সুখী গণ্ডারনামা ০২

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: মঙ্গল, ২৫/১০/২০১১ - ৬:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পুরাকালে বাঁশখোর নামের এক পৌরাণিক চরিত্রকে ধাওয়া দিতে দুখী গণ্ডারনামা শিরোনামে একটা সিরিজ লিখেছিলাম। পৌরাণিক বাঁশখোরদা তার গণ্ডারপনায় ইতি টানার কারণে সিরিজটি তার গুটিকয় পাঠকের বহু তাগাদা সত্ত্বেও তেজগাঁও বিমানবন্দরের মত পরিত্যক্ত হয়। খোদাবি ইশারায় তেজগাঁও বিমানবন্দর যেমন বিমানবন্দর হিসেবে পুনরুজ্জীবিত হয়েছে, সেভাবে এই সিরিজটিরও পুনরুজ্জীবন আবশ্যক বলে মনে করছেন দুয়েকজন বন্ধু। পৌরাণিক বাঁশখোরদা দুখী ছিলেন, কিন্তু এই সিরিজের গণ্ডারটি সুখী প্রকৃতির, তাই সিরিজের নামে শল্যোপচার করণ ঘটন হওনটা জরুরি ছিলো। তবে অতীতে আমি প্রতিদিনই নতুন একটা গণ্ডারনামা লেখার মতো তাগদ আর তাগিদ ধারণ করন হওন ঘটাতাম, এখন অসুখের কারণে দুবলা মেরে গেছি, তাই এই সিরিজ অনিয়মিতভাবে এগোবে।

মাম-রা বিরক্ত মুখে তার পেছনের ব্যাণ্ডেজমণ্ডিত অংশ চুলকাতে চুলকাতে আনমনে বিড়বিড় করে বললো, "গোড়াতেই শালার ভুল হইছে। ক্যান যে থাণ্ডারক্যাটগুলিরে এই গ্রহে ঢুকতে দিলাম!"

মাম-রার সাঙ্গোপাঙ্গোরা "ঠিক, ঠিক" বলে সায় দেয়।

মাম-রা ব্যাণ্ডেজ চুলকাতে চুলকাতে বলতে থাকে, "তারপরও ভুল হইছে, পিছে পিছে মিউট্যান্টগুলিরে যে ক্যান ঢুকতে দিলাম!"

মাম-রার সাঙ্গোপাঙ্গোরা "ঠিক, ঠিক" বলে সায় দেয়।

মাম-রা তবুও থামে না, ব্যাণ্ডেজ চুলকায় আর বলতে থাকে, "তারপরও ভুল হইছে, তাদের পিছে পিছে আবুলরে যে ক্যান ঢুকতে দিলাম!"

মাম-রার সাঙ্গোপাঙ্গোরা এবার একটু থতমত খেয়ে যায়।

একজন বলে, "হে মাম-রা, আবুল আবার কী করলো?"

মাম-রা নির্মমভাবে ব্যাণ্ডেজ চুলকায়, আর বলে, "আবুলের সাথে উঠাবসা কইরা থাণ্ডারক্যাটগুলি পাল্টায় গেছে। তাদের চামড়া এখন লোহার মত শক্ত, গুলি, লেজার, ইভল রশ্মি, কোনো কিছুই তাদের চামড়া কাবু করতে পারতেছে না রে বেক্কলের দল!"

মাম-রার সাঙ্গোপাঙ্গোরা ভয়ে ভয়ে একজন আরেকজনের মুখের দিকে তাকায়।

মাম-রা দীর্ঘশ্বাস ফেলে বলে, "তবে সব কিছুরই একটা ভালা দিক আছে। থাণ্ডারক্যাটগুলি এখন আর লেয়ার ছাইড়া বাইর হয় না। সারাদিন নিজেদের লেয়ারের ভিত্রে গদির উপ্রে বইসা থাকে শুঞ্ছি। সোর্ড অব ওমেনস লইয়া দৌড় দিলেও তারা কিছু করতারবো না।"

মাম-রার এক চ্যালা বললো, "এইটাও কি আবুলের কারসাজি?"

মাম-রা সুইচ টিপে তার জাদুর কুয়া অন করে বললো, "নিজেরাই দ্যাখ।"

কুয়াতে ভেসে উঠলো টাইগ্রা, চিতারা আর প্যানথ্রোর চেহারা। তিনজনই পরম নিশ্চিন্তে বসে আছে চেয়ারে, মুখে অনাবিল হাসি। লায়নো পায়চারি করছে অদূরে। আর একটা চেয়ারে হাসিমুখে বসে আছে আবুল।

আচমকা লায়নো তার সোর্ড অব ওমেনস বার করে চেঁচিয়ে উঠলো, "গণ্ডার! ... গণ্ডার! ... গণ্ডার! ... গণ্ডারক্যাটস হোওওওওওওও!"


মন্তব্য

রুমঝুম ১ এর ছবি

নিনজা টারটেল, স্পাইডার ম্যান এদের অপেক্ষায় রইলাম। সবাই আবুল হয়ে যাবে বুঝতে পারছি। তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই কি করার নাই?

চরম উদাস এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
গন্ডারক্যাটস
গড়াগড়ি দিয়া হাসি

তানজিম এর ছবি

টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টল দেখতে পাচ্ছি দিব্যচোখে...আবুইয়েলোর পিঠে টার্টল শেল দেঁতো হাসি

হিমু এর ছবি

দিলেন তো মিয়া এক্টা প্লট বরবাদ কৈরা! ধুর!

তানজিম এর ছবি

মন খারাপ

তানজিম এর ছবি

মন খারাপ

শাব্দিক এর ছবি

আমরা কিছুই দেখিনি হাসি । আপনি লিখা ফালান পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

রু (অতিথি) এর ছবি

আহারে, আমার আরেকটা অতি প্রিয় কার্টুন মারা পড়লো!!

দ্রোহী এর ছবি

দেঁতো হাসি দেঁতো হাসি দেঁতো হাসি দেঁতো হাসি দেঁতো হাসি

দুষ্ট বালিকা এর ছবি

হো হো হো

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

তারেক অণু এর ছবি
sanjida এর ছবি

হো হো হো ... হাসতে হাসতে বিষম !!!!

তাসনীম এর ছবি

হো হো হো

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

আসিফ ইকরাম এর ছবি

গন্ডারক্যাটস এর ছবি কই? ছবি ছাড়া খেলুম না।

নিটোল. এর ছবি

হো হো হো

স্বপ্নহারা এর ছবি

এইবার ভলট্রন চোখ টিপি

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

MIUপাঠক এর ছবি

GonderCats এর একটি নমুনা...

ব্যাঙের ছাতা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

MIUপাঠক এর ছবি

মন্তব্যে ছবির লিঙ্ক কাজ করছে না কেন? গতকাল গন্ডারক্যাটস এর নমুনা দিতে চেয়েছিলাম, এখানে আছে...
http://imageshack.us/f/818/abulcats.jpg/
যাইহোক, সমস্যা তো খালি আবুল সাহেবের না! গদির উপরে যারাই বসে সবাই দেখি গন্ডার হয়ে যায়! এইসব সমস্যার সমাধান করা যায় কিভাবে? প্রাথমিক প্রস্তাবে, গদির উপর তারকাটা বিছানো হোক!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

জটিল

______________________________________
পথই আমার পথের আড়াল

মেহবুবা জুবায়ের এর ছবি

এইটা দুবলা মারা পোষ্ট হয়েছে। মনে হয় অসুখের কারণে। পুরাই পোলাপাইন্না!

--------------------------------------------------------------------------------

কল্যাণF এর ছবি

চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।