শাহীন হাসান এর ব্লগ

বোধ হয় কারও জন্ম হয় না

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: বুধ, ০১/০৪/২০০৯ - ১২:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পাতের কোণায় এ ভাবে কখনো দেখিনি,
মাংস শেষ হলে লস্বালম্বী শুয়ে থাকে মাছের কাঁটা!
এখানে থালার পেটেও কী মাটির গূঢ়-গর্ত পাতা?
চোখ দু’টো গোলাকার শূন্য, মাটির প্রলেপ মাখা।
সাদা হাত, হাড়, দাঁতেরপাটি- ম্রিয়মাণ জ্যোৎস্না,
আঙুলগুলো তারাবাজির মতন যেন
নি:স্তেজ পুড়ে পড়ে আছে।

নাসিকার ছিদ্রপথে, চাঁদনিতে, চোয়ালে
যত্রেতত্রে পোকার প্রাদুর্ভাব,
অন্ধকারের অন্তর যেন
নড়ছে-
টিক্‌ টিক্‌-টিক্‌-টিক্...


আমার বয়সই যেন পৃথিবীর বয়স

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: সোম, ৩০/০৩/২০০৯ - ১২:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তারপর বননরক থেকে-
সবুজের গন্ধ, অকাট-সূর্যের পিপাসা
আমার নাকের মধ্য দিয়ে রক্তের মধ্যে ঢুকে
অতিকষ্টে পৃথিবীকে বাঁচালো।
যেন সব ঝরঝরে রোদ্দুর চোখের মধ্যে
শীতের মতন বসেছিল,
নামলো :

নি:ষ্ক্রান্ত কুয়াশা।

চোখের মধ্যে লিক্‌লিকে ঘাস
ঘাসের বুকে ফোটা নীল-নাকফুল
বাতাসে দুলছে, আর আমার চোখ থেকে বেরিয়ে
কালো পাখিটি তার হলুদ-পা
সবুজে ডুবালো :

এখন পাখির পায়ে হাঁটছে সকাল।

আজ এই সকাল আর এই প...


মৃত্যু ও লাঠিয়াল

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: বুধ, ২৫/০৩/২০০৯ - ৪:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কেন তাকাবো জানালার দিকে?
সমুখের জানালায় তাকালে সে আমার
পেছনের জানালায় দাঁড়ায়।
বামে তাকালে সে দাঁড়ায় আমার
দক্ষিণ আঙিনায়। পথে তার পায়ের সাথে আমার
পথের সংঘাত বাধে। আমি বারবার পেছনে তাকাই-
না, কেউ নেই! তবু যেন কেউ আছে, কিছু যেন আছে,
আমার সর্ব অস্তিত্বের সাথে রক্তাক্ত-জোঁকের মত লেগে!

আর একান্ত বান্ধব কেউ নেই জেনে, যদি রাতে
অস্থির সিগারেট জ্বালাই, তখন সে এসে দাঁড়ায় আমার
গভীর বাম ন...


হারাবার মত অনেক কিছু

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: মঙ্গল, ২৪/০৩/২০০৯ - ৩:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এখানে নি:শব্দে হারাবার মত আছে অনেক কিছুই।
জলজ হাঁসের কর্ণে এ-যে দেখি শামুকের দুল, পরেছে
নোলক তারা, বাপের বাড়ি যাবে বলে সেজেছে কন্যা?
ভিনদেশী পাখির পাখায় কেঁপে উঠে বিলের সলিল বুক,
জলকেলির উল্লাসে আনন্দে উপচে পড়ে পদ্মপাতার উপর
ছোট্ট নোরুলমাছ : পৃথিবীর বাতাস আর গন্ধ মাখে গায়।
মা আমার কখন ধরে রেখেছেন হাত- "ফিরে আসিস বাবা!”

ঝিম-ধরারাত, ঘোরলাগে স্বপ্নের উদরে সময়ের পৃষ্ঠায়।
হটাৎ গর...


ভোরের আভাস

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: রবি, ২২/০৩/২০০৯ - ৩:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তিরিতিরি হাওয়ার ভোর গায়ে মাখছে রোদ্দুর
সোনারবরণ ভিজে ধান ধরে আছে ধানক্ষেত
ঝিলের স্নিগ্ধজল পদ্ম ফুটিয়েছে প্রচুর
ঘাসের সবুজ বুক ফলিয়েছে শিশিরের ক্ষেত
পাটের সবুজ রঙ ডেকে নিয়ে শালিকের মন
বলে কথা আছে শোন।

সরায়ে সাদা মেঘ আকাশ লুফে নেয় নীল
বুনোহাঁসের গন্ধে বিলে পা রাখে ডাকাত!
বিপুল পাখার শব্দে উড়ে যায় হাঁস-
কয়েক সারি ভোরের আভাস।

হলুদপাতা পথে ফেলে চলে গেছে হেমন্ত দিন
এবার তুষার,...


