বই- নেমেসিস

স্পার্টাকাস এর ছবি
লিখেছেন স্পার্টাকাস [অতিথি] (তারিখ: বুধ, ১৪/০৭/২০১০ - ১০:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

“হেলুসিনেশন? তার সবচেয়ে প্রিয় শব্দ। এই শব্দটাকে তিনিই জনপ্রিয় করেছেন।”(পৃষ্ঠা ৮)

এখানে কার কথা বলা হচ্ছে কোন আন্দাজ আছে? আরেকটু পরিষ্কার করি।

“দেশের সবচাইতে জনপ্রিয় লেখকের দ্বিতীয় স্ত্রী বর্ষা। বহুল আলোচিত আর প্রচারিত একটি ঘটনার মধ্যে দিয়ে গত চার বছর আগে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তখন বর্ষার বয়স ছিল মাত্র একুশ। সবে ছোট পর্দার নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করা এক তরুণী। কেবল লেখকের নিজের মেয়েরই সমবয়সী নয়, আক্ষরিক অর্থেই তার বান্ধবী ছিল সে।”(পৃষ্ঠা ২৪)

আমি জানি এইবার সবাই একটি নামই বলবেন। এরকম একজনের ব্যক্তিগত জীবন মোটা দাগে তুলে এনেছেন নাজিমউদ্দীন তার ‘নেমেসিস’ থ্রিলারে।
বাতিঘর প্রকাশনীর বইগুলো ঘেঁটে দেখা হয় শুধু অনুবাদের জন্য। কারন, সেবা শুধু ক্লাসিক ছাড়া আর কোন বই অনুবাদ করেনা।
এবারের বইমেলায় বেরিয়েছিল নেমেসিস বইটি। কোন অনুবাদ নয় বলে শুরুতে আগ্রহ দেখাইনি। পরে এক অনুজের কাছে এর কাহিনী শুনে প্রবল আগ্রহ জন্মালো। গল্প আকর্ষনীয়, এটা আপনারাও স্বীকার করবেন হাসি

লেখক জায়েদ রেহমান, তার প্রাক্তন স্ত্রী গোলনূর আফরোজ তরফদার। কাহিনী শুরু দ্বিতীয় স্ত্রীর পরকীয়া দিয়ে। লেখকের প্রকাশকদ্বয়ের মধ্যকার স্বার্থসংশিষ্ট দ্বন্দ্ব, প্রভাবশালী ব্যাবসায়ী ও তার ছেলের সাথে ঝামেলা, প্রাক্তন স্ত্রী ও এক অভিনেত্রীর প্রতিশোধ পরায়ন মনোভাব- এতসব সম্পর্কের আর ঘটনার বিচার বিশ্লেষন করে ইনভেস্টিগেটর জেফরি বেগ খুনির সন্ধানে নামেন। বইয়ের ফ্ল্যাপে সারসংক্ষেপ দেয়া আছে এমন-
“পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় দেশের সবচাইতে জনপ্রিয় লেখক খুন হলেন নিজের এপার্টমেন্টে। সিটি হোমিসাইড ইনভেস্টিগেটর জেফরি বেগ বিষ্ময়কর দ্রুততায় ধরে ফেলল সম্ভাব্য খুনিকে, তারপরই ঘটনা মোড় নিতে থাকে ভিন্নদিকে...”

কাহিনীর বিন্যাসে, লেখার ধরনে, চরিত্রের চিন্তার প্রকাশে সহজেই ‘নিম্নমানের’ ড্যান ব্রাউনের ছাপ পাওয়া যায়। আমার পড়ে সময় নষ্ট হল কিনা তা নাই বলি, বরং সংবিধিবদ্ধ সতর্কীকরণ- ১৮+ কন্টেন্টে ভরপুর একটি বই। মনে প্রশ্ন জাগে, এই যুগে এসে মাসুদ রানা কেন তালেবান হয়ে যাচ্ছে?


