আমি সচলায়তনের জন্য একটি ব্যানার করতে চাই। ক্যামনে কি?

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: বিষ্যুদ, ০৭/০১/২০১০ - ১০:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ব্যানারের টেকনিক্যাল প্রয়োজনীয়তা হচ্ছে এর আকার ৯৬৫ পিক্সেল চওড়ার এবং ১৫০ পিক্সল উচ্চতার হতে হবে। ব্যানারে সচলায়তন কথাটি চোখে পড়ার মত বড় আকারে হতে হবে। তার নীচে "চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির" শ্লোগানটি দিতে পারেন। তবে প্রয়োজন মনে করলে আরো উপযুক্ত কোন শ্লোগান ব্যবহার করতে পারেন।

যেহেতু এটি প্রথম পাতায় সবার প্রথম প্রদর্শিত হয় তাই বানানের ব্যাপারে আপনার গভীর মনোযোগ কামনা করা হচ্ছে।

ব্যানারের ফরমেট jpg বা gif হতে হবে। ফাইলের আকার ৫০ থেকে ৬৫ কিলোবাইটের মধ্যে বা তারও নীচে হলে খুব ভালো হয়। নইলে প্রতিবার রিফ্রেশের সময় লোড হয়ে মোটের উপর পেইজ লোডের সময় বাড়িয়ে দেবে ব্যানারটা।

ব্যানারের ফাইলের নাম front- দিয়ে শুরু হতে হবে। তার পরের অংশটুকু একটা উপযুক্ত নাম দিয়ে জুড়ে দিতে হবে। নামের মধ্যে কোন স্পেস রাখা চলবে না।

এরপর নিজের একাউন্টে গিয়ে "নিজ ব্লগে প্রকাশিত" অপশনটি সিলেক্ট করে ব্যানারটি সচলায়তনে প্রকাশ করুন। সঙ্গে আপনার চিন্তা-ভাবনা বা ব্যানার বিষয়ে কিছু বলবার থাকলে সেটাও লিখুন। অতিথিরা এক্ষেত্রে অতিথি লেখকের একাউন্টটি ব্যবহার করতে পারেন।

ব্যানার তৈরী এবং ব্যানার সহ লেখা প্রকাশ শেষে এক কপি ব্যানার, আপনার প্রোফাইলের লিংক এবং লেখাটির লিংক পাঠিয়ে দিবেন contact অ্যাট সচলায়তন বরাবর। আমরা তখন ব্যানারটি এফটিপি করে আপলোড করে দেবো সচলায়তনে। সেই সঙ্গে আপনার প্রোফাইল লিংক এবং ব্যানার নিয়ে নিজ ব্লগে প্রকাশিত লেখাটির লিংক প্রতিক্রিয়া প্রকাশের জন্য জুড়ে দেবো প্রথম পাতায়।

ব্যানারের উপর একটি লেখা প্রকাশ এবং সেটির লিংক প্রতিক্রিয়া প্রকাশের উপায় হিসেবে ব্যবহার করায় আপনার কাজের প্রশংসা সরাসরি আপনার কাছে পৌঁছাবে। আমাদের ধারনা এতে করে পুরো প্রসেস আরো স্বচ্ছ এবং ব্যবহার বান্ধব হবে। এ ব্যাপারে আপনার মতামত সরাসরি মন্তব্যের ঘরে কিংবা contact অ্যাট সচলায়তন বরাবর পাঠাতে পারেন।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

চমৎকার! দেখি একটা ব্যানার বানানো যায় কি না!!

ব্যানারের থিম কি সচলায়তনের কোন বিষয়ের উপর হতে হবে, নাকি যেকোন বিষয় হতে পারে?

র হাসান

দ্রোহী এর ছবি

চলুক

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

সচলায়তনের ব্যানার নিয়ে অনেকদিন ধরে আমিও ভাবছি। মাপজোকের ব্যাপারটিই জানা ছিলো না। এখন কিছুটা সহজ হলো। তবে এ কাজে হাত দেবার সেই ক্ষণটির নাগাল পাচ্ছি না। তবে অচিরেই এ কাজে হাত দেবো আশা করি।

.
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

নিজের ব্লগে ব্যানার প্রকাশ ও মন্তব্য করার আইউডিয়াটা খুবই ভালো হয়েছে।

গৌতম এর ছবি

যেহেতু এটি প্রথম পাতায় সবার প্রথম প্রদর্শিত হয় তাই বানানের ব্যাপারে আপনার গভীর মনোযোগ কামনা করা হচ্ছে।

সন্দেশকে (মানিক)

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

স্পর্শ এর ছবি

চলুক


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল