ফলো আপ নিউজ : ব্যান সচলায়তন

থার্ড আই এর ছবি
লিখেছেন থার্ড আই (তারিখ: বিষ্যুদ, ১৭/০৭/২০০৮ - ১০:৫৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

বিটিআরসির একজন উর্ধ্বতন কর্মকর্তার সাথে আমি কথা বলেছি। যেহেতু এটি ব্যক্তিগত আলাপচারিতা তাই সূত্রের সম্পূর্ণ পরিচয় উল্লেখ করলাম না। তিনি জানিয়েছেন ন্যশনাল মনিটরিং সেল বা NMC বর্তমানে অর্ন্তজালের এইসকল বিষয়গুলো নিয়ন্ত্রন করছেন। তারা সকল প্রকার টেলিকমিউনিকেশন সেক্টরের মিডিয়া সাইডগুলোও দেখভাল করেন যা বাংলাদেশের প্রথম সারির গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের দ্বারা নিয়ন্ত্রিত। সূত্র আরো জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে কিছু ব্লগে (এক্ষেত্রে তিনি নাম উল্লেখ করেনি) বাংলাদেশ সম্পর্কে অহেতুক বিভ্রান্তি ও সাধারণ মানুষকে উসকে দেয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে বলে NMC খবর পেয়েছে। তাই সেসব ব্লগগুলোকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। সম্ভবত সেই কারণে সচলায়তনের উপর এমন বিধিনিষেধ আসতে পারে। এ বিষয়ে তিনি পুরোপুরি নিশ্চিত নন এবং এর বেশি কিছু বলা তার পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন।

আমি চেষ্টা চালাচ্ছি অন্যান্য আরো সূত্র থেকে খবর সংগ্রহের। যদি কোন আপডেট পাওয়া যায় তাহলে ব্লগারদের জানানোর চেষ্টা করবো।


মন্তব্য

মাঝ রাতের বর্ষণ এর ছবি

ধন্যবাদ, আপডেট নিউজ দেবার জন্য ।

সৌন্দর্য্যে কাতর হয়ে পরার পরপরই হতাশ হয়ে পরি, তাঁর নশ্বরতায় ...

ভূঁতের বাচ্চা এর ছবি

থার্ড আইকে অসংখ্য ধন্যবাদ তথ্যগুলো আমাদের সামনে উপস্থাপনের জন্য ।

--------------------------------------------------------

সবজান্তা এর ছবি

অপেক্ষায় -------- নাজির


অলমিতি বিস্তারেণ

দ্রোহী এর ছবি

অপেক্ষায় দ্রোহী............


কী ব্লগার? ডরাইলা?

রেনেট এর ছবি

সকল অচলাবস্থার অবসান ঘটুক দ্রুত।
থার্ডু ভাইকে ধন্যবাদ।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

তীরন্দাজ এর ছবি

এর পাশাপাশি আমাদের স্বাভাবিক লেখালেখি চালিয়ে গেলেই ভাল হয়।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

খেকশিয়াল এর ছবি

অপেক্ষায় থাকলাম

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

আমাদের শুভবুদ্ধির উদয় হোক।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।