মর্যাদা মস্তকে নয়, পদে। তাই জ্যেষ্ঠ অধ্যাপকের উপরে আরেকটা অধিজ্যেষ্ঠ অধ্যাপকের পদ তৈরি করে তাঁকে জ্যেষ্ঠ সচিবের সমান "মর্যাদা" দেওয়া হোক। দেশে জ্যেষ্ঠ সচিব যদি চারটা থাকে, অধিজ্যেষ্ঠ অধ্যাপকের পদও সব মিলায়ে চারটা করা হোক।
|
রকিবুল ইসলাম কমল [অতিথি]
গতকাল দুটি ক্যালেন্ডার দুটি আলাদা জন্মদিন কে টেনে এনে একই দিনে করে দিল! ![]() 27/12/2015 - 9:35অপরাহ্ন ক্যালেন্ডারের লীলাখেলা বোঝা বড় দায়। 28/12/2015 - 12:10পূর্বাহ্ন |
ভেতরে এক মুখে আরেক, কতো আর এমন ধানাইপানাই করা যায়? এক্কেবারে মনের ভিত্রের কথা উগড়ায়া দিছে এইবার। খালেদা জিয়া রক্স
সচলকে একদম নির্জন জনশুন্য অবস্থায় ধরতে পারলাম শেষমেশ! 25/12/2015 - 5:15অপরাহ্ন |
|
ফিলিস্তিনে দখলকৃত ইসরায়েলি বসতিতে যেসব পণ্য উৎপাদিত হয়, সেগুলোতে লেবেল বসানো বাধ্যতামূলক করেছে ইয়োরোপীয় ইউনিয়ন। আমরাও পাকি পণ্যে একই রকম লেবেল বসানোর দাবি জানাতে পারি। "তিরিশ লক্ষ শহীদের রক্ত আর চার লক্ষ বীরাঙ্গনার অশ্রু অস্বীকার কি আপনি মেনে নিতে পারেন?" বা এ ধরনের কোনো বাক্য মোড়কের গায়ে লেখার ব্যবস্থা করা যেতে পারে।
|
http://bangla.bdnews24.com/bangladesh/article1090785.bdnews