শাহীন হাসান এর ব্লগ

একটা বোধ। একটা দৃশ্য।

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: রবি, ১০/০৫/২০০৯ - ৪:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একটা বোধ।
একটা দৃশ্য।

সাথে করে রাতদিন
কোথাও কী চলে যাচ্ছি?

আছড়ে পড়ছে বৃষ্টি, জানালায় জলের রেখা, বাতাসের তোড়ে
অসংখ্য নদী হয়ে আসে। ছোট ছোট জলের ধারায়
ফোঁটায় ফোঁটায়
চলে যাচ্ছি ...

আর কাঁদতে কাঁদতে
দূরের মাঠ-মাঠের রোদ,
গাছপালা-ফসলের সবুজ,
চলমান দৃশ্যাবলী, কিছু প্রিয়মুখ ; ঐ উড়ন-পাখি ;
আর পাহাড় থেকে নেমে আসা
থরে থরে বসতী,
আমায় রেখে
দৌঁড়ে পালাচ্ছে পেছন দিকে ;
চলে যাচ্ছি ...

আছড়ে পড়ছে স...


কল্পনার আত্মহত্যা

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: রবি, ২৬/০৪/২০০৯ - ১:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যদি নিশ্চিত জানি জন্মাবো আবার এই অধরা ধরিত্রীর পরে
তবে সহজ সরলতর হাসিমুখখানি
তোমাদের দিকে বাড়িয়ে এখনি বলতাম :
এ জন্মে আমার সম্মিতি নেই -
হে জীবন-জন্ম, এখনই স্তব্ধ হওয়!

এস্টেশন কাঁপিয়ে ভেপু বাজিয়ে
সাদা সর্পিলীসর্পের মতো দানবীয়
ট্রেনটি এস্টেশন অতিক্রম করলে
মানুষটি উঠে দাঁড়ায় ধীরপায়ে
কল্পনার আত্মহত্যার বীভৎস রক্তমাংস থেকে
যাত্রীছাউনিতে, জীবনের পাশে।

চলতে চলতে পথ না হয় ...


কয়েকটি বোধ এবং এখনো যথেষ্ঠ নয়

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: বিষ্যুদ, ২৩/০৪/২০০৯ - ২:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঠিক কতটুকু নিদ্রা চুরি হলে
কালো গহ্বর থেকে
পথে বেরিয়ে পড়ে মৃত্যু
খড়ম পায়ে খট্‌ খ্‌ট ...
পিচের রাস্তায় বসে যায় পা, সভ্যতা এবং
পাষাণও পিষ্ঠ তার পদতলে
যেমন সিন্ধু-হরপ্পা।
আপাতত কর্ম এবং কর্মীবৃন্দ তড়িঘড়ি ঘুমিয়ে নিক।
কাল চিত্রকল্প আঁকা যাবে?
২.
দেয়ালের দিকে তাকিয়ে অথবা
আয়নায় দাঁড়িয়ে যখন হাসো
তখন সবচেয়ে বিশুদ্ধ হাসিটাই হাসো।
কেননা তুমি বুঝতে পারো,
কী ভুলটাই না অন্য-কে বোঝাচ্ছ...


দাঁড়িয়ে আছি দণ্ডিত হয়ে

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: বুধ, ২২/০৪/২০০৯ - ৩:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দাঁড়িয়ে আছি
ঈশ্বরের আকাশের নিচে
জীবনের হাতে দণ্ডিত হয়ে

আমার মাথার ভেতরের চলিঞ্চুচাঁদ
মেঘের ভেতর থেকে
হঠাৎ বেরিয়ে আসে ;
আর তখনই ট্রেনটা ছেড়ে যায় অনুদ্দিষ্টে

চাঁদটা আবার ডুব দেয়
তাকিয়ে দেখলাম
আমার মাথাটা মেঘের ভেতরে,
মেঘটা আমার মাথার ভেতরে
কী কথা আজ বলবে দুজন?

জমাট কোনো বৃষ্টি হয়তো নামবে
কোনো অজানা পাহাড় থেকে,
আমাদের চোখ জুড়ে?

২.
এই পার্থিব দেহটার জন্য আরও অলিখিত বছর...


নির্ভুল তীরের জন্য

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: সোম, ২০/০৪/২০০৯ - ১০:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

রুপোলি ধনুর দেবতা অ্যাপেলো
তার তূণ থেকে ছিলায় পুরে
ভুল তীরটিই বোধ হয় ছুঁড়েছিলেন
একিলিসের দিকে
প্যারীসকে দিয়ে।
ট্রয়ের যুদ্ধক্ষেত্র থেকে
আহত হয়ে এই মাত্র ফিরলেন
প্রেমের দেবী আফ্রোদিতি,
আর কোন বিবাহিতা হেলেনের ঘরবাড়ি জ্বালাতে
ওখানে গিয়েছিলেন শুনি!
কূটোক্তি শুনলেন দেবী।

রাজদ্রোহী হতে পারতেন রুপোলিধনুর দেবতা
জিউসের দরবারে। হেক্টরকে রক্ষা করে দেবী
ট্রয়কে বাঁচাতে পার...