মন্তব্য

স্পর্শ এর ছবি

কী জানি! রি(প্রি)ভিউ দেখে কাহিনি জুইতের মনে হলো না তেমন। চিন্তিত


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

একজন লেখকের 'ব্যক্তিগত জীবন' নিয়ে এই ধরনের গল্প রচনা ভালো লাগল না। মাইনষের কাম নাই কোনো? মন খারাপ

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

শিরোনাম দেখে ভাবলাম নূরুল মোমেনের নাটক "নেমেসিস" নিয়ে আলোচনা বুঝি। ঢুকে দেখি অন্য কারবার।

পোস্ট পড়ে এই বই পড়ার কোন আগ্রহ বোধ করলামনা। নাকি লেখক "আমার সময় নষ্ট হৈসে, দেখি আর কারো সময় নষ্ট করা যা কিনা" ভেবে এমন একটা পোস্ট দিলেন।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

গৌতম এর ছবি

বাংলাবাজারে এমন হাজার হাজার বই পাওয়া যায়। আমাদের সুড়সুড়িকালে সবচেয়ে বিখ্যাত ছিলেন কাসেম-বিন-আবুবাকার।

বইটি কেমন জানি না, তবে আপনার আলোচনা বই পাঠে আগ্রহ জোগালো না।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সুহান রিজওয়ান এর ছবি

স্পার্টাকাস ভাই, এই সমালোচনার সমস্যাটা বলি...

আমরা যখন কোন বই-এর সমালোচনা [রিভিউ] সচলে দেখি, সেই আলোচনা পড়ে সচরাচর আমাদের ধারণা হয় দু'টা।

১। আলোচকের কাছে বইটি খুব ভালো লেগেছে।
২। আলোচকের কাছে বইটি ভালো লাগে নি কিন্তু আলোচনার উদ্দেশ্যে তিনি বইটি সম্পর্কে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন- যাতে পাঠকের আলোচনা সাপেক্ষে তিনি মতের আদান-প্রদান করতে পারেন।

... সমস্যা হলো, আপনার রিভিউ পড়ে এই দুটোর কোনটাই মনে হয়নি। তদুপরি রিভিউ লেখায় একটা তাড়াহুড়োও লক্ষ করা গেছে...

রাগ করবেন না যেন, থ্রিলার আমার নিজেরও খুব প্রিয়। এইবারে তবে ধীরেসুস্থে আপনার বেশ পছন্দের আরো একটা থ্রিলারের রিভিউ লিখে আমাদের আগ্রহ জাগিয়ে তুলুন দেখি...

শুভেচ্ছা।

_________________________________________

সেরিওজা

পান্থ রহমান রেজা এর ছবি

বই নিয়ে কিছু বলতে পারছি না। পড়া হয়নি। এমনকি লেখক নাজিম উদ্দিনের আগের কোনো বইও পড়া হয়নি। তবে নেমেসিস বইয়ের লেখককে ব্যক্তিগতভাবে চিনি। তিনি তার বাতিঘর প্রকাশনী থেকে এবারের বইমেলায় আমার প্রথম গল্পগ্রন্থটি বের করেছিলেন। নতুন লেখকদের যেখানে বই বের করতে অনেক সমস্যায় পড়তে হয়, গাঁটের পয়সা খরচ করতে হয়, সেখানে আমাকে কিচ্ছু করতে হয়নি। নাজিম ভাই নিজ আগ্রহে একজন তরুণের বই বের করেছিলেন। বলছিলেনও নতুনদের উৎসাহ দেয়া আমাদের কর্তব্য। সেই হিসেবে তিনি সবসময় নতুনদের বই বের করতে চান। যদিও তার প্রকাশনাটি অনুবাদ বইয়ের জন্য পরিচিত। সেখান থেকে শুধু অনুবাদ বই-ই প্রকাশ হয়ে থাকে। পাঠকরাও সেখানে যায় অনুবাদ বই কিনতে। সেখানে একজন ব্লগারের গল্পের বই বের করা আর্থিক ঝুঁকি নেওয়ার শামিল। নাজিম ভাই সেটা নিয়েছিলেন। আজ আপনার ব্লগে সুযোগ পেয়ে তাকে ধন্যবাদ জানিয়ে যাই।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

প্রকাশক নিজেই যদি এরকম বইয়ের লেখক হন, তাইলে তো ঘোর বিপদ মন খারাপ

______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

এটা কি বইয়ের বিজ্ঞাপনা না প্রচার?

---থাবা বাবা!

অতিথি লেখক এর ছবি

ভাল ই

শওশাঙ্কবাসী
(parvez.sikder@yahoo.com)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।