এটাও হয়তো ব্যক্তিগত পাতায় নির্বাসিত হবে=

রাসেল এর ছবি
লিখেছেন রাসেল (তারিখ: মঙ্গল, ০৪/১২/২০০৭ - ৭:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

শ্রদ্ধেয় হিমু
যদিও জানি না আপনি মডারেটরকে জানানোর অনুরোধ করলেও সেটা কিভাবে জানাতে হবে-

তবে এই যে লেখাটা এটা প্রথম পাতা থেকে সরে গেলো এবং আপনি বললনে মডারেটরকে সমস্যার কথা জানাতে এটাতে আমি আপত্তির কিছু খুঁজে পেলে সেটা কিভাবে জানাবো?

কিংবা আমার যে মুক্তকণ্ঠে শকল পড়াই লেখাটাতে মন্তব্যের অধিকার নেই এই খবরদারিত্ব কিভাবে ব্যাখ্যা করবো।

আমি বলছিলাম এমন প্রহসনের মানে নেই- আপনি যদি নীতিগত ভাবে এই সিদ্ধান্তে পৌঁছান যে অবশ্যই যে কেউ মতপ্রকাশের স্বাধীনতা রাখে তবে সেটা মডারেটরের মর্জিমফিক মতপ্রকাশিত হতে হবে- এই বাধ্যবাধকতা থেকে লেখকের স্বাধীনতা বিবেচনা করতে অনুরোধ করছি- আর ভাস্করের বিষয়টা বেশ জঘন্য একটা অনুভতি এনেছে সেটাও যদি শ্রদ্ধেয় মডারেটরগন পরিস্কার করতেন তবে আরও আনন্দিত হতাম- আড়ালের নানা রকম সমস্যা সন্দেহ আর সংশয় জাগায়।


মন্তব্য

হিমু এর ছবি

শ্রদ্ধেয় রাসেল,

দেখবেন মেসেজ করার একটা অপশন আছে, সেটা ব্যবহার করতে পারেন।

সন্দেহ, সংশয় থেকে আমরা কেউই মুক্ত নই। পরবর্তীতে ব্যক্তিগত জিজ্ঞাসার জন্য মেসেজ ব্যবহার করতে পারেন। ব্যক্তিগত সংশয় ব্যক্তকরণ ও দূরীকরণের জন্য প্রথম পাতা ব্যবহার না করাই শ্রেয়।

ধন্যবাদ।


হাঁটুপানির জলদস্যু