কমলেশ পাল -৬

সোমনাথ এর ছবি
লিখেছেন সোমনাথ (তারিখ: শনি, ১৪/০৬/২০০৮ - ৪:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রতিটি হত্যার বিরুদ্ধে
- কমলেশ পাল
==============
নামিবিয়ার যে কালো মানুষটি
প্রিটোরিয়ার সাদা জল্লাদের হাতে মরছে
তার জন্য রইল এক বিন্দু অশ্রু৷

লেবাননের উদ্বাস্তু শিবিরে যে আরব শিশুটি
ইস্রাইলের পাশবিক বোমায় নিহত
তার জন্য রইল একটি দীর্ঘশ্বাস৷

নিকারাগুয়ার যে তামাটে কৃষকটি
তার প্রিয় খামারের মধ্যে
সাম্রাজ্যবাদীর গুপ্ত বুলেটে
ঝাঁঝরা হওয়া বুকে উপুড় হয়ে পড়ে আছে
তার জন্য রইল একটি রক্তগোলাপ৷

ভারতবর্ষের যে অস্থিসার বৃদ্ধাটি
কেবলমাত্র একমুষ্টি ভাতের অভাবে মারা গেল -
তার হত্যাকারীকে খুঁজতে গিয়ে
সত্তর কোটি মানুষের মুখের উপর দিয়ে ঘুরে এলো
আমার সন্দেহ৷
সনাক্ত করব আমি কাকে?
হে বৃদ্ধা, তোমার জন্য আমার কী রইল?

আমার বা-ঁপকেটে সিগারেট আর ডান পকেটে দেশলাই
এই আমি দেশলাই ঠুকে তোমার আঁচলে
লাগিয়ে দিলুম আগুন৷

মা, তুমি জ্বলে ওঠো৷


মন্তব্য

দ্রোহী এর ছবি

আগ্গুন!!!!!!!!!!!!!!!!!


কি মাঝি? ডরাইলা?

রণদীপম বসু এর ছবি

মা, তুমি জ্বলে ওঠো৷

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

পূর্বোক্ত মন্তব্য... সাথে ৫
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।