কবিতাসূত্র

অনিশ্চিত এর ছবি
লিখেছেন অনিশ্চিত [অতিথি] (তারিখ: মঙ্গল, ২৪/০২/২০০৯ - ১১:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শীতের রাতে কাঁপতে কাঁপতে এসে কবি একটি কলম চাইলেন;কবিতা লিখবেন তিনি।
সাদরে নরোম সোফায় বসিয়ে আমি তাকে কলমসহ কাগজ তুলে দিলাম,
তিনি লিখতে শুরু করলেন।

কবিতার ভাষা আমি বুঝি না, কিন্তু উঁকি মেরে দেখি- তিনি লিখছেন
ঠাণ্ডায় কাঁপতে কাঁপতে;
অক্ষরগুলো মানচিত্রের মতো বাঁকতে বাঁকতে- তবে অবশ্যই,
কিছু একটা কবিতা লিখছেন কবি।

আমি, তবে, কবিতা দেখি না, কবির কাঁপাকাঁপি দেখি
বলি- কবি, একটা গরম কাপড় দেবো কি?
কবি কাঁপেন ততোধিক।
বলি- গরম চা বানাবো কি আপনার জন্য?
কবিদের দুনিয়ায় নীরবতা অসম্মতির লক্ষণ।
শুধাই- কবি, আপনাকে গরম করে দেবো? দিই?

কবি মুখ তুলে বলেন- আনন্দ কখনও কবিতা আসে না।

অসংখ্য কাটাকুটির পর কবি লিখলেন তাঁর সদ্যপ্রসূত কবিতাখানি।
ততোক্ষণে তিনি ধুমনিস্তেজ, ঠাণ্ডায় আরও জুবুথুবু।
আমি কোলে করে কবিকে উঠিয়ে নিলাম সোফার চেয়ে আরো নরোম আরেকটি স্থানে
শরীরের অসংখ্য আবরণ উঠিয়ে এই প্রচণ্ড ঠাণ্ডায় কবিকে আরও ঠাণ্ডা করে আমি গরম করে দিলাম কবিকে
কাগজে-কলমে কবিতা লিখি না সত্য, কিন্তু কাগজ ছাড়াও কবিতার অসংখ্য আধার আছে এই পৃথিবীতে
আমার কবিকে নিয়ে একসঙ্গে কবিতা লেখার সব আয়োজন সম্পন্ন করতে করতে একসময়-
শৃঙ্খলিত ধারায় অসংখ্য একরঙা শ্বেতশুভ্র কালি ঢেলে দিলাম কবি নামক খাতাটির ওপর-
অসংখ্য সৃষ্টিশীল শব্দ উৎপাদনে কবি আবারও জানালেন- নীরবতা কবিদের অসম্মতির লক্ষণ।

যদিও সম্ভাবনা ছিলো কোটি কোটি কবিতার হবার-
কিন্তু,
পরে, একসময়,
কবি পৃথিবীকে উপহার দিলেন কেবল একটি কিংবা আরেকটি শ্রেষ্ঠ কবিতা।


মন্তব্য

অনিশ্চিত এর ছবি

কবি মুখ তুলে বলেন- আনন্দ কখনও কবিতা আসে না।

এই লাইনে 'আনন্দ' শব্দটির স্থানে 'আনন্দে' পড়তে হবে। সম্পাদনা করতে চেয়েছিলাম, কিন্তু বোধহয় অতিথিদের সম্পাদনা করার অনুমতি নেই। সেজন্য মূল রচনায় ঠিক করা গেল না।
‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

শেখ জলিল এর ছবি

তুখোড় কবিতা। অভিনন্দন কবি।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

অনিশ্চিত এর ছবি

কবিতাটা আপনার পছন্দ হয়েছে। এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে! ধন্যবাদ, জলিল ভাই।
‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

তীরন্দাজ এর ছবি

আসলেই তুখোড়- এবং অন্যরকম!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অনিশ্চিত এর ছবি

অসংখ্য ধন্যবাদ, তীরন্দাজ।
‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

কীর্তিনাশা এর ছবি

সত্যিই অন্যরকম! চলুক

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অনিশ্চিত এর ছবি

ধন্যবাদ, কীর্তিনাশা।
‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

মৃন্ময়ী এর ছবি

‌জানি খু্ব অবাক হইনি
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
হারা পথিক??////////?//////

অনিশ্চিত এর ছবি

আপনার মন্তব্যটা বুঝলাম না। পড়ার জন্য ধন্যবাদ।
‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

পরিবর্তনশীল এর ছবি

খুব খুব খুব সুন্দর!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অনিশ্চিত এর ছবি

ধন্যবাদ, পরিবর্তনশীল।
‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ভীষন ভালো লাগলো।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অনিশ্চিত এর ছবি

ধন্যবাদ, সুলতানা পারভীন শিমুল।
‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।