মিথ্যাচারী শর্মিলা বোসের সভা

সুবিনয় মুস্তফী এর ছবি
লিখেছেন সুবিনয় মুস্তফী (তারিখ: মঙ্গল, ১৩/১১/২০০৭ - ৯:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

মিথ্যাচারী লেখিকা শর্মিলা বোসের নাম অনেকে শুনে থাকবেন। তিনি আগামী ৪ঠা ডিসেম্বর লন্ডনের একটি ছাত্রসভায় আমন্ত্রিত হয়েছেন। সভার আয়োজন করেছে লন্ডন স্কুল অফ ইকনমিক্স (এল,এস,ই) এর পাকিস্তানী ছাত্র সংগঠন। এবং বোসের মিথ্যাচারের বিষয়বস্তু যথারীতি মুক্তিযুদ্ধ। লন্ডনবাসী সচল যারা আছেন, তারা এবং সমমনা বন্ধুরা মিলে এই উন্মুক্ত সভায় গিয়ে তাকে চ্যালেঞ্জ করতে পারেন। মহিলার মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের পরিকল্পনা করা হচ্ছে (কিছুটা নীরবে যাতে তিনি শেষ মুহুর্তে সভাতে আসা ক্যান্সেল করার সুযোগ না পান।)

৪ঠা ডিসেম্বর, মঙ্গলবার, এল,এস,ই ক্যাম্পাস।


মন্তব্য

বিপ্লব রহমান এর ছবি

মহিলার মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের পরিকল্পনা করা হচ্ছে।

শাবাশ!

আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অতিথি লেখক এর ছবি

"লন্ডনবাসী সচল যারা আছেন, তারা এবং সমমনা বন্ধুরা মিলে এই উন্মুক্ত সভায় গিয়ে তাকে চ্যালেঞ্জ করতে পারেন"--

আমাদের UCL Bangla Soc এর কিছু সদস্য নিজেদের মাঝে যোগাযোগ করছি এই বিষয়ে।

তানিয়া

সুবিনয় মুস্তফী এর ছবি

তানিয়া, এই সভাটি ঠিক কোথায় হচ্ছে কনফার্ম করতে পারবেন? এল,এস,ই-র 'ইভেন্টস' ওয়েবপেজে এই মিটিং সম্পর্কে এখনো কোন তথ্য দেওয়া হয়নি। আমি ধারণা করছি এটি হলবোর্ন-এ ক্যাম্পাসেই কোথাও অনুষ্ঠিত হবে। আপনার জানা থাকলে এখানে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।

-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

অতিথি লেখক এর ছবি

সুবিনয় শুভেচ্ছা । আমি LSE তে ফোনে কথা বলেছি সম্ভাব্য সবখানে কেও বলতে পারছেনা কবে কখন মহিলার আগমন ঘটবে। অবশেষে পাকি Soc তে message রেখেছি । এছাড়া আমরা LSE তে পরিচিতদের মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপডেট পেলে জানিয়ে দেব।

তানিয়া

হিমু এর ছবি

পাকিস্তানীরা এখনও শর্মিলা বসুকে ব্যবহার করতে চায়, এতেই প্রমাণিত হয় জাতি হিসেবে এরা কতটা বর্বর, বাস্টার্ড এবং বাইনচোদ। শর্মিলা বসু সম্ভবত অম্লানবদনে জিঙ্গিজ খানের বাহিনীকেও ধর্ষণের দায় থেকে মৌখিক মুক্তি দিতে পারবে, কিন্তু তার পেছনে কারা? তার পেছনে তেল মালিশ করছে কারা? শর্মিলা বসুর গবেষণার পুঁজিপাট্টা কী?

এলএসই-র পাকি মাদারচোদদের মুখের ওপরও একদলা থু থু ফেললাম।


হাঁটুপানির জলদস্যু

হিমু এর ছবি

রোজলিং এই মহিলা ছাগুকে কী বুঝে বিয়ে করলো? লোকটা কষ্টে আছে ...।


হাঁটুপানির জলদস্যু

সুবিনয় মুস্তফী এর ছবি

এই অঞ্চলের লেটেস্ট খবর

UK asked to deport visiting Nizami
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

সুমন চৌধুরী এর ছবি

টেকা থাকলে লন্ডন রওনা দিতাম।



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

কনফুসিয়াস এর ছবি

আপডেট জানাইয়েন।

-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অতিথি লেখক এর ছবি

এইমাএ খবর পেলাম পাকুরা এখনও রুম বুকিং দিতে পারেনি তবে ৪ঠা ডিসেম্বর হলবোর্ন ক্যাম্পাসে অনুষ্ঠান আয়োজনের জোর তৎপরতা পাকুবাহিনী চালিয়ে যাচ্ছে । পাকু ফোনে আপডেট জানাবে বলেছে

তানিয়া

সুবিনয় মুস্তফী এর ছবি

আমি শুনলাম এই মিটিং একটা যৌথ প্রযোজনা - কিছু রিটায়ার্ড পাকি আর এলএসই পাকি সোসাইটি মিলে করতেছে। এলএসই বাংলা সোসাইটি বক্তৃতার বদলে বিতর্কের আবেদন জানাইছিলো, সেই আবেদন নাকচ হইছে। সম্ভবত মিটিং রুম পাওয়া গেলে এইটা আরো পাবলিসিটি করা হবে। দেখা যাক।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

সুবিনয় মুস্তফী এর ছবি

ফেসবুক থেকে তুলে দিলাম - দিন তারিখ নীচে দেওয়া আছে। টাউনে থাকলে চলে আইসেন।

Event InfoName:
Appraising the 1971 War in East Pakistan
Tagline:
Public lecture by Dr. Sharmila Bose
Host:
LSE SU Pakistan society 07/08
Type:
Education - Lecture
Time and PlaceDate:
Tuesday, December 4, 2007
Time:
6:30pm - 8:30pm
Location:
U8, Tower One, LSE.
City/Town:
London, United Kingdom

-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

বজলুর রহমান এর ছবি

যাঁরা নমস্য নেতাজী বোসের এই স্মার্ট আত্মীয়াকে মোকাবেলা করতে যাবেন, অনুগ্রহ করে প্রস্তুত হয়ে যাবেন আশা করি। ভাবাবেগে তাড়িত হয়ে গালাগালি না করে, শক্ত যুক্তি দিয়ে তাঁর অপযুক্তি এবং মিথ্যা ও অসম্পূর্ণ তথ্যের স্বরূপ সবার কাছে উদ্ঘদ্ঘদ্ঘদ্ঘদ্ঘা ঘাটন করতে পারলে, সেটা বিদেশীরা বেশি সম্মানের সাথে গ্রহণ করবে। অবশ্য সে সুযোগ কতটুকু থাকবে জানি না।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।