নৈর্ব্যক্তিক জরিপ আর বাছাই জরিপের পার্থক্য কী?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: রবি, ১৫/০৭/২০০৭ - ১:৫২অপরাহ্ন)
ক্যাটেগরি:

নৈর্ব্যক্তিক জরিপ
নৈর্ব্যক্তিক জরিপ হচ্ছে মালটিপল চয়েস কোয়েশ্চেনের মতো। একটা প্রশ্ন এবং তার বিপরীতে কয়েকটি প্রশ্ন থাকবে। এক্ষেত্রে পছন্দগুলো থেকে রেডিও বক্সের মাধ্যমে একটি বা চেক বক্সের মাধ্যমে একাধিক পছন্দ বাছাই করতে পারবেন।

একটি-পছন্দের একটি উদাহরন হতে পারে: আজকে বৃষ্টি হবে বলে মনে করেন?

  • হ্যাঁ
  • না
উত্তর হিসেবে শুধু হ্যাঁ বা না বাছাই করা যাবে।

একাধিক-পছন্দের একটি উদাহরণ হতে পারে: কাকে কাকে যোগ্য মনে করেন?

  • খালেদা
  • হাসিনা
  • এরশাদ
  • ইউনুস
উত্তর হিসেবে এক বা একাধিক লোককে বাছাই করা যাবে।

বাছাই জরিপ
বাছাই জরিপ হচ্ছে পছন্দগুলো সাজানোর একটি পদ্ধতি। এক্ষেত্রে পছন্দগুলোকে লিস্ট বক্সের মাধ্যমে প্রথম, দ্বিতীয় এভাবে সাজানো যাবে।

বাছাই পদ্ধতির একটি উদাহরন হতে পারে: ফুটবল বিশ্বকাপে কে কোন পজিশনে যাবে মনে করেন?

  1. ব্রাজিল, ফ্রান্স, আর্জেন্টিনা
  2. ব্রাজিল, ফ্রান্স, আর্জেন্টিনা
  3. ব্রাজিল, ফ্রান্স, আর্জেন্টিনা
এক্ষেত্রে প্রথম ঘরে যাকে বাছাই করা হবে সে হবে প্রথম, দ্বিতীয় ঘরের জন দ্বিতীয় এবং তৃতীয় ঘরের জন তৃতীয়।