শুকতারা

উপল মাহবুব এর ছবি
লিখেছেন উপল মাহবুব (তারিখ: সোম, ২২/০৯/২০০৮ - ১:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[restrict]কেউ আসে, ভালবাসে,
আমি হটি পিছু,
যে নেই, তারে দেই
মোর সবকিছু।
আছে ঘিরে, স্নেহ নীড়ে,
আমি চোখ বুজি,
আঁধারেতে, আকাশেতে
শুকতারা খুঁজি!!


মন্তব্য

জিফরান খালেদ এর ছবি

বেশ তো!!

মুশফিকা মুমু এর ছবি

অসাধারণ! দারুন! সুপারব! চলুক
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

স্বপ্নাহত এর ছবি

ওয়াও! ভাল লাগলো খুব।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

মহব্বত যখন আসে- আসে ভূতের মত। টুঁটি চেপে ধরবেই!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

উপল মাহবুব এর ছবি

সকলকে ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।