বই সম্পাদনা কীভাবে করতে হয়?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বিষ্যুদ, ২৬/০৭/২০০৭ - ৫:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

বই সম্পাদনা এবং বইয়ের পৃষ্ঠা সংযোজনা নামে দুটি ভিন্ন ক্ষমতা আছে। বইয়ের পৃষ্ঠা যুক্ত করার সময় top-level অপশনটা না দেখলে বুঝবেন প্রকাশিত বইয়ের সাথে আপনি পৃষ্ঠা জুড়তে পারবেন কেবল, নতুন বই তৈরী করতে পারবেন না। এই অপশন চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।

টপ-ডাউন বই তৈরি
টপ-ডাউন বই মানে, বইয়ের আউট লাইন আপনার জানা। এক্ষেত্রে আপনি প্রথমে আউটলাইন তৈরী করবেন, পরে লেখকরা লেখা জমা দিবে।

প্রথমে ধরে নিই, ভ্রমণকাহিনীর উপর একটি বই করা হবে। উদাহরণ হিসেবে ব্যবহারের জন্য অনেকগুলো ভাগ করি বইটাকে, মহাদেশ হিসেবে এবং দেশ হিসেবে।

উদাহরণ হিসেবে
ভ্রমণকাহিনী
- ১। আফ্রিকা মহাদেশ
-- ১ক। আফ্রিকা
-- ১খ। নাইজেরিয়া
- ২। উত্তর আমেরিকা মহাদেশ
-- ২ক। আমেরিকা
-- ২খ। কানাডা

এই রকম প্রতিটা দেশের নিচে সেখানকার লেখাগুলো থাকবে।

প্রথমে সম্পাদক একটা লেখালেখি করুন থেকে বইয়ের পৃষ্ঠা তৈরি করবেন। টাইটেল দেবেন "ভ্রমণকাহিনী"। টাইটেলের নিচে Parent হিসেবে সিলেক্ট করবেন "‌top-level" কথাটি। তারপর বইয়ের একটি ভূমিকা লেখে প্রথম পাতায় প্রকাশ করুন। এই ভূমিকা পরেও শুধরে নেয়া যাবে।

বই সম্পাদক এরপর একে একে দুটি বইয়ের পৃষ্ঠা তৈরি করবেন - আফ্রিকা মহাদেশ এবং উত্তর আমেরিকা মহাদেশ নামে। কিন্তু এদের Parent হিসেবে সিলেক্ট করবেন আগের স্টেপে তৈরী করা "ভ্রমণকাহিনী"। ভুলে গেলে আবার সম্পাদনা করে ঠিক করে নিতে পারেন। মূল লেখা হিসেবে এই চ্যাপ্টার গুলোর একটা সারাংশ দিতে পারেন। এই চ্যাপ্টারগুলো নিজের ব্লগে প্রকাশ করাই ভাল।

একই ভাবে আফ্রিকা, নাইজেরিয়া নামে দুটি পৃষ্ঠা যাদের Parent আফ্রিকা মহাদেশ এবং আমেরিকা, কানাডা নামে দুটি পৃষ্ঠা যাদের Parent উত্তর আমেরিকা মহাদেশ - তৈরী করুন।
একইভাবে এদের সেইভ করুন।

আরো লেভেল থাকলে এভাবে তাদের সেইভ করুন। কিন্তু বেশীরভাগে ক্ষেত্রে একটি, দুটির বেশি লেভেল থাকবে না। যাই হোক আপাতত এইখানে সম্পাদকের কাজ শেষ। পরে আবার সম্পাদনা করার সময় বাকি কাজ শুরু হবে।

এখন লেখকরা বইয়ের জন্য লেখা কীভাবে দিবেন? লেখকেরা বইয়ের পৃষ্ঠা ক্লিক করবেন এবং সঠিক Parent এর সাথে জুড়ে দিবেন। যেমন, আমেরিকার উপর লিখাতে Parent যেন আমেরিকা থাকে। ব্যস, এইভাবে একে একে লেখা যোগ করতে থাকুন।

এবার সম্পাদক পরামর্শ দেয়ার মাধ্যমে আপনাকে জানাতে পারবেন, কী ঠিক করতে হবে না হবে। তাছাড়া এক বিভাগের লেখা আরেক বিভাগে পাঠাতেও পারবেন সম্পাদক।

বটম-আপ বই তৈরী
বটম-আপ মানে বইয়ের আউটলাইন এ মুহূর্তে আপনার জানা নেই। আপনি প্রথমে চান লেখকরা লেখা জমা দিক, পরে চ্যাপ্টার বানানো যাবে লেখার উপর ভিত্তি করে।

ধরে নিই, আপনি "বিদেশে বাঙালি বিজ্ঞানীদের গবেষণা" নামে একটা বই তৈরি করতে চান। এখন আপনি ঠিক করতে পারেননি বইটা দেশ অনুযায়ী ভাগ করবেন নাকি বিষয় অনুযায়ী। লেখার ধরনের উপর নির্ভর করবে, কী করবেন। তাই লেখাগুলো আগে জোগাড় করা দরকার।

এক্ষেত্রে লেখালেখি করুন > বইয়ের পৃষ্ঠা ক্লিক করে লেখা শুরু করুন। টাইটেল দিন "বিদেশে বাঙালি বিজ্ঞানীদের গবেষণা" এবং মূল বিষয়ে ভূমিকা জুড়ে দিন। Parent হিসেবে top-level বাছাই করুন।

এরপর লেখকদের অনুরোধ করুন, "বিদেশে বাঙালি বিজ্ঞানীদের গবেষণা" কে Parent হিসেবে লেখা জমা দিতে। পরে লেখা জমা হয়ে গেলে সুবিধা মতো বিভাগ করে নিন এবং লেখাগুলির উপযুক্ত Parent সম্পাদনা করে দিন।

লেখা প্রকাশ করার পর প্রিন্টার ফ্রেন্ডলি ভার্সনটা দেখতে ভুলবেন না যেন।