একাধিক সদস্যের কাছে ব্যক্তিগত মেসেজ পাঠাবো কীভাবে?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বিষ্যুদ, ২০/০৯/২০০৭ - ২:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

একাধিক ব্যক্তির কাছে ব্যক্তিগত মেসেজ পাঠাতে সদস্যের নাম সেমি-কোলন ';' বা কমা ',' ব্যবহার করে পরপর লিখুন। তারপর মেসেজটি লিখে সেন্ড করে দিলেই হবে।

এছাড়া বন্ধু গ্রুপ বা দল ব্যবহার করেও এ কাজটি করা যায়। আপনার বন্ধুদের তালিকায় গিয়ে এক বা একাধিক দল তৈরি করে নিন। আর বেছে নিন কোন কোন বন্ধুকে সে দলে রাখতে চান। এরপর নতুন মেসেজ লিখতে গিয়ে দলটা সিলেক্ট করে দিলেই সেই বন্ধু গ্রুপ বা দলের সবার কাছে মেসেজ চলে যাবে।

তবে মেসেজ যারা পাবে তারা জানবে না কার কার কাছে মেসেজটি গিয়েছে। তাই প্রয়োজনে মেসেজের বডিতে সেটা জানিয়ে দিন।

তাছাড়া মেসেজ লিখবার সময় দ্রুত নাম যোগ করবার লিস্ট থেকে নাম ক্লিক করলে একে এক ';' সহকারে যুক্ত হতে থাকবে। এটা যদি না হয় তাহলে ctl+F5 চাপুন।