পূর্ণজাগ্রত জ্যোতি

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: সোম, ১১/০৬/২০০৭ - ১:৩৯অপরাহ্ন)
ক্যাটেগরি:
এস কবিকূলতিলক - কথারম্ভে টানি যতি , ভেঙ্গেচুরে ঠেসেছি মগজে কাব্য -প্রসাদে মতি । ঊটপাখির পীঠে ঘোড়সওয়ার, তাবৎ নিসর্গ ফুঁড়ে জলন্ত জিরাফ তুমি, দুষ্টশ্বাস জনতা আঁধারে চোখাচোখি হয়ে যায় একান্ত জড়বাদী তীর্যকে ; তুরীয় প্রান্তরে ওঠে বাস্তব ঘরবাড়ি লেফট রাইট লেফট রাইট - তা সে যতই মাতাল বলো তাকে, মৃত্যুর পথে পথে হাঁটে , গড়ে দিয়ে তাবৎ জন্মের ঠিকানা - দেবোত্তর জরা সহ নতুন জন্মের প্রকৃতি। ( হতে পারি এঁচোড়েই পাকা - বুড়োফলে পোকামাকড় কিংবা শিলাপাত ভেবে মুকুলেই ধরেছি বয়স ; আমাদেরকালে শুধু প্রতীচ্য মোষ নাইটিঙ্গেল ঘেষেনা ধারে কাছে আদিফলভক্ষণপাপ লেজ তুলে ভাগে - কৈলাসী প্রসাদের বৈভবে ভান্ডারী মিথোলজি বুড়ো আঙ্গুল ঝাড়ে কেবলায়। সুতরাং ফিচকেমি আমাদের নর্ম । ) আমরা ফুরিয়ে যাচ্ছি অতিদ্রুত তোমার অপচিতি আমাদের সমসত্ব - সংবর্ত চক্রে যযাতি । জয়দ্রথ ধ্বসে পড়ে অখন্ড সাজাত্য সন্তাপে নতুন যুদ্ধ নেই - শকুনির জলকেলি পথে-আকাশে । ১৭/০৯/২০০০

মন্তব্য

সবুজ বাঘ এর ছবি
প্রিয় ঘ্যাছম্যাছ, আর ভাল্লাগে না ম্যাগের জ্বালা খুল্লুর খুল্লুর কাশি।
সুমন চৌধুরী এর ছবি
বিস্টি থামে নাই? ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
সবুজ বাঘ এর ছবি
না, ভিজ্যা ভিজ্যা ভাত খাইয়া আইলাম হইট্যাল থিক্যা। হইট্যালআলা ষাষাট্টি ট্যাহা নিল। বয়রে দিলাম ৩ ট্যাহা। আবর বিষ্টির মইদ্যে আইটা আইটা অবিসে আইলাম, ভিজ্যা ভিজ্যা।
সুমন চৌধুরী এর ছবি
ষাষাট্যি ট্যাহা ! পাংগাশ মাছ খাইছিলা নিহি? ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
হাসান মোরশেদ এর ছবি
'আমরা ফুরিয়ে যাচ্ছি অতিদ্রুত ' -------------------------- আমি সত্য না হইলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

যূথচারী এর ছবি
সুমন ভাই, অবশেষে একটা পোস্টিং করলাম। এই যে তার লিঙ্ক

চোখের সামনে পুড়ছে যখন মনসুন্দর গ্রাম...
আমি যাই নাইরে, আমি যেতে পারি না, আমি যাই না...

হাসান মোরশেদ এর ছবি
নুরাপাগলা হাহাহাহা... -------------------------- আমি সত্য না হইলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুমন চৌধুরী এর ছবি
নূরা পাগলা ক্যাঠা? ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
উৎস এর ছবি
হারাধন হতে পারে, নাহলে নুরা পাগলা হয়তো নুরা পাগলা নিজেই।
সুমন চৌধুরী এর ছবি
আসল নুরা পাগলা কি আর বাইচা আছে? ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
আড্ডাবাজ এর ছবি
সুমন চৌধুরীকে নুরা পাগলার টাইটেল পাওয়ার জন্য আন্তরিক অভিনন্দন। এই না পাওয়ার যুগে কিছু পাওয়া কিন্ত অনেক!!!
সুমন চৌধুরী এর ছবি
অ্যা! ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
সবুজ বাঘ এর ছবি
পাঙগাস না,শইল মাছ চুদছিলাম।
সুমন চৌধুরী এর ছবি
ইসসস...দিলা তো মনে পড়াইয়া...বৈদেশে আসার আগে শৈল মাছের মাথা দিয়া ভাত খাইছিলাম... ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
আনোয়ার সাদাত শিমুল এর ছবি
বদ্দা , গত রাতে খোয়াব দেখলাম আপনি কী একটা টুথপেস্টের বিজ্ঞাপনের মডেল হইছেন। ক্লোজ আপ হাসি দিয়ে জার্মান টিভিতে জার্মান ভাষায় কী কী জানি বলতেছেন। !!!
সুমন চৌধুরী এর ছবি
ওইটা মনে হয় নিমের ডাইলের বিজ্ঞাপন ছিল.... ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
আনোয়ার সাদাত শিমুল এর ছবি
শীতের দেশে নিম গাছ আছে?
সুমন চৌধুরী এর ছবি

নিমগাছ না থাকলেও কিছু একটা নিশ্চয়ই আছে!!দেঁতো হাসি
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অরূপ এর ছবি
জেনেসিস গেল কই? ------------------------------------- রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
সুমন চৌধুরী এর ছবি

দুই রকম হইতে পারে ...জেনেসিস সামহোয়ারেই শেষ কইরা দিয়া তারপর এডিট কইরা কইরা সচলায়তনে নিয়া আসা অথবা সচলায়তনে লেইখা সামহোয়ারে বিজ্ঞাপন দেওয়া। গত পরশু সাদিকের লেখার পরে মনে হইতেছে সামহোয়ারে সচলায়তনের বিজ্ঞাপন দেওয়া ঠিক হবে না। সুতরাং সিরিজটা যেহেতু ঐখানে শুরু হইছিল ..ঐখানেই শেষ করুম। একটা বিষয় খিয়াল কইরা আমি এই পর্যন্ত যা যা ট্রান্সফার করছি সবই পরবর্তী সম্পাদনা সহ...
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

আমারও একই কথা মনে হয় সুমন।
এক জায়গায় দেয়া লেখা অবিকল অন্য জায়গায় পোস্ট করা উচিত না
নাম, শিরোনাম বদলে যদি নতুন লেখার মত দাঁড়ায়, একটা নতুন সংস্করণ তবেই নতুন প্রকাশককে দেয়া যায়.....

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

সুমন চৌধুরী এর ছবি


.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।