্ষাৎকার নেয়া হচ্ছে তাদের বাদে ডকটা শেয়ার করা হয় বাকীদের সাথে।

২। ফ্রী কনফারেন্স হোস্টিং সার্ভিসে একটা শিডিউল/স্ক্যাজুয়্যল করা হয়। শেয়ার করা হয় সবার সাথে।

৩। যথাসময় সবাই কনফারেন্স হোস্টিংয়ে যোগদান করেন। যদি দেশের কেউ হয় তাহলে আমি, ত্রিওয়ে কলিংয়ের মাধ্যমে অন্য লাইনে যুক্ত করি।

৪। সাক্ষাৎকার গ্রহনকারীরা গুগলডক্সে লাইভ এডিট এবং চ্যাটের মাধ্যমে যোগাযোগ করেন। অপরপক্ষে যার/যাদের সাক্ষারকার নেয়া হচ্ছে তারা ফোনে কথা বলেন।

৫। রেকর্ড করা হয় দুভাবে। প্রথমত যদি কনফারেন্স হোস্টিং সার্ভিস রেকর্ডিং করে তাহলে সেটা ব্যবহার করা হয়। দ্বিতীয়ত একটা ডেডিকেটেড রেকর্ডার ব্যবহার করে আরেক কপি রেকর্ড করা হয়।

এখন সচলদের অংশগ্রহনের জন্য যা করা যেতে পারে।

১। শিডিউল/স্ক্যাজুয়্যল জানানো হবে ব্যক্তিগত মেসেজে। অংশগ্রহন করতে চাইলে ফিরতি মেসেজে জানাতে হবে।

২। আগ্রহীদের মধ্যে প্রথম দশ জনকে গুগল ডক্সে এবং প্রথম পাঁচজনকে ফোন আলাপে সুযোগ দেয়া হবে।

৩। সাক্ষাৎকার গ্রহণের সময় এই পাঁচজন সরাসরি কথা বলার সুযোগ পাবেনা না। তাদের মিউট করে রাখা হবে। কিন্তু তারা লাইভ কথোপকথন শোনার এবং গুগল ডক্সের চ্যাটবক্সে কথা বলার সুযোগ পাবেন। সঞ্চালক তখন সেখান থেকে প্রশ্ন তুলে জিজ্ঞেস করতে পারেন চাইলে।

কেমন হয়?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

হিমু এর ছবি

একটা গুগলগ্রুপ খোলা হোক, যেখানে নিউজলেটার আকারে সম্ভাব্য ইন্টারভিউয়ির তালিকা যাবে। যারা আগ্রহী তারা কন্ট্যাক্ট অ্যাট সচল বরাবর মেইল করে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করবেন। ব্যক্তিগত মেসেজে ব্যাপারটা হ্যাণ্ডল করা জটিল হয়ে যায়।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আবার গুগলগ্রুপ খোলার বিপক্ষে। সেটা মেইনটেইন করা আরেকটা পেইন হবে। তারচেয়ে সচলায়তনের ব্যাক্তিগত মেসেজ বেটার। এতে তিনটা লাভ:

১। আলাদা গ্রুপে যোগদানের প্রয়োজন নেই। মেইনটেনেন্স কম।

২। যারা কার্যত অচল বা সময় পান না, তারা বিরক্ত হবেন না।

৩। অতিথি, হাচল ফিল্টার হয়ে যাবেন। (সাফির উদ্দেশ্য বিফল হবে। মুহাহাহা হাসি )

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সাফি এর ছবি

দাড়ান, আগে সচল হয়ে নেই...

একটা সমস্যা, গুগুল ক্রোমে 'দাঁড়ির' পরের অংশ দেখতে পাইনা কেন?

Hosted by imgur.com

২, নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি কারণ আমি দাঁড়ির পরে html edit করে একটা ক্যারেক্টার বসিয়ে দিয়েছি।

আমি নিজেও যখন টেক্সটবক্সে টাইপ করছি, ১। যেমন
এর পরে বক্স দেখছি

শরতশিশির এর ছবি

আমারও একই অবস্থা, যদিও 'ক্রোম' ছাড়তে আমি ইচ্ছুক নই। কিন্তু অনেকসময় 'দাঁড়ি' দেওয়ার পরে, পরের লাইনটা আর দেখা যায় না, সব এরকম চারকোণা বক্স হয়ে যায়।

কী করা যায়, সাফি? যোগাযোগ করেছেন ওদের সাথে?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

টিউলিপ এর ছবি

আমার এই সমস্যা এক্সপিতে ছিল না, উইন্ডোজ ৭ এ হচ্ছে। মুর্শেদ ভাইকে জ্বালিয়ে ফায়ারফক্সে ঠিক হয়েছে, ক্রোম এখনো বাক্স দেখায়। আমি ডেস্কটপে একটা টেক্সট ফাইল রেখেছি, মাঝে মাঝে ওইটায় কপি পেস্ট করে পড়ি, এমন আমার ক্রোমপ্রীতি!
___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ক্রোমে বাংলা অনেক সমস্যা করে। ক্রোম অন্য অনেক কিছুতে ভালো, কিন্তু খালি চারকোণা বাক্স দেখায়।

ধুসর গোধূলি এর ছবি

- এরে ধরে গুগলগ্রুপের লগে বিয়া দিয়া দেওয়া উচিত। কিছু হৈলেই একটা করে গুগলগ্রুপ খুলে ফেলতে চায়।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বিয়ে শাদীর পর বাচ্চা কাচ্চা আর ফ্যামিলি ম্যানেজ করার জন্য একটা গুগলগ্রুপস খুলবে সে। দেঁতো হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

আইডিয়া কিন্তু খ্রাপ না; বউ আসলে আমিও ইমপ্লিমেন্ট করবো ভাবতেসি ...

