নদী কি পারে?

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: শনি, ২৪/০৯/২০১১ - ৩:০৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

নদী কি পারে- তার গহীন অতলে
জন্মান্তরের যত সঞ্চিত ব্যথা
উপচে দিতে ঢেউয়ের ছলাৎছলে ?

নারী কি পারে- এমনি অবহেলে
মুছে ফেলতে দেহের সন্তাপ
ঐ খরস্রোতা নদীর জলে ?

যদিও পূণ্যার্থী ছিলাম না কখনোই,
তবুও নদীকে নারী ভেবেই গিয়েছিলাম তীর্থস্নানে
ছুতেঁ চেয়েছিলাম জলের শরীর, মৃত্তিকা পলল,
অঞ্জলি পেতে নিতে বেহুলার খোঁপা থেকে খসে পড়া ভাঁটফুল-
হায়- সেখানে ভাঙ্গনের উল্লাস, শোনিতের ধারা ,
মানুষের কান্না, ঈশ্বরের উপহাস ভরা...

ভুল করে ভুল জলে নামি,
বুঝি না নদী আর নারীর ফারাক ।
ক্রুশকাঠে বিদ্ধ যীশু চেয়ে থাকে অবাক...
কে তাকে বোঝাবে-
বোবা প্রস্তরমূর্তির কাছে নয়
মারসোরা আজন্ম নিবার্ণ খুঁজে বেড়াবে
রক্ত মাংসের মারিদের বুকে।


মন্তব্য

তারেক অণু এর ছবি

ভাল লাগল। বেহুলা আর ভাঁটফুলে একটু জীবনবাবু, জীবনবাবু গন্ধ।

ঝরাপাতা এর ছবি

আসলে ঠিক জীবনবাবু গন্ধ কিনা!
জীবনবাবু ইন্দ্রের রাজসভায় বেহুলার পায়ে বাংলার নদী, মাঠ, আর ভাঁটফুলকে কাঁদতে দেখেছিলেন.... আর আমি সে যাওয়ার পথে বেহুলার খোঁপা থেকে খসে পড়া ভাঁটফুলের অপেক্ষায় ছিলাম মাত্র........


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

মৃত্যুময় ঈষৎ এর ছবি

আরো লিখবেন আশা করি..........


_____________________
Give Her Freedom!

বন্দনা কবীর এর ছবি

সুন্দর!!!

তানিম এহসান এর ছবি

আরো লেখা আসুক হাসি

কর্ণজয় এর ছবি

আজন্ম নির্বাণ...

সুমন তুরহান এর ছবি

ভালো লেগেছে, লেখা নিয়মিত চাই! হাসি

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

Saima এর ছবি

ভাল লাগলো। হাসি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ঝরাপাতা এর ছবি

সবাইকে অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য.... পাঠকের মন্তব্যই লেখকের প্রেরণা........


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।