কমলেশ পাল-৩

সোমনাথ এর ছবি
লিখেছেন সোমনাথ (তারিখ: শনি, ১৪/০৬/২০০৮ - ৪:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যে কাব্যগ্রন্থ থেকে এই কবিতাগুলি নেওয়া সেটি আসলে একটি সংকলন গ্রন্থ - "নির্বাচিত কবিতা সংগ্রহ", যাতে স্থান পেয়েছে কবি কমলেশ পালের তিনটি কাব্যগ্রন্থের কবিতা, সংকলনরূপে, ১) "সেই মুখ সেই আর্তনাদ", ২) "অবিশ্রাম রক্তের প্রপাত" ও ৩) "ডানায় আকাশ"৷ আমাদের কিছু ভালোলাগা তুলে রাখা গেল এই সাইটে - স্বল্পপঠিত এই কবির লেখা যতটুকু কবিতাপ্রেমী মানুষের কাছে এনে দেওয়া যায় তারই চেষ্টায়৷ আর থাক বইটির ভূমিকা থেকে কবির লেখা কিছু নি:শ্বাস-প্রশ্বাস - "আমার কবিতার সঙ্গে যারা অল্পবিস্তর পরিচিত তারা জানেন যে আমি বাংলা কবিতার চিরায়ত ধারাকে আত্মস্থ করেই সমকালকে ছুঁতে চেয়েছি৷ এই নদীমাতৃক পলল সংস্কৃতি আমার শিল্পচেতনাকে জন্ম দিয়েছে, লালন করেছে এব ংপুষ্ট করেছে৷পাঠকের দুয়ারে তাই কাঁচা মাটির পুতুল বা বড়জোর টেরাকোটার দু-দশখানি কারুকাজ নিয়ে হাজির হই৷ খুব হৈ চৈ করে বলার মতো কিছু নয়৷ তবু ভরসা রাখি, বাংলার পাঠককুলের সকলেই ঐতিহ্য থেকে মুখ ফিরিয়ে নেননি৷"

সংকলন গ্রন্থ প্রকাশের প্রস্তাব বন্ধুবর সুনীল পালের কাছ থেকে এলে কবির আনন্দের সঙ্গে জড়িয়ে যায় কিছু কুণ্ঠিত বিষাদ, যে শঙ্কা বহুবার তাঁকে আবিষ্ট করেছে -"তবে কি অবসর মুহুর্ত সমাগত?" স্বল্পপরিচিত লেখকদের যে বিড়ম্বনা পোহাতেই হয়, তিনি ভাবেন, "আগামী দিনগুলিতে এমনতর যে কথাকুসুমের অবির্ভাব ঘটতে থাকবে, তারা তখন নির্বাচিত কবিতা সমগ্রের প্রাচীরের বাইরে দাঁড়িয়ে অভিযুক্ত করলে,একটু ম্লান অসহায় হাসি উপহার দেওয়া ছাড়া" তাঁর "আর কিছুই করার থাকবে না"৷

মধ্যমগ্রামের রুদ্রলোক প্রকাশণার থেকে প্রকাশিত এই বইটির গ্রন্থসত্ত্ব শ্রীমতি মিতা পালের সংরক্ষণে৷ আমরা কবির বিমুগ্ধ পাঠকেরা শুধু কিছু মুগ্ধ মুহুর্তপাঠ বন্ধুদের সাথে ভাগ করে নিলাম৷


মন্তব্য

দ্রোহী এর ছবি

কমলেশ পালের কথা জানার সুযোগ হয়নি কখনো। আপনার মাধ্যমেই তাঁকে চিনেছি। একে একে ছয়টি কবিতা পড়লাম। বেশ ভাল লেগেছে।

সোমনাথ:

আপনাকে ধন্যবাদ জানাই চমৎকার কিছু কবিতার সাথে পরিচয় করিয়ে দেবার জন্য।


কি মাঝি? ডরাইলা?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।