ধরেন, কখন বাজার করা হবে, কখন রান্ধা হবে, কখন বাসন ধোয়া হবে সবকিছু গুগলগ্রুপসে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে ... সবকিছুর ডকুমেন্টেশন থাকবে, পরে ঝগড়াঝাটির সময় যদি কিছুই করি না বলে খোঁটা দেয় তখন গ্রুপস খুলে দেখায় দেয়া যাবে কবে কয়টা বাসন কে ধুইছে দেঁতো হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে
কেউ আর হাতটাকে ধরা ...

ইশতিয়াক রউফ এর ছবি

আমি তো এটা শুরু করে দিসি আরও অনেক আগেই। খাইছে

অতিথি লেখক এর ছবি

কি আশ্চর্য্য! কবে থেকে করে আসছি না? রুমির সাথেও IM-ই সম্বল। হিসেব-নিকেশ টু কর্মালাপ, খুব কার্যকরী এসব। খাইছে

যাযাবর ব্যাকপ্যাকার
___________________
নীলগিরি ডাকছে আমায়
ভাসতে হবে মেঘের ভেলায় ...

লীন এর ছবি

ইয়াল্লাহ
______________________________________
ভাষা উন্মুক্ত হবেই | লিনলিপি

______________________________________
লীন

সাফি এর ছবি

খুবই চমৎকার প্রস্তাব। চলুক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ভাই, ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছেন, সেখানে কারো অভিযোগ করাই উচিত না। যা চলছে সেটাই বেশী।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ফ্রী বলেই বিষয়টিকে আরো ভালো করা যাবেনা এমনটা আমি মনে করিনা। সচলায়তন ফ্রী কারন সচলায়তন ডিজিটাল বাংলাকে প্রোমোট করতে চায়। কিন্তু শুধু সেটাই সচলায়তনের বৈশিষ্ট্য নয়। বরং সচলায়তন এর পাশাপাশি কোয়ালিটি সম্পন্ন কনটেন্টের আধারও হতে চায়। সে কারনেই আমাদেরকে নিজেদেরকে ছাড়িয়ে যেতে হবে বারবার।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

প্রকৃতিপ্রেমিক এর ছবি

চলুক

আমি শুধু ভাবি এত সময় কেমনে যোগাড় করেন চোখ টিপি

সাফি এর ছবি

একমত।

বেতারায়তনের ধারণা এবং এর প্রশ্নের ধরন আমার কাছে ভাল লাগে। তবে সাম্প্রতিক সময়ে হঠাৎ মনে হয়েছে, বেতারায়তনে অংশ নিতে পারলে ব্যাপারটা আরও ভাল হত। কারণ সচলায়তনে মিথস্ক্রিয়াকে খুবই গুরুত্ব দেওয়া হয়। এ বিষয়ে আমার জিজ্ঞাসা সচলায়তনকে জানিয়েছি।

ধুসর গোধূলি এর ছবি

- বেতারায়তনের এখনকার আয়তন অনুযায়ী সাক্ষাৎকারের ধরণ তো ঠিকই আছে বলে আমার মনে হয়। সাধারণত সাক্ষাৎকারে তো শ্রোতার অংশ গ্রহণ থাকে না। তবে হ্যাঁ, শ্রোতা (এখানে সচল)-দের নিয়ে কখনো হয়তো একটা সাক্ষাৎকার অনুষ্ঠান সাজানো যেতেই পারে। তবে সেক্ষেত্রে যিনি সাক্ষাৎকার দিবেন, তাঁর দিক থেকে পূর্ণ নিশ্চয়তা পাবার পরেই। অনেকে শ্রোতাদের অংশ গ্রহণে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ার আশঙ্কা করে থাকতে পারেন।

এখন, যাঁরা বেতারায়তনের হয়ে সাক্ষাৎকার গ্রহণ করছেন, তাঁরা আরেকটু বহুমুখী প্রশ্নের অবতাড়না করতে পারেন। যাতে করে অন্যান্য সচলরা সরাসরি অংশ গ্রহণ না করেও নিজেদের ভেতরে উদ্ভূত হওয়া প্রশ্নগুলোর সমাধান পেতে পারেন।

বেতারায়তনের কাজে এখন পর্যন্ত আমার ব্যক্তিগত অভিমত হলো, "চলে"।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

লীন এর ছবি

একমত
______________________________________
ভাষা উন্মুক্ত হবেই | লিনলিপি

______________________________________
লীন