বটবৃক্ষ

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: শনি, ১৮/০৪/২০০৯ - ৩:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ধারালো নখরে গেঁথে নিয়ে যাচ্ছে
তাকিয়ে তাকিয়ে দেখছি
আপন উঠোন।
দেখা ছাড়া আর কোনো কাজ নেই যেন
যাকে বলে পরিতৃপ্ত-ভোজন,
তা-ই সারলো প্রকাণ্ড এক শ্যেন।
যজ্ঞেশ্বর জানেন না জীবনের মহিমা,
বিষ্ঠার মধ্য থেকে আমি বেরোলাম :
‌‌'চির-উন্নত শির‌‌'!

দু:খ
বেদনা
প্রেম
ব্যর্থতা
ভালোবাসা
আর বৃদ্ধের শেষ লাঠিটা ...
অই-সবকিছুর ছায়ারা
আমার সাথে সাথেই ছিল :

একদিন প্রকাণ্ডবাড়িটা ভেঙে
আমি নেমে এলাম পথ...


ফিরে যাও নির্জনতা

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: শুক্র, ১৭/০৪/২০০৯ - ২:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ডেকো না
বেরোতে পারবো না
অসুস্থ
যন্ত্রণায় বিদ্ধ ;
শ্বাসকষ্ট হচ্ছে,
আমাকে ডেকো না!
আমি সত্যি আজ বেরোতে পারবো না :
তোমার ডাক শোনার আগেই তো,
জানালা দিয়ে পথে
পা-দুটো বের করে রাখি,
হাত দুটোয় আকাশ ছুঁয়ে।
তুমি আমার কথা শুনলে না :

জানালাটা ভেঙে গুঁড়ো করে ফেললে
দরজার কপাট খুলে ছুঁড়ে দিলে দূরে,
ঘরে ঢুকে এলো সন্ধ্যা : গোধূলির রঙ
পোকা-মাকড়, বনফুল আর বুনোগন্ধ ;
বিশাল আকাশ, নির্জনবিল, মশামা...


ফড়িংয়ের অমৃতস্বপ্ন

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: বুধ, ১৫/০৪/২০০৯ - ১১:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

সবুজ পাতার উপর শুয়ে, মিশে গিয়ে সঙ্গে
সে কোন্‌ অমৃতের স্বপ্ন দেখে?
জিজ্ঞেস করেছিলাম : এসব নিবিষ্টচিঠি,
কাকে লেখা হচ্ছে শুনি?
ফড়িংয়ের কর্ণকুহরে প্রবেশ করেনি।
নির্জনতার প্রভাব ছাড়া কেউ কী কখনো
নিসর্গে প্রবেশ করতে পারে?

অথচ মরিয়া হয়ে আমি নির্জনতা দেখছি :
এতোঘাস-ঘাসফুল, প্রজাপতি,-পালের বাহার ;
অজস্রকীট, পতঙ্গের গন্ধ-গুঞ্জন
পাখি আর তাদের বিক্ষিপ্ত কাকলি :
মহাসংগীত না বলে পারিনি!...


ফড়িংশিশুর গল্প

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: সোম, ১৩/০৪/২০০৯ - ৩:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নির্জন বনের ভেতরে এক ফড়িংশিশুর সাথে
বেঞ্চিতে বসে ছিলাম। আবিষ্করণটি সহসাই,
কী চায় সে আমার কাছে? একটি ছোট্র শিশুকে
আঙুলধরে হাটতে দিতে চেয়েছিলাম
পিতার মতো, কথাটি মনে পড়ে।

একসময় আঙুলের ভেতরে আমার
নখের কেণিতে মাংসের মধ্যে ডুবতে থাকে,
ডানপার্শ্বের অই অতটুকুন সরুপথ দিয়েই সে
তরতর করে উঠে আসে মধ্যমাঅঙ্গুষ্টি বেয়ে ;
আমার সেই ইচ্ছাটাই যেন। বোঝা যায় মানুষের
সর্বাত্মক-ত্বক কতোটা স...


প্রজাপতি

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: শনি, ১১/০৪/২০০৯ - ১:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নিসর্গে ঢুকেই নিরীক্ষণযোগ্য মনেহলো :
একটার পর একটা ফুল বদলিয়ে বসছে প্রজাপতি।
সময় দেবার মতো সুন্দর, নয় কোনোটি?
ফুলের উপর বসে রোদে ভিজে
রঙিনডানা বাতাসে মেলে, কখনো দুলছিল
কোনো কোনো ফুলের সঙ্গে,
জিজ্ঞেস করেছিলাম : এসব অনুদ্দিষ্টপ্রেম,
কাকে জানানো হচ্ছে শুনি?
ভ্রূক্ষেপ করেনি প্রজাপতি!

তখন আমি নিশ্চিত হতে চাচ্ছি,
ঠিক কাকে ভালোবাসে প্রজাপতি? বললাম :
দেখ হে প্রজাপতি, খুব বেশী দূরে ...