লিও শাও চি

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ১৫/১১/২০০৭ - ৩:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

আহ্নিক সরনে
গেঁথে যাই
টাসকি বাঁকে
থাকে
শুকনো তুষারে
হাস্কি কোলাহল
ম্যারাসমাস গোত্রীয়
উদ্ভিদ টুপ-ভূজঙ্গ
অঙ্গ চাখিয়া চেপে যায়
হত:শ্বাস সুহৃদ ।


মন্তব্য

ফারুক ওয়াসিফ এর ছবি

খ ক্ষ ৎ, তাই না?

ÕÕÕÕÕÕÕÕÕÕÕÕÕÕÕÕÕÕÕÕÕÕÕÕÕÕÕÕÕÕÕÕÕÕÕÕ

বহুদিন হলো নিকষ কুঠার ফেলে এসে ভুলে
দাঁড়িয়েছি আজ মেঘের কিনারে এসে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

সুমন চৌধুরী এর ছবি

দেঁতো হাসি



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সবুজ বাঘ এর ছবি

মাদাগাস্কার, ভালো পাইছি।

শেখ জলিল এর ছবি

আগে পড়েছিলাম নাকি!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

??? এর ছবি

পুরা টাসকি!!
..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

তীরন্দাজ এর ছবি

বড়ই কঠিন ভাব (নিজেরই অক্ষমতা)। তবে পড়তে ভাল লাগল।

**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

মাশীদ এর ছবি

বাহ!
হাস্কি কোলাহল ঠিকাছে।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

সুমন চৌধুরী এর ছবি

দেঁতো হাসি



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।