নিহিলিস্ট

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: শনি, ০৯/০৬/২০০৭ - ১২:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:
পীরানহা মাছের পেট থেকে পালটি খেয়ে বেলাভূমির বিক্ষত ইঁদুর নিদ্রাতাড়িত স্বরে ম্যাওম্যাও করে ওঠে; কয়েকটা কাঁকড়া এবং বিছা স্বতন্ত্র ঘাপটি থেকে শুধু নিরাসক্ত ফিসফিস : ''তুমি চুপ করো তোমাকে অন্যলোকের মত লাগছে কেননা ইঁদুর কখনও ম্যাও করেনা। যদিও খুঁড়েছ সঠিক অর্গানিক পরিখা রাক্ষুসে ডুওডেনামের বাঁকে;কিলবিল মাছেরছানা,ব্যাঙ পরিবার,আধাজ্যান্ত কাঁকড়া,ডিগবাজী বিছে,বালিশবিহারী-তাজা-জলকুমারী আরো চেনা-অচেনা টসটসে ছেনালের ভিড়ে তুমি নিতান্তই এক সুড়সুড়িপ্রবন খোঁচাদার ঘটনা বিন্দু! সুতরাং অপাপবিদ্ধ হ্যামবার্গার থেকে গন্ডারের দীর্ঘশ্বাস ভেসে এলেও তা শুধুই সাময়িক সমাসক্ত নাগরের অদক্ষ শৃঙ্গার!''বেলাভূমিতে ভাঁটা পড়ে, দুপেয়ে নাগরীর কোলাহল, কাঁকড়া এবং বিছা আকড়ে ধরে মরে স্বতন্ত্র খোলস; আর একটা বেকুব পীরানহার মাংশাসী স্মৃতিতে দীর্ঘশ্বাস ফেলে ইঁদুরের নিরাসক্ত ঘের প্রেসে - চালের গুদামে -

মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি
এইটা কি?দেখি না ক্যা? ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
সুমন চৌধুরী এর ছবি
ছবি ভালৈছে ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
সবুজ বাঘ এর ছবি
পুরাইনা মাল ঝাড়লা। ভালো লাগলো বহুদ্দিন পর। হোনো খবর আছে অমজম মিকাশা বে করছে। মেয়েডা ভালো, অমজমই মুনে হয় ভালালা। মেয়েডার নাম মুনমুন। গুনগুন কইরা গান গাইবার পারে কি-না জানি না। আমার এততা জানার দরকারই বা কী? যাই হোক সিন সে জাগায় না, অন্য কুনো জাগায়ই কি? মাইষ্যে ভালো থাকলে আমরা ভালো থাকুম তার কুনো গিরান্টি যেমুন নাই, তেমনি খারাপ থাকলে আমরা ভালা থাহুম না, তারো কুনো গিরান্টি নাই। আসলে গিরান্টি কি গিরান্টিরই আছে? প্রশ্ন জাগলো মুনে, হঠাশ..এমনে এমনে। মজার ব্যাফার হইল যেদিম অমজম বে করতাছে হেদিনই নিহি মটেনশু্টি ফুন দিছে বিশারে, পল বাড়ৈএর নাম্ব্টা চাইয়া। বিশা তহন অনজম আর বুনবুনের আধ আত দূরেই উফবিষ্ট। পলের কাছে এই পুরাগুতিহাসির গল্ফ শুইনা মুনে হইল, আমাগো নেহক হয়া ছাড়া উফায় অন্যত্র খুবই কম।
সুমন চৌধুরী এর ছবি
এট্টু দেরীতে হইলেও সঠিক উপলব্ধি ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
সৌরভ এর ছবি
মাথা চুলকাই ।

আবার লিখবো হয়তো কোন দিন

হাসান মোরশেদ এর ছবি
গন্ডারের হ্যামবার্গার? হাহাহাহাহাহা -------------------------- আমি সত্য না হলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুমন চৌধুরী এর ছবি
কই পাই কনতো? ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
ভাস্কর এর ছবি
তাঞ্জানিয়ায় দেখতে পারো... ----------------------------------------------------- বরফখচিত দেশ ক্যান এতোদূরে থাকো!

স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

সুমন চৌধুরী এর ছবি
ভালো কইছ। ১৯৯৯ এ বান্দরবনে একটুর জন্য হাতির মাংস মিস করলাম। জয়ের সাথে আবার যাওয়ার কথা ছিল...হয় নাই... ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।