দূর পাহাড়ের ধারে (পর্বঃ ১ বগালেকের পথে)

সালেহীন এর ছবি
লিখেছেন সালেহীন [অতিথি] (তারিখ: রবি, ২৬/০৪/২০০৯ - ৩:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

মধ্য মার্চের গনগনের গরমে ছ'জনের একটি দল সিদ্ধান্ত নিল বাংলাদেশের অন্যতম শীর্ষ দুই পাহাড় চূড়া কেওক্রাডং এবং তাজিনডং এর শিখর স্পর্শ করার। তাদের অভিযানের সফল পরিসমাপ্তির ফলশ্রুতিতে এই ফোটো ব্লগটির জন্ম। দেশের অনিন্দ্যসুন্দর পার্বত্য জেলা বান্দরবানে ট্রেকিং এর বিপুল আনন্দদায়ক অভিজ্ঞতার সামান্য অংশও যদি পাঠক / দর্শক লাভ করে থাকেন, তাহলেই অধমের প্রচেষ্টা সার্থক হবে।

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

১ - বান্দরবান শহরে সকালের নাস্তা পর্বঃ
২ - চাঁদের গাড়ীতে রুমাবাজারের উদ্দেশ্য যাত্রাঃ
৩ - ক্ষক্ষ্যংঝিরিতে শঙ্খ নদের পাড়ে সারিসারি নৌকাঃ
৪ - অনিন্দ্যসুন্দর শঙ্খ নদঃ
৫ - শঙ্খ নদের মাঝি, রুমাবাজারের পথে
৬ - নদীপথে অভিযাত্রীঃ
৭ - রুমাবাজারে অভিযাত্রীরা
৮ - ধুলায় ধূসরিত বগালেকের পথেঃ
৯ - রুমাবাজার পুলিশ স্টেশনের পাশে জলাশয়ঃ
১০ - বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক হাইওয়ে রুমাবাজার-টু-বগালেক পেরোনোর পর অভিযাত্রীদলঃ
১১ - পাহাড়ের কোলে অপূর্ব জলাধার, বগালেক
১২ - স্বপ্নের বগালেক
১৩(ভিডিও ক্লিপ) - বগালেক যাওয়ার গাড়ীপথ, ধূলায় ধুসরিত এবং বিপজ্জনক রকমের খাড়া

(চলবে...)


মন্তব্য

মুস্তাফিজ এর ছবি

ভালোই এডভেঞ্চার হইছে মনে হয়

...........................
Every Picture Tells a Story

সালেহীন এর ছবি

হ্যাঁ মুস্তাফিজ ভাই। বান্দরবানে ট্রেকিংয়ে অল্প-বিস্তর অ্যাডভেঞ্চার হয়েই যায়।

আকতার আহমেদ এর ছবি

চলুক

সালেহীন এর ছবি

ধন্যবাদ।

নীড় সন্ধানী [অতিথি] এর ছবি

ইচ্ছে হচ্ছে এখুনি বেড়িয়ে পড়ি।

সালেহীন এর ছবি

আর ক'টা দিন অপেক্ষা করলে বেড়ানো টা আরো উপভোগ্য হবে। শীতটা পড়ুক।

নজমুল আলবাব এর ছবি

বহুত মজা হইছে তাইলে।
চলুক।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

সালেহীন এর ছবি

মজা ভালোই হয়েছে। ধন্যবাদ।

বন্য রানা এর ছবি

চালিয়ে যান। ডিটেলস লেখা চাই।

সালেহীন এর ছবি

ধন্যবাদ। চেষ্টা করব পরবর্তী পর্বগুলিতে লেখার সাথে কিছু তথ্য যোগ করার।

সালেহীন এর ছবি

ধন্যবাদ। চেষ্টা করব, পরবর্তী পর্বগুলিতে ছবির সাথে বর্ণনা যোগ করার।

হিমু এর ছবি

সাল্লু, ফ্লিকারে এমবেড অপশনটা ব্যবহার করতে পারো। ঐটা দারুণ।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

রণদীপম বসু এর ছবি

এমবেডটা কী, একটু বুঝাইয়া কন !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সালেহীন এর ছবি

হিমুভাই, আমি পিকাসা অ্যালবাম থেকে ছবি এমবেড করেছি। ফ্লিকারে আমার ছবির সংগ্রহ কম দেখে সেখান থেকে যুক্ত করি নাই।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনার ফ্লিকার একাউন্টে লগিন করে যেকোন একটা ছবিতে ক্লিক করেন। দেখবেন ছবির উপরে অনেকগুলো অপশন সহ একটা লাইন আছে। Add note, Add to set, Blog this.. etc এর মধ্যে একটা হলো All sizes. এটাতে ক্লিক করলেই দেখবেন ছবির নিচে html একটা বড়সর কোড দেখাচ্ছে। সেটাকে কপি করে সচলে পেস্ট করলেই হবে। তবে খেয়াল রাখবেন যে সাইজের ছবি আপনি নিতে চান সেই সাইজ আগে সিলেক্ট করে নিতে হবে। বাই ডিফল্ট আপনি যখন All sizes বোতামে টিপ দিবেন, তখন সবচেয়ে বড় সাইজের ছবি+ কোড দেখাবে।

নোট: শুধুমাত্র আপনার নিজের ছবির ক্ষেত্রেই এটা সম্ভব। অন্য কারো ছবিতেও সম্ভব যদি সেই ব্যবহারকারি এই অপশনগুলো ডিজ্যাবল না করে থাকেন।

বুঝতে না পারলে বলেন, স্ক্রীনশট দিয়ে দেখায়ে দেব।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ইশ... মজা তো...
আমি অনেকদিন ফ্লিকারে কোনো ছবি আপ্লোড করি না... তুলে রাখছি অনেক মজার মজার ছবি
একদিন ধরে সব তুলে দিতে হবে
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ভ্রমণ ব্যাপারটা প্রায় সব সময়ই মজার।
ছবির পাশাপাশি একটু-আধটু বর্ণনাও আশা করসিলাম যে!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সালেহীন এর ছবি

সত্যিই তাই।
পরবর্তী পর্ব গুলি সচিত্র বর্ণনা (নাকি সবর্ণনা চিত্র!) করার চেষ্টা করব।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।