বটুপুত্রের ক্যাটফ্লু আর শেরে বাংলার শেরে বিলাই দর্শন

বটু মিয়া এর ছবি
লিখেছেন বটু মিয়া (তারিখ: রবি, ২৩/০৯/২০০৭ - ৬:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বটুপুত্রের ক্যাটফ্লু আর শেরে বাংলার শেরে বিলাই দর্শন।


মন্তব্য

অমিত আহমেদ এর ছবি

এটা ক্যামনে জানি মিস হয়ে গেছিল!
বটু মিয়া চলুক। থামানোটা ঠিক হবে না।


ব্লগস্পট | অর্কুট | ফেসবুক | ইমেইল

Navid এর ছবি

Choluk thamayen na.....darun mojar hosse.....

মেহদী হাসান খান এর ছবি

সবার কাছে বটু মিয়ার গল্প করলাম, এখন একী কথা! আইডিয়া শেষ হলে রেস্ট নেন, সিরিজ চলুক

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বটু মিয়া যাইবো কই? হালায় কয় কি?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অতিথি এর ছবি

খুব ছোটবেলাতে একবার শের-এ-বাংলার গলাতে মালা পরিয়েছিলাম, যখন তিনি বাবার সভাতে যাচ্ছিলেন ট্রেনে।কষ্ট হচ্ছিল সেই বিশাল দেহের গ্রীবার নাগাল পেতে, তবু মজা লেগেছিল । এবার তাঁকে না হয় আরিফের সেই বিখ্যাত মার্জারের ছবিটা দেখাইঃ
http://nayadanda.tripod.com /zero.htm
এখানে বটুমিয়া দাউদের বাঈজীবাড়ি দর্শনের বিবরণও পাবেন। ঢাকাতে আহসান মঞ্জিলে এক সময়ে নবাবরা ইংরেজ প্রভুদের খুশি করতে নাচের আয়োজন করতেন, এখনো দেখতে পারেন গিয়ে সেই ঘর। যখন খাজুরাহোতে মন্দিরের গায়ের মূর্তিগুলো দেখছিলাম, মনে হচ্ছিল ধর্ম আর আদিরসের মধ্যে এমন ফিউশন এর চেয়ে সুন্দর আর কি হতে পারে। ওপরের সাইটে আরো পাবেন নিষিদ্ধ সাপ্তাহিক ২০০০ এর ঈদ সংখ্যাতে প্রকাশিত আরেকটি গল্প ঃ হুমায়ুন আজাদের 'পাক সার জমিন শাদ বাদের' মত,ধর্ম ও আদি রস নিয়ে, যার শেষটা আমার বেশি পছন্দ হুমায়ুনের উপন্যাসের চাইতে।

আরিফ জেবতিক এর ছবি

হুম,

সৌরভ এর ছবি

হৈ মিয়া, কিসের সাড়া পান না?
এইটা শেষ পর্ব হয় ক্যামনে?
বাংলাদেশে শরমপত্রের দরকারের শেষ হইসে নাকি?

শরমপত্র চলবো।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

অভিজিৎ এর ছবি

খারাপ না তবে, আগের দুইটার মত এত জমে নাই।

লাস্ট লাইনটায় “ কতকগুলা কুত্তা বিলাই নিয়া আসচস” না কইয়া “কতকগুলা গাধা নিয়া আসচস” বললে ভাল হত।


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

হাসান মোরশেদ এর ছবি

আমি ও কই- 'করছস টা কি,বটু মিয়া?'
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।