সচলদের পছন্দের রাষ্ট্রপতি

কে হবেন রাষ্ট্রপতি এই শিরোনামে পোস্টের পর অধীকাংশ সচলই জিল্লুর রহমানকে রাষ্ট্রপতি হিসাবে সমর্থন দিয়েছেন প্রকাশ্যে। এরশাদকে বর্জন করেছেন , সমালোচনায় মুখরিত হয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, পাশাপাশি নতুন নামও প্রস্তাব করেছেন অনেকেই। যদিও ইতিমধ্যে শেখ হাসিনা তাঁর দলের বর্ষীয়ান নেতা জিল্লুর রহমানকে রাষ্ট্রপতি বানানোর সমর্থন দিয়েছেন, তথাপি অনেক সচল অনুরোধ করেছেন নিজেদের মতামত প্রকাশ্যে জানাতে তারা শংকা বোধ করছেন, সেই সকল সচলদের তাগিদবোধ থেকেই এই ভোটা ভুটির আয়োজন। আপনি ইতিপূর্বে মন্তব্য করে থাকলেও ভোটে অংশ নিতে পারেন। একজন ভোটার তিনজনকে মনোনীত করতে পারবেন। প্রস্তাবিত রাষ্ট্রপতিদের তালিকায় আপনার পছন্দের ব্যক্তি না থাকলে মন্তব্যের ঘরে নাম প্রস্তাব করা যাবে । আগামী দুই দিন এই ভোট গ্রহন চলবে।

Choices

দুঃখিত, এই পোস্টে আপনার ভোট গৃহীত হবে না।

মন্তব্য

nobin এর ছবি

Very good idea. Why not add a description link of the candidate and a avatar beside Candidate's name. Not everyone knows them well.

বকলম [অতিথি] এর ছবি

আমাদের রাষ্ট্রপতির পদ একটি আলংকারিক পদ। সেই হিসেবে আমাদের একটি অলংকারের প্রয়োজন। রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নেবেন। একটি presentable character এখানে বান্ছনীয়। মাহবুব লীলেন এর কৃতজ্ঞতা বিষয়ক যুক্তির সাথে একমত হলেও জিল্লুর রহমানের প্রার্থীতা নিয়ে আমি দ্বিমত পোষণ করি।

অন্যদিকে, ভেবে দেখুন - বহুদিন আমাদের কোনো মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি/প্রধানমন্ত্রি নেই। শেষ মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতির মুক্তিযোদ্ধাত্ব আবার রাজাকারদের পুণর্বাসন করার কারণে পাণসে হয়ে গিয়েছে। সেও ২৭ বছর আগেকার কথা। আর কিছুদিন পর চাইলেও তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারব না। প্রায় সবাই এখন বার্ধক্যের কোঠায়। আর, যখন সমগ্র জাতি আবার একসাথে হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, তার চেয়ে ভাল সময় আর কখন হতে পারে?

আর এই তালিকায় আমার তাই ব্যক্তিগত পছন্দ এ.কে. খন্দোকার। না হলে অন্য কোন যোগ্য মুক্তিযোদ্ধা।

মুশফিকা মুমু এর ছবি

আমি লিস্টে ড. মুহাম্মদ ইউনূস আর এরশাদ ছারা আর কাউকে চিনিনা। এরশাদের শাসন আমলে আমি ছোট ছিলাম তবে যা শুনেছি তাতে বলতে পারি এরশাদ ছারা না চিনলেও অন্য যে কাউকে আমি ভোট দিব।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

মুজিব মেহদী এর ছবি

ভোট দিলাম তিনটা। তবে অবশ্যই এরশাদ ও মুহম্মদ ইউনূস নন।
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

ভূঁতের বাচ্চা এর ছবি

বিচারপতি হাবিবুর রহমানের প্রতি দুর্বলতা আমার পুরোনো।
তাই উনাকেই যোগ্য মনে করছি।

------------------------------------

--------------------------------------------------------

বজলুর রহমান এর ছবি

ভোটহীণ কামাল হোসেন। আবারো নিশ্চিত পরাজয় বরণ করেছেন, তবু হাসিনার এরশাদ প্রীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মহাজোট থেকে সরে গেছেন। বহুকাল আগে হাসিনা নেতৃত্ব হারানোর ভয়ে তাঁকে নির্বাচনে হারিয়ে দিয়েছিলেন, এবং কর্মীদের দিয়ে শারীরিকভাবে অপমানিত করে আওয়ামী লীগ থেকে তাড়িয়ে দিয়েছিলেন।

অতিথি লেখক এর ছবি

প্রথমতঃ জিল্লুর রহমান দ্বিতীয়তঃ বিচারপতি হাবিবুর রাহমান তৃতীয়তঃ রেহমান সোবহান
(মহসীন রেজা)

অতিথি লেখক এর ছবি

"গোপন" ব্যালটে ভোট দিলাম যদিও প্রকাশ্যে যা হবার হয়েই আছে।

প্রফাইল

....................................................................................................................
এভাবেই স্থবির ঘর একদিন উড়ে যাবে
উড়ে উড়ে যাবে

আরিফ জেবতিক এর ছবি

রাজনৈতিক সরকারের কাছে রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রেসিডেন্ট হিসেবে আশা করি । এই সময়ে জিল্লুর রহমানই বেস্ট চয়েস ।

আবির আনোয়ার এর ছবি

ভাল মন্দ রাজনীতি অর্থনীতি বুঝি না তবে ব্যাক্তি হিসেবে বিচারপতি হাবিবুর রহমান, রেহমান সোবহান এবং মোজাফফর আহমেদ তিন জন কেই আমার পছন্দ।তাই তিনজন কেই ভোট দিলাম (যদিও জিল্লুর রহমান অলরেডি মনোনিত)

