আপাতত শিনঝুয়ান নদী তীরে

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: শনি, ০৩/০৩/২০১২ - ১০:৫৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

আপাতত শিনঝুয়ান নদীতীরে ঘুরে বেড়াই
তারপর দেখা যাবে কোথা যাওয়া যায়
পটেমেকাস কিম্বা শরপেনটাসের বাড়িতে দুফুরের খানা খাওয়া যায়
গরমাগরম জিলাফাদ্বারা
যদিও ওরা দুফুরে ভাতপান করে কি-না, জানি না
আর জানলেই বা কী? হয়তো ওরা হামাক কুনো কিছুই খিলাবে না, নিজেরা নির্ঝঞ্ঝাট খাবে বলে
তখন কী হবে? তখন ওদের বয়কা টোশবিস্কুট গরমজলদ্বারা চেটেপুটে ফের শিনঝুয়ান নদীতীরে
এসে বসে রইব চুপটি করে আর ভাবব লুকেরা বড়লুক হলে গরিবই থেকে যায় মনে মনে
আহা...কেন যে বড়লুক হলাম না...


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এসে বসে রইব চুপটি করে আর ভাবব লুকেরা বড়লুক হলে গরিবই থেকে যায় মনে মনে
আহা...কেন যে বড়লুক হলাম না, তাই বড়লুক রয়ে গেলাম মনে মনে।

বরাবরের মতই চমৎকার লাগলো।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

......লুকেরা বড়লুক হলে গরিবই থেকে যায় মনে মনে
আহা...কেন যে বড়লুক হলাম না, তাই বড়লুক রয়ে গেলাম মনে মনে।

চমৎকার। পঞ্চতারা। হাসি

পাঠক এর ছবি

আহা! কাছে আসেন বস, একখান চুম্মা দেই ।
-মেফিস্টো

আব্দুর রহমান এর ছবি

আমার প্রিয় কবি সবুজ বাঘ।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

মেহবুবা জুবায়ের এর ছবি

লুকেরা বড়লুক হলে গরিবই থেকে যায় মনে মনে

বাঘা, পছন্দ হইছে কথাটা খুব। একদম ঠিক কথা।

--------------------------------------------------------------------------------

রাজিব মোস্তাফিজ এর ছবি

চলুক
দারুণ

----------------------------------------------------------------------------
একশজন খাঁটি মানুষ দিয়ে একটা দেশ পাল্টে দেয়া যায়।তাই কখনো বিখ্যাত হওয়ার চেষ্টা করতে হয় না--চেষ্টা করতে হয় খাঁটি হওয়ার!!

সুপ্রিয় দেব শান্ত এর ছবি

আফসোস, কেন যে আপনি মাঝখানে দীর্ঘদিন লেখা পোস্ট করেননি।।।।।।।।

স্পর্শ এর ছবি

গুরু গুরু


ইচ্ছার আগুনে জ্বলছি...

প্রৌঢ় ভাবনা এর ছবি

[/লুকেরা বড়লুক হলে গরিবই থেকে যায় মনে মনেquote] আহা ! কি সুন্দর।

দময়ন্তী এর ছবি

বেশ লাগল বাঘামামা| হাসি

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

তমাল এর ছবি

অসাধারণ লাগলো। এরকম আরো লেখার অপেক্ষায় রইলাম।

অমিত আহমেদ এর ছবি

গবেষণা জারি থাকুক। চলুক

নিলম্বিত গণিতক এর ছবি

ভারী চমৎকার। আমি আপনার সব কবিতার ফ্যান নই, কিন্তু অনেক কবিতার ফ্যান।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।