বিজ্ঞান বনাম এলফাবেটিক ঘুড়া

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: শুক্র, ২৯/০৬/২০০৭ - ৩:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:

বিজ্ঞান এবং এলফাবেটিক ঘুড়া একসাথে বাচে না।
যদিউ নাইটিঙ্গেল পাখির যাদুকরী গান
সকলকেই ভালবাসা শিখায়
ঝুম বৃষ্টিতে ছাতার তলে চুমাচুমি খেলায়
ছলে বলে কলে কেৌশলে আদাড়ে বাদাড়ে বনে জঙ্গলে
জমে উঠে প্রেম, রসালো নাইটিঙ্গেল পাখি আমার।
মটেনশুটি তবু হাহাকার নিয়ে বাচে।
আমরা তো জানিই, না মানে এ রকমই তো হোয়ার কথা ছিল
যে বিজ্ঞান এবং এলফাবেটিক ঘুড়া এক সঙ্গে ভাত খাবে না।
যদিউ তিরোহিত সেইসব মান অপমান অভিমান
এতকাল পর কিইবা তার মূল্য আছে?
তবু মটেনশুটি বোন আমার
শুধু তুমার জন্যই এমন তো নয়,
আপনার জন্যউ আমি বিজ্ঞানের নগে মিতালী পাতি না।
কারণ বিজ্ঞান ভালবাসাকে লয়ে প্রফেশনালি ফুটবল খেলে
আমি তা কদাচিৎ পারি না।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

নাহ বুঝলাম না।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সুমন চৌধুরী এর ছবি

কিন্তু কদাচিৎ তো পারো?
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সবুজ বাঘ এর ছবি

সব সুময়ই পারি। হেইডা কি আদেৌ ভালাবাসা?

সুমন চৌধুরী এর ছবি

দেহো এলফাবেটে নিয়মিত অক্ষর বিন্যাসের এট্টা ফ্যাকড়া আছে..হেইডা মাইনাই ন্যাহানেহি....তারমানে পুরাটাই বিজ্ঞান না
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সবুজ বাঘ এর ছবি

নাকি জাম্বুরা গুতান?

সবুজ বাঘ এর ছবি

ইট্টু কঠিন তো তাই বুজা যায় না!!!!!!!!!!!!

সবুজ বাঘ এর ছবি

তাছাড়া এট্টু মিছা মিশিয়া না দিলে জমবো ক্যাম্বে?

ধুসর গোধূলি এর ছবি

- কি দিয়া মিশাইবো?
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।