মাটির গন্ধ এমন

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: শনি, ২১/০৩/২০০৯ - ১:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আবার ভিজে মাটির গন্ধ লাগে গায়
হাওয়ায় মেয়ের চুল খেলে যায়
গ্রীবায় নারীর দুলে উঠে লজ্জানম্রনদী
আঁধারের অধর ভাসিয়েছে যেন
সেই সন্ধ্যা আবার!

পথ তার চেনা ছিল এক আঙুরঅন্ধকার :
সে তো পথ নয়, মায়াবিনীরঠোঁট ;
সে তো অন্ধকার নয়, অতি-নান্দনিককারুকাজ ;
সে তো চেনা নয়, সম্মোহনীটান।
সেই টান আবার টানছে আমাই!

সৌর চাষীরা কবে কখন দিগন্তে
রুয়ে গেছে সন্ধ্যাতারা, কত দেখেছি তার
সন্ধ্যার ঠোঁটে ধরে আছে আ...


গোলাপ নৈরাশ্য

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: শুক্র, ২০/০৩/২০০৯ - ২:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তুমি কে হে- দুরূহ! পাষাণ-পায়ে
হেটে-হেটে যাও? এখানে রক্ত-মাংস
নিশ্চিত জেনেও-
ব্যথা দিয়ে-
দিয়ে
যাও ;

আমার যখন খুব প্রেমের তৃষ্ণা
তখন আমার হাতে গোলাপ থাকে না,
আবার যখন খুব থাকে ...
তখন তৃষ্ণা থাকে না!
এমনি করে জীবন থেকে
চুপিচুপি চুরি যায় রঙ ;
অকালপক্ক গোলাপ আসে,
কয়েকটি বাড়তি-
কবিতা
লিখে
যেতে ;

দীর্ঘ-ব্যর্থ-দীর্ঘশ্বাস শেষে যেমন
জীবন ঘনিষ্ঠ গোলাপ ফ...


রূপোর বাটি

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: বিষ্যুদ, ১৯/০৩/২০০৯ - ৪:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গভীর কূপ থেকে তোলা দু-আজলাজল :
কার যেন
আঙুলের আঁচ লেগে ঝরঝর -
ঝরে পড়ছে এক রূপোর বাটিতে।
চেয়ে দেখি সেই রূপোর বাটিতে
ভেসে গেল তোমার কাঞ্চননিতম্ব
নারী। আর তার সাথে ভেসে গেল
আমাদের সেই চঞ্চল চোখ। সে
ছিল সন্ধ্যার বহতা নদী অথবা
জ্যোৎস্নার বৃষ্টিতে ভিজে আমরাই
কাঁপছিলাম যেন যুগল শিল্পের বন্ধনে
ঝিলের- ঝিলিক!

হায় আমার স্মৃতি! কোন মায়াবলে -
তুমি আজ হয়েছো এমন রূপোর বাটি ?
থেকে থেকে তু...


একটি প্রেমের পদ্য সংগীত হয়ে উঠে

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: বুধ, ১৮/০৩/২০০৯ - ১:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কখনো কেউ আমাকে এমন ভিজিয়ে যায়নি
শেষে ভিজিয়ে গেল এক শ্রাবণ!
আমি শ্রাবণকে আলিঙ্গন করলাম
তবুও তুমি বললে যাই, (এঁ) বিদায় ॥

বাদবাকি বৃষ্টির টিপটিপ্‌ দিন
আমি হাটলাম, তোমার হাত ধরেই হাটলাম,
হঠাৎ ঈশ্বর, আমাদের হাত হারিয়ে ফেললেন!
তখনই তুমি বললে যাই, (এঁ) বিদায় ॥

আমরা তো যাচ্ছিলাম, স্বর্গের ভেতর দিয়ে,
অমরত্ব চাই না বলেও- পারিজাত ছুঁয়ে ছুঁয়ে।
হঠাৎ ঈশ্বর, আমাদের হাত হারিয়ে ফেললেন!
তখনই তুম...


জ্যোৎস্নাভেজা পা

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: মঙ্গল, ১৭/০৩/২০০৯ - ১:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এতো মধুর করে কথা বলো কী করে
তোমার কথায় বসন্ত নামে
কোকিলের স্বর ভেসে আসে কানে
অজস্র প্রজাপতি উড়ে যায় রোদ্দুরে
ফুল ফোটে অফুরন্ত আবেগে
এতো বিধুর করে কথা বলো কী করে

এতো মায়ার স্বরে কাছে ডাকো কী করে
তোমার ডাকে জল হয়ে গড়িয়ে যায়
প্লাবন হয় আমার হৃদয়
জ্যোৎস্নাভেজা পায়ে তুমি হাটছো যে সৈকতে

তবুও বুঝিনা এমন মিষ্টি করে কথা বলো
বেদনা দাও কী করে?

প্রেমতো স্বয়ং বলে -
আমি কী আর কথা বলি তোম...