সত্য ১০০ ভাগ : ১

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: বুধ, ১০/০২/২০১০ - ৬:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এসব বললে তুমিও কুলকুলে হাসো; বলো না-হেসে পারি না; তোমার মতো কুলকুলিয়ে হাসে লাউপাতা,কচুপাতা,সর্ষেদানা। লাউ-কুমড়ার পাশে অসহায় আলু-পটল সুপারসহ পানপাতা। তারচে’ভালো ছিল বালু সিমেন্টের পাশাপাশি বাজুক দেহসমর্পণ; ইটগাঁথা দেয়ালপিঠ দেখুক স্পর্শবেদনা... তোমার পায়ের ছাপ গুনে যেতে যেতে দেখি এই তো পরবাসে জীবন বাস্তবতা!

ক্যাবিজ,কলিফ্লাওয়ার,ক্যারটের ঝাঁঝে পুড়ে
বাঁধাকপি,ফুলকপি,মুলা নাক সিঁটকে মরে
গুল মরিচের ঝাঁলে কি-কুম্বার স্বাদ; বলি স্পর্শগাছ!
দেহফুল প্রণাম করো,বরফের আঁচ

বিশ্বাস করো এভাবেই দিনের শুরু
লতাপাতা ডাঁটাশাকের খোঁচাখুঁচি
কাঁচা টমেটোর সাথে লাইশাক,লালশাক
নালিশাক নাচে কাঁচামরিচ ধনেপাতার মতো
সহসা তোমাকে পাই না কাছে


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।