প্রেমপত্রের সর্বশেষ খসড়া

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: সোম, ৩০/০৭/২০০৭ - ৬:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

কদ্দুর গুটিশুটি চলে অবশেষে উৎড়াই মৌজ
গলার কলসি ভেঙে
তুমিও খেয়েছ হয়তো নানারূপ পালটি
কিম্বা ছিমছাম ভগিচগি

আমাকে তো জানো -
সাঁটাই কপ কপ করে খাস্তা পরোটা
আর গজব ঝাল মারা গিলা কলিজা ,
পেঁয়াজের ঝাঁঝ কর্ণকূহরে বিষূব চক্কর

ফক্কর ঢালে নাচানাচি ,
ছিপছিপে হাঁচির আপাত গোলগাল
নাদুসনুদুস প্রতিসরাঙ্ক
সাংখ্যমত বুঝে সেঁধে যায়
আড়াআড়ি প্রত্যক্ষে

স্বপক্ষে
পিটপিটে চোখের পিঁচুটি
ভার্চুয়াল বিছুটি বাঁচিয়ে চলে
গনগনে ঢেউটিনে মুশকো বেড়াল

৩১.১০.২০০৬ সামহোয়ারইনে প্রকাশিত


মন্তব্য

আয়েশা আখতার এর ছবি

মুশকো বেড়ালটা কী/কে?কবিতার গড়নটা ভালই ।

সুমন চৌধুরী এর ছবি

দেঁতো হাসি
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

২ রেটিং দেইখা ভিরমি খাইলাম।
৫ দিলাম যদি তাতে কবিতাকে বাঁচিয়ে রাখা যায়।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

শ্যাজা এর ছবি

আম্মো ৫ দিলাম হাসি

আয়েষার ব্লগ খুঁইজা পাই না, লিংক ধরাইয়া দেন।


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

সুমন চৌধুরী এর ছবি

দুর্গেশনন্দিনীর আয়েষার ব্লগ তো চিনিনা। ব্লগার আয়েশার নামে ক্লিক করলেই তার ব্লগে চলে যাবেন দেঁতো হাসি
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

মুহম্মদ জুবায়ের এর ছবি

বুঝেছি কি না জানি না, পড়তে মজা লাগলো। চোখ টিপি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সুমন চৌধুরী এর ছবি

শুক্রিয়া.....
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

কারুবাসনা এর ছবি

নাহ, আপনারে আরো প্রেমপত্তর লেকার চানস দিলাম, এটা ছিড়ে ফেলে।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

সুমন চৌধুরী এর ছবি

ছিড়া কি হৈব? রেকড কোথাও না কোথাও থাকবোই..তবে নতুন নতুন প্রেমপত্তর লিখতে চারপায়ে খাড়া দেঁতো হাসি
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।