বটু মিয়ার বৈঠকখানা ১

বটু মিয়া এর ছবি
লিখেছেন বটু মিয়া (তারিখ: মঙ্গল, ২৮/০৮/২০০৭ - ৪:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

বটু মিয়ার বৈঠকখানা ১ - ভুমিকা


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এটা তো দারুণ জিনিস ছিলো। উনি নাই কেন?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কমেন্ট না পেয়ে উৎসাহ হারায়ে ফেলছিল মনে হয়।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অতিথি লেখক এর ছবি

আমি ফার্স্টে বুঝি নাই ২০০৮ এর। চরম জিনিস। আর পার্ট করে নাই?

পলাশ রঞ্জন সান্যাল

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বটু মিয়া একটা জিনিস ছিল! আবার শরমপত্র শুনতে মঞ্চায়।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রায়হান আবীর এর ছবি

হুকুম হইছে হাসাহাসির দাঁত ক্যালাইয়া হাছ...

bongo_lolona এর ছবি

duita thappor kheye chelera khepse.. ho khepar-e to kotha.. gari-bari puraiya dilo.. ta to purabei.. eishob kaj banglaira bhaloi pare..

bhabtesilam ... deshe meyera gang raped hoy.. minority-r lokjon dholai khay.. mollagulla dhoya panjabi gaye lagaiya moshjider mic-e meyeder shundor guilt trip dey... tokhon keu gari-bari purai na..

police to ageo amader chor-thappor dise ..tokhon to rokto gorom hoy nai..
amare ammaa bole ... nijer posonde biya korba bhalo kotha.. chor thappor khaile amar kase eshe kanba na..
amago hoise shei obostha.. elected govt-er kase chor thappor khaile prestige-e lage na..
gonotontro bole ekta bepar ase na..
jai hok..
tobe botu bhai.. chalai jan.. apner alap amar posondo hoise.

Nilanjon এর ছবি

Boss

amner first postcast sune taski kaichi. Hasi paiche. Toi kotha ki janen bangal to. Free te upodish dite val lage. Tai koi baicha thakte hoile ei khan theka jan. Ar thakle arow arow alap podcast dan. Hunte mon chaiche

Jai okhon

কনফুসিয়াস এর ছবি

খুবই মজার হইছে। আরো চাই।

-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আপন এর ছবি

বটু ভাই ফাটাফাটি হইছে! একটু আগে আমরা সপরিবারে আপনার বৈঠকখানার প্রথম পর্ব শুনলাম। হাসি এখনো থামছে না । হাসি
কিন্তু সমস্যা হইলো কিছু বিচ্ছু পোলাপান এই টা ডাউনলোড করে তাদের মোবাইলে নিয়ে গেছে । এমন জিনিস একা শোনার মধ্যে মজা নাই।

নীলের সঙ্গে পথ চলা,ভুল পথে
অথবা তারপরও ভালো আছি ...

দ্রোহী এর ছবি

সেইরকম হইছে!!!! কোপাইয়া ফালা ফালা।


কি মাঝি? ডরাইলা?

নিঘাত তিথি এর ছবি

মারাত্মক! ঝাক্কাস।

--তিথি

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

অতিথি এর ছবি

khaise re! Pulishe to botu re na, hoggol sochol re dhaoa dibo!

Fastokelash hoise. Magar restriction er moiddhe thakla vala hoito na?

আরিফ জেবতিক এর ছবি

একমত।একটু রয়েসয়ে করুন বটু ভাই/বটু মামা।
আপনি না হয় বিদেশে থাকেন,আপনার বিপদ নাই।
সচলের কর্তৃপক্ষের সবাইও বিদেশে,তাদেরও বিপদ নাই।

কিন্তু আমরা দেশবাসী না আবার বাশডলা খাই।:)

-----------------------------------
ঢাকার ভূমে ফিরেছে একাত্তর/প্রস্তুতি নে,সময় হলো তোর..

অমি রহমান পিয়াল এর ছবি

সেরম হইছে শরমপত্র।


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই

ঝরাপাতা এর ছবি

জম্পেশ। বটু মিয়ারে লাল ছেলাম দিলাম। ছালার যা দিনকাল পরছে।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

আড্ডাবাজ এর ছবি

লাজবাব হইছে। বটু মিয়ার টিনের বাক্স কই? চলুক শরমপত্র।

হাসান মোরশেদ এর ছবি

শুনে যেনো মনে হয় চিনি উহারে চোখ টিপি

তবে বটু ভাইজান,পরিস্থিতি আসলে কতোটুকু কি সেটা আমার চেয়ে আপনি ভালো জানবেন যেহেতু চুলোর ভেতরে আছেন । তবু বলি, একটু সাবধান । একটু খেয়াল করে ।
অবশ্য দুঃসময়ে সাহসী না হলে সেই সাহসেরই দরকার কি?

