বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণে

সৌরভ এর ছবি
লিখেছেন সৌরভ (তারিখ: রবি, ০৩/০৬/২০০৭ - ১১:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:
আসলাম, কনফুসিয়াস এর আহ্বানে । টুপি খুললাম, সবার জন্যে । এরকম একটা উদ্যেগ - এক কথায় দারুণ । --- অনুভূতিশূন্য কেউ একজন অথবা ওডিসিউস

মন্তব্য

ভাস্কর এর ছবি
টুপি খুললাম আমিও...

স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

আরিফ জেবতিক এর ছবি
যাক ,আপনেও খবর পাইছেন দেখছি!স্বাগতম,নিজেদের ঘরে। ঘর নতুন,ফার্নিচার কেনা হয়নি এখনও। তাই একটু অসুবিধা হবে কয়েকদিন,তারপর সব ঠিক হয়ে যাবে।
নজমুল আলবাব এর ছবি
স্বাগতম
সুমন চৌধুরী এর ছবি
স্বাগতম
আনোয়ার সাদাত শিমুল এর ছবি
এইটা কী নাম নিলেন! কঠিন কঠিন লাগে। সৌরভ!
সচলায়তন এর ছবি
ধর তক্তা, মার পেরেক!!

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

সৌরভ এর ছবি
আমিও তাই কই। কঠিন কঠিন লাগে । বদলায় কেমনে? না বদলানো গ্যালে নাই - অনেকদিন ব্লগস্পটে ওই নামেই আছি তো । সব্বাইরে ধন্যবাদ । -- [অনুভূতিশূন্য কেউ একজন]

আবার লিখবো হয়তো কোন দিন

আরিফ জেবতিক এর ছবি
আপনে তো বিদায় নিয়া আইলেন দেখলাম মগবাজার থাইকা।হা:হা:হা:।
সৌরভ এর ছবি
হুমম, কেউ যখন একই ছাদের নিচে থেকে বলে, ৩০ লক্ষ বাঙালির মৃত্যুতে আমি শোকাহত নই - তখন কী করা উচিত - আমি বুঝতে পারি না । -- [অনুভূতিশূন্য কেউ একজন]

আবার লিখবো হয়তো কোন দিন

আরিফ জেবতিক এর ছবি
আমি একটা পোস্ট দিয়েছি। আছি আরো বড়োজোর ২/৩ সপ্তাহ। ওখানে আর লেখা পোস্ট করব না বেশি। দেখি কী হয়।
সৌরভ এর ছবি
স্যালুট আপনাকে । লেখা দিয়েই যুদ্ধটা জয়ের পথে অনেকদূর এগিয়ে যান সবসময় । -- [অনুভূতিশূন্য কেউ একজন]

আবার লিখবো হয়তো কোন দিন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
আমার ব্লগের শিরোনাম পাল্টে নিজেকে নিজে সিদ্ধান্ত জানিয়েছি - আর লিখবো না। নো পোস্ট, নো কমেন্ট। প্রায় এক বছরের মায়া জন্মে আছে ওখানে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।