লেখার নিচে লেখা প্রকাশ নামে একটি ঘরে নিচের চারটি অপশন পাবেন:
প্রথম পাতায় প্রকাশিত বাছাই করলে সাধারন নিয়মে আপনার লেখা প্রথম পাতায় এবং আপনার নিজস্ব ব্লগে প্রকাশিত হয়ে যাবে।
নিজের ব্লগে প্রকাশিত বাছাই করলে আপনার লেখা শুধুমাত্র আপনার নিজস্ব ব্লগে প্রকাশিত হবে, প্রথম পাতায় যাবে না। এক্ষেত্রে যে কেউ আপনার ব্লগে ঢুকে লেখাটি পড়তে পারবে।
খসড়া হিসেবে সংরক্ষণ বাছাই করলে আপনার লেখা আপনার ব্লগে বা প্রথম পাতায় কোথাও প্রকাশিত হবে না। প্রথম পাতা বা আপনার ব্লগ কোথাও লেখাটি খুঁজে পাওয়া যাবে না। পরে লেখাটি সম্পাদনা করতে চাইলে "আমার কর্মক্ষেত্র" মেন্যুতে ক্লিক করে সেখানে আপনার সমস্ত লেখার মাঝ থেকে বের করে সম্পাদনা করতে হবে।
শ্রীঘরে পাঠাও বাছাই করলে আপনার লেখা অপ্রকাশিত হয়ে যাবে এবং আপনি ছাড়া আর কেউ লেখা দেখতে পারবে না। এটা অনেকটা খসড়া হিসেবে সংরক্ষণ করার মত, কিন্তু খসড়া লেখাকে আপনি পুনর্প্রকাশ করতে পারবেন, শ্রীঘরে পাঠালে সেটা মডারেটর ছাড়া আর কেউ প্রকাশ করতে পারবে না।
এছাড়া লেখা লিখে একটি বিশেষ দিনে বিশেষ সময়ে প্রকাশের ব্যাবস্থা রয়েছে এখানে। লেখা প্রকাশ অংশের শিডিউলে গিয়ে তারিখ ঠিক করে দিলে ঠিক ঐদিন, অতটার সময় লেখাটা প্রকাশিত হবে।