পডকাস্ট তৈরি করব কীভাবে?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: শনি, ২৫/০৮/২০০৭ - ৮:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পডকাস্ট করতে হলে আপনার একটি মাইক্রোফোন লাগবে। তাছাড়া কম্পিউটার এবং কিছু সফটওয়্যার লাগবে। সেগুলো নীচে একে একে জানানো হবে।

অডিও রেকর্ডিং
১। মাইক্রোফোন কম্পিউটারে যুক্ত করুন।

২। অডাসিটি রেকর্ডিং সফটওয়্যার ডাউনলোড করুন এখানে থেকে। ইনস্টল করুন।

৩। এমপিথ্রি করার জন্য লেইম এনকোডার ডাউনলোড করুন এখান থেকে। ডাউনলোড করা জিপ ফাইল আনজিপ করুন, ফোল্ডারটি থেকে lame_enc.dll এবং BladeMP3EncDLL.def ফাইল দুটি C:\Program Files\Audacity\Plug-Ins ফোল্ডারে কপি করে দিন।

৪। অডাসিটি রান করুন Start > All Programs > Audacity থেকে। অডাসিটি উইন্ডোতে Edit > Preferences এ যান। যে উইন্ডো আসবে সেখানটায় File Formats এ যান। নিচের দিকে MP3 Export Setup এ গিয়ে Find Library ক্লিক করুন। তখন আপনাকে যদি জানায় "Not found..." তাহলে find ক্লিক করে C:\Program Files\Audacity\Plug-Ins\lame_enc.dll খুঁজে দিন। ওকে করে উইন্ডো ক্লোজ করুন।

৫। এর পর রেকর্ড ক্লিক করে কথা বলুন। কথা শেষে File > Export as MP3 ক্লিক করুন। সেইভ করার যে উইন্ডো আসবে তাতে Options নামে একটি বাটন থাকবে, হাতের ডানে-নিচের দিকে। সেটাতে ক্লিক করে ফাইল কোয়ালিটি 32 kbps করুন। তাহলে ফাইল সাইজ খুব ছোট হবে, কোয়ালিটি মোটামুটি খারাপ থাকবে না।

তাছাড়া অন্য যেকোনো অডিও রেকর্ডার ব্যবহার করতে পারেন।

পডকাস্ট পোস্ট করা
এটা শুধুমাত্র যাদে অডিও পোস্ট করার ক্ষমতা আছে তারা করতে পারবে। আপনি যদি "লেখালেখি করুন > অডিও" না দেখতে পান তাহলে আপনার এই ধরনের পোস্ট করতে পারবেনা না।

১। "লেখালেখি করুন > অডিও" ক্লিক করুন।

২। বডি হিসেবে কিছু লিখুন। অডিও ফাইলটা ব্রাউজ করে দিন।

৩। যদি এমপিথ্রি ফাইলে title আর artist নাম থাকে তাহলে আর নাম চাইবে না। নইলে একটি এরর দেখিয়ে নাম জানতে চাইবে। তখন আপনার নাম দিন ও টাইটেল দিন।

৪। পোস্ট করে দিন।

প্রথম পেইজে না আসলে বুঝবেন প্রথম পেইজে আসার অপশন বন্ধ আছে।