জেনেসিস ৬৮-৭০

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: বুধ, ৩০/১২/২০০৯ - ১:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

৬৮.

ঘুম ভুলেছিলাম নিঝুম নিশিথে জেগে থেকে। তারপর জুলহাসের ডাকে চোখ খুল্লাম। খুলে দেখি লুসনিটা পন্ত জায়গামতো ঝুলছে। শুধু জুলহাসকে আর পাওয়া গেলো না। কিঞ্চিৎ জুলহাসপনা দেখা গেলো সহাস্য পলাতক পেলিক্যানের ঠোঁটে ...

৬৯.

এইসব বলে কোন লাভ নাই। ঠিক কোনসব বলে লাভ আছে সেটা আপাতত অস্পষ্ট হলেও একদিন্নাএকদিন স্পষ্ট হবে এরকম হরিহর মজমার চৌষট্টি ঘাটে একশত আঠাইশ বাড়ি স্পষ্টত: কোন কোন হাড়ি ফাটালো তার ডিজিটাল তালিকা রাখতে চুড়ান্ত উস্টা খেলো নেপথ্যের বর্তমান স্পিকার। তিনি কলাটলা খাননা। শুধু প্রতিপক্ষকে ডলা দিতে ভালোবাসেন। ফলত: আমরা ডলাডলিকে ভার্চুয়াল পোলভোল্টের ঘোল খাওয়াতে ভালোবাসি।

৭০.

বুড়ো আঙ্গুলের নখগুলি আকারে বড়ো হয়। ব্রন্টোসোরাসের গালে ব্রণ না হবার কারণ না জেনেও অমনিভোরাস রসজোঁক কোকশাস্ত্রকে মধ্যমা দেখিয়ে প্লবগ শীর্ষাসনে আটকে থাকে


মন্তব্য

আশরাফ মাহমুদ এর ছবি

এটা কি মুক্তগদ্য? সেরকম মনে হলো। আসলে আপনার লেখা আগে পড়ি নি বলে প্রশ্নটা করা। ইঙরেজি শব্দগুলো বেশি বেশি।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

সবুজ বাঘ এর ছবি

নিশ্চয়ই নাশপাতি একদিন সজপাতার বনে হারিয়ে যাবার কালে একদল বলশালী কুকুরের কাছে পুকুরচুরি হবে
গাঢ়ে ব্যথা নয়ে ঘুমাবারকালে তার মনে হতেই পারে কু্ত্তারা আসলে কুত্তার বাচ্চা

তীরন্দাজ এর ছবি

গাঢ়ে ব্যথা নয়ে ঘুমাবারকালে তার মনে হতেই পারে কু্ত্তারা আসলে কুত্তার বাচ্চা

উদ্ধৃতি পউড়া মনে হইতেই পারে, সবুজ বাঘ আসলেই সবুজ বাঘ।

সুমনের লেখায় hervorragend!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

দুর্দান্ত এর ছবি

এই না হইলে সুমনচৌ? ৬৯ তো পুরা সিক্সটিনাইন।
---

তুলিরেখা এর ছবি

খুবই কূট লেখা। কুটকুট করে!
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সোহাগ [অতিথি] এর ছবি

মানে কী?

তানবীরা এর ছবি

এইটা মনে হয় এট্টু এট্টু বুঝছি
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।