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

রানা মেহের এর ছবি

এই সব করা হচ্ছে বুঝি আজকাল?
অতি ইন্টারেস্টিং হয়েছে

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

ইশতিয়াক রউফ এর ছবি

অসামান্য।

সুজন চৌধুরী এর ছবি

গুড গুড
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

ঈভ এর ছবি

মন্তব্য দেখা যায়না কেন!
যাকগে, আবার বলি, বটু মিয়া আমাকে একদিন পুথিঁ শোনাইবা?

রেজওয়ান এর ছবি

মারহাবা! মারহাবা! বটু মিয়া তো হিট।

শরমপত্র দারুন হইছে। দারুন পারফর্মেন্স। চলুক...

চারদিকে রটাইয়া দেবো শিগ্গিরই....

×××××××××××××××××××××××××××××××××××
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

অপালা এর ছবি

জোশ হইছে।

সুমন চৌধুরী এর ছবি

ঠিকাছে।
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

কেমিকেল আলী এর ছবি

এইডা কোন ওস্তাদ?
বসে ফাটাইয়া ছেড়াবেরা কইরা ফেলাইছে।

সৌরভ এর ছবি

হায় আল্লা, এইটা কী?
আমি শোনার পর মিশায় দিসি আমার পিসির থাইকা।
হাসতেই আছি।
শরমপতরো.. হইতাসে।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

অমিত আহমেদ এর ছবি
এস্কিমো এর ছবি

এই তো শুরু বটু..
আরো অনেক পর্ব যেতে হবে।

ধন্যবাদ।

লেখতে চাই ..কিন্তু কি লিখবো?

তপু এর ছবি

বটু চাচা, মানুষরে বোকা বানানো আপনার নেশা নাকি পেশা? মাইর খাওয়ার আগে সচলায়তন ছাড়েন।

আরিফ জেবতিক এর ছবি

উত্তম ঝাজা নয়,উত্তম বাশডলা দেয়া দরকার।
টাইম হইলে বুঝবেন কতো চিটায় কতো ধান।

-----------------------------------
ঢাকার ভূমে ফিরেছে একাত্তর/প্রস্তুতি নে,সময় হলো তোর..

ভাস্কর এর ছবি

হুমম...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

পুরোটা শুনলাম।
দারূন হয়েছে।
চলুক।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

ধুসর গোধূলি এর ছবি

- বটু মামু, জব্বর খেইল দেখাইলেন চোখ টিপি
হাসতে হাসতে শরম ধইরা গেছেগা আমার।
_________________________________
<সযতনে বেখেয়াল>

নজমুল আলবাব এর ছবি

হাসতেই আছি... মগার কতক্ষন? ৩ মিনিট না ৩ মাস?

ভুল সময়ের মর্মাহত বাউল

হাসিব এর ছবি

পুরাটা আছে ? উপদেশের কথা কইতে গিয়া শ্যাষ হইয়া গেলো মনে হয় ?

অছ্যুৎ বলাই এর ছবি

পুলিশ ভিডিও ফুটেজ বাদ দিয়া এই অডিওর কণ্ঠকে এবার ধাওয়া করবে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

হুকুম হইছে হাসাহাসির দাঁত ক্যালাইয়া হাসো।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হাঃ হাঃ হাঃ গড়াগড়ি দিয়া হাসি
অসাধারন, অসাধারন। পডকাস্টরে এতো ক্রিয়েটিভ ভাবে ব্যবহারের জন্য জাঝা।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অছ্যুৎ বলাই এর ছবি

বটু মিয়ারে ধোলাই দিতে হইবো। কামকাইজ ফালাইয়া বৈঠকী আলাপ!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

বটু মিয়া এর ছবি

কমেন্ট নাই।বুঝছি ,পাবলিকে বটুভাইরে ভালা পায় না।:)

বটু মিয়া এর ছবি

বটু মিয়ার ইমেল এড্রেসটা পডকাস্টে যেটা আছে,সেইটা সঠিক নহে।
সঠিকটা পরে জানাইব হাসি

ইতি
তুমাদের
বটু ভাই।