জরিপ তৈরি করব কীভাবে?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: রবি, ১৫/০৭/২০০৭ - ২:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

নৈর্ব্যক্তিক প্রশ্ন এবং বাছাই প্রশ্ন দুটোর ক্ষেত্রে নিয়ম মোটামুটি একই।

নৈর্ব্যক্তিক প্রশ্ন বা বাছাই প্রশ্ন ঘরটাতে একটি প্রশ্ন লিখুন। বর্ণনা হিসেবে লিখুন আপনার বক্তব্য এবং অপশনগুলোর ব্যাখ্যা। ভোটের অপশনগুলো পছন্দ ঘরে লিখুন, যে কটা দরকার। বেশি অপশন দরকার হলে "আরো পছন্দের ঘর দরকার" সিলেক্ট করে "প্রিভিউ" ক্লিক করুন - প্রতি ক্লিক ৫টা করে নতুন অপশন ঘর পাবেন।

ভোটের খুঁটিনাটি ঘরটাতে গিয়ে সর্বোচ্চ পছন্দ হিসেবে ১ দিলে এক-পছন্দের রেডিও বাটন অলা প্রশ্ন তৈরী হবে। সীমাহীন দিলে বহু-পছন্দের চেকবক্স অলা প্রশ্ন তৈরী হবে। মনে রাখবেন বাছাই প্রশ্নের ক্ষেত্রে সীমাহীন অপশন না দিলে কেউ ঠিকমতো ভোট দিতে পারবে না।

ভোটের সময়কাল হিসেবে ১-২ দিন দেয়া সবচেয়ে যুক্তিযুক্ত। তবে আপনার পছন্দ মতো যে কোন সময় বেঁধে দিতে পারেন ভোটের জন্য।

সংরক্ষণ করলে আপনার জরিপ মডারেশন কিউতে যাবে। সেখান থেকে একজন সঞ্চালক জরিপটাকে সচল করতে পারবে। তারপর আপনার জরিপ প্রথম পাতায় দেখা যাবে।

সিস্টেমের বাধা ছাড়াই সপ্তাহে আপনি ১টি নৈর্ব্যক্তিক এবং ১টি বাছাই জরিপ করতে পারবেন। কিন্তু নিয়ম হলো দুটো ধরনের কেবল একটি জরিপ আপনার জন্য বরাদ্দ। তাই দুধরনের দুটো জরিপ করলে সঞ্চালকের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।