পরাজয়

সৌরভ এর ছবি
লিখেছেন সৌরভ (তারিখ: মঙ্গল, ০৫/০৬/২০০৭ - ১২:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
"নৈঃশব্দ বলে: সত্য প্রকাশে কোনোই অলঙ্কার হয় না প্রয়োজন । অশ্বারোহী সৈনিকের মৃত্যুর পর সওয়ারবিহীন, ঘরে ফেরা নতমুখ ঘোড়া বলে দেয় সবকিছু, না বলে একটিও কথা ।" [ফিলিস্তিনি কবি মাওরিদ বারখতি র কবিতা থেকে অনুবাদ] ----------------- কোন কিছুই আর আগের মত নেই । সেরকম কথাও ছিল না অবশ্য - প্রত্যাশাও করিনি কখনও শেকলটা ছেঁড়ার কিংবা দেয়ালটা ভাঙার - প্রতীক্ষাও ছিলনা, শূন্যতার জায়গা নেবে অসীম - সীমাহীনতার মাঝে হারিয়ে যেতে ভয় হয় বলে । মাঝে মাঝে অট্টহাসি দিয়ে ভাসিয়ে দিতে ইচ্ছে করে মেকি মুখোশ পরা মানুষগুলোর মিথ্যেদের। মিথ্যেরা মুখ ভ্যাংচায়; পারিনা,এখন আর কিছুই পারি না। কিছুই হয় না এখন, কোন কিছুই আর আগের মত নেই বলে। স্বপ্নেরা আজ অ্যাসফাল্টে ঘেরা নগরে আকাশছোঁয়া অট্টালিকা র তৈরি শহর-দ্বীপ থেকে বেরুবার পথ পায়না, শিকার হয় যান্ত্রিক ক্ষুধার - বাস্তবতা নামের পরা-দানব ঘিরে ফেলে স্বপ্নযোদ্ধাদের, যুদ্ধটা জেতা হয়না কারও। পরা হয় না ঘাসফুল-মালা - ধূসর অন্ধকার নেমে আসে; ঢেকে ফেলে রক্তাক্ত নাবিকদের,ভয়ের আবরণে ঢাকা পড়ে নীল জোছনা। ভয় - যে কোন সময় নেমে আসবে অমানিশা-প্রিয়-শ্বাপদের দল ! তবুও প্রমিথিউসের মানুষদের মতো আমিও অপেক্ষায় থাকি, দিগন্তরেখায় কখন দেখা দেবে বাদামী নক্ষত্রের আভা। সে অপেক্ষার শেষ কোথায় - কে জানে?

মন্তব্য

সৌরভ এর ছবি
আর্কাইভ থেকে লেখা বাইর করলাম । অনেকটা বিটিভি টাইপ । নতুন অনুষ্ঠানের আকাল পড়লে আর্কাইভ দিয়া কাম সারা আর কি! বাচ্চাকালের লেখা, ভুল-ত্রুটি মাফ কইরা দিয়েন । (তবে, ছবিও কাজ করে ভালোই, ইটালিক, বোল্ডও চলে - টেস্ট করলাম) ---- বিবর্ণ আকাশ এবং আমি ... [অনুভূতিশূন্য কেউ একজন]

আবার লিখবো হয়তো কোন দিন

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
মন্তব্য পইড়া হাসি আটকাইতে পারলাম না।
আনোয়ার সাদাত শিমুল এর ছবি
বাচ্চাকালের গাট্টিগুট্টিতে আর কী আছে বাইর করেন, প্লিজ!
সৌরভ এর ছবি
হায় হায় রে, এক মন্তব্যে পোস্ট এর বারোটা বাজায় দিসি । দুঃখের পোস্ট করলাম, আর মা.মু য় কি না হাসে ! শিমুল, হারিকেন টা দেন, আর্কাইভ খুঁজি। -- [অনুভূতিশূন্য কেউ একজন]

আবার লিখবো হয়তো কোন দিন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
জোছনা রাইতে হারিকেন লাগে নাকি?
নজমুল আলবাব এর ছবি
মন্তব্য দিছেরে... যথারিতি ভালো লাগলো। বাচ্চাকালের লেখা এইটা? আপনেত মিয়া সবসময়ই ভালো লেখেন। ××××××××××××××××××××××× আপনার ওয়েভসাইট দেখলাম সৌরভ। খুবই পছন্দ হয়েছে। আর আগেইতো বল্লাম কমেন্টের জন্য নয় লেথা সংরক্ষনের জন্য ব্লগস্পট ব্যবহার করব। সৌরভ আমারে আপনে একটা মেইল দেন... নয়ত আপনার এড দেন।
সৌরভ এর ছবি
আপাতত blogger@biborno-akash.com এ একটা মেইল দিয়েন । ------ooo0------ অনুভূতিশূন্য কেউ একজন

আবার লিখবো হয়তো কোন দিন

নজমুল আলবাব এর ছবি
মেইল করা হয়েছে।
আরিফ জেবতিক এর ছবি
এখানেও গোপন ব্যাপার নাকি।খালি মেইল মেইল খেলা।
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আহারে, এই রকম লেখা কতোদিন পড়িনা ঃ(

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।