অতিথি লেখক এর ছবি

বেহায়ামুক্ত বাংলাদেশ চাই, চাই ।
লেজেহোমোএ একটি অস্বাভাবিক নোংরা বিকল্প ।
লেখার জন্য ধন্যবাদ ।

রাসেল [অতিথি] এর ছবি

আজকে নিউজে দেখলাম, শেখ হাসিনা অলরেডি ঘোষনা করেছেন জিল্লুর রাহমান প্রেসিডেন্ট হচ্ছেন।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভোটিং অপশন টেম্পোরারিলী সবার জন্য উন্মুক্ত করা হল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

জুয়েল বিন জহির এর ছবি

কোনো পোস্টে আইজ পর্যন্ত ভোট দিবার পারি নাই, মাগার জরিপে প্রত্থম ভোটাধিকার পাইলাম।
হেইজন্যে ধইন্যবাদ!!!!

জুয়েল বিন জহির এর ছবি

রাজনীতিতে মিলিটারিদের লোভ আর সুশীলদের লোভ
দুইটাই সমান ক্ষতিকর

সহমত।

মাহবুব লীলেন এর ছবি

সরকারটা যদি আওয়ামিগের না হতো তাহলে হয়তো জিল্লুর রহমানের নাম আমি প্রস্তাব করতাম না

কিন্তু সরকাটা আওয়মিলীগের বলেই জিল্লুর রহমানের নামটাই আমি একমাত্র যোগ্য মনে করি

কারণ বাংলাদেশের রাজনীতিতে শ্রেফ দলীয় মূল্যায়নের অভাবেই অনেক যোগ্য কর্মী এবং নেতা রাজনীতি ছেড়ে দিয়েছেন হতাশা থেকে
এবং তাদের এই হতাশার মাঝখানেই এসে যোগ দিয়েছে উটকো লোকজন

রাষ্ট্রপতি পদটা আলংকারিক হলেও দেশের সর্বোচ্চ সম্মানীত পদ
এই পদটাই হতে পারে একজন প্রবীণ রাজনীতিবিদের প্রতি
তার ত্যাগ আর শ্রমের প্রতি দলের প্রধান কৃতজ্ঞতা
(পুরস্কার নয়। কৃতজ্ঞতা)

বাংলাদেশের রাজনীতির ধারায় যেহেতু হাসিনা খালেদার পরিবারের বাইরে কেউই প্রধানমন্ত্রী হবার দুঃস্বপ্নও দেখে না সেহেতু তাদেরকে সম্মান জানানোর প্রক্রিয়াটা অন্তত থাকা উচিত দলের ভেতরে

স্মরণ করা উচিত আগের সংসদে সাইফুর রহমান বলেছিলেন- এক পদে আর কতদিন থাকবো? ভাল্লাগে না। সেজন্য একবার একটা প্রক্রিয়া চালু হয়েছিল তাকে উপ প্রধানমন্ত্রী করার। কিন্তু সেটা হয়নি

০২
এরশাদের বিষয়ে আমার বক্তব্য একটাই
বেহায়ামুক্ত বাংলাদেশ চাই

০৩

ইউনুস মুজাফফর রেহমান সোবহান কেন আসবেন?
তাদের উচিত নিজেদের ট্রাকেই থাকা
(ভালো মন্দ আমি এখানে বিচার করছি না)
রাজনীতিতে মিলিটারিদের লোভ আর সুশীলদের লোভ
দুইটাই সমান ক্ষতিকর

থার্ড আই এর ছবি

কারণ বাংলাদেশের রাজনীতিতে শ্রেফ দলীয় মূল্যায়নের অভাবেই অনেক যোগ্য কর্মী এবং নেতা রাজনীতি ছেড়ে দিয়েছেন হতাশা থেকে
এবং তাদের এই হতাশার মাঝখানেই এসে যোগ দিয়েছে উটকো লোকজন

রাষ্ট্রপতি পদটা আলংকারিক হলেও দেশের সর্বোচ্চ সম্মানীত পদ
এই পদটাই হতে পারে একজন প্রবীণ রাজনীতিবিদের প্রতি
তার ত্যাগ আর শ্রমের প্রতি দলের প্রধান কৃতজ্ঞতা
(পুরস্কার নয়। কৃতজ্ঞতা)

কোট করলে পুরা মন্তব্য কোট করা লাগে, তাও অর্ধেকটা করলাম। কোন সচলকে প্রসিডেন্ট নির্বাচিত করার প্রস্তাব আসলে আপনেরে আমি ভোট দিতাম।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

অনিন্দিতা চৌধুরী এর ছবি

পুরোপুরি একমত।

ইশতিয়াক রউফ এর ছবি

জিল্লুর রহমানই ভোট পাবেন আমার। তবে এর বাইরে কোন নাম বিবেচনা করতে হলে বিচারপতি হাবিবুর রহমানের নাম বলতাম আমি। '৯৬ এর নির্বাচনের আগে এই ব্যক্তির কাজে-কর্মে এবং পরবর্তীতে তাঁর লেখনিতে মুগ্ধ আমি। আমার দেখা একমাত্র রাষ্ট্রপতি/প্রধানমন্ত্রী/উপদেষ্টা যিনি বাংলা নববর্ষে ভাষন দিয়েছেন।

থার্ড আই এর ছবি

আপনার প্রস্তাবিত নাম তালিকায় যুক্ত করে দেয়া হয়েছে।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে