দূরত্ব : আমি ও কবিতা

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: শনি, ১৫/১০/২০১১ - ৮:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কবিতা, তুমি দিনে-দিনে অনেকদূরে চলে যাচ্ছো!
স্পাইন অপারেশনের পর থেকে আমাদের মেলামেশা
কমে গেছে, টেবিলে বসতে পারি না পিঠে ব্যথা করে
বুকে বালিশ চেপে লিখতে পারি না কাঁধের শিরাগুলো
ফুলে-ফেঁপে ওঠে... শুয়েও পারি না, ঘুমে চোখ টলে

জানি না, রণজিৎ দাশের ‘আমাদের লাজুক করিতা’র
মত তোমাকে কোথায় শোতে দেব? এই পরবাসে—
এই শীতের দেশে ফুটপাতেও তোমার জায়গা নেই
এখানে ফেরিওলাও পাবে না, যে আদরে বানাবে
ছোলাভাজা, বাদামভাজা, চানাচুর গুটার ঢুংগা

ভিনদেশের পথে-মাঠ-ঘাটে কেউ পড়বে না তোমায়
বিরক্তিতে কেউ বলবে না ‘কি লিখছে শালার বেটা,
মাথামুণ্ডু কিছুই বুঝি না’; বলবে না ‘শালার বেটা
আসলেই পাগল, দেশে আরো পাগলখানা প্রয়োজন’…

এই শীতের দেশে ফুটপাতে দাঁড়ালেও ঠাণ্ডা লাগে
শরীরে কাঁপন তুলে, রাত্রি ঘনালে সোডিয়াম আলোর
দাপটে জ্যোৎস্নারাতও স্বকীয়তা হারায়
চার দেয়ালের ভেতর কতদিন স্থির থাকবে?
তোমারও প্রয়োজন ঘাস,নদী, আলো-বাতাসসহ
আধুনিক শুশ্রূষা, মানুষের কোলাহল…

কবিতা, আবার কবে ফিরবে? তোমাকে ছাড়া যাবে না
তাই পোড়াবুক পাহারায়, দেখি কীভাবে গ্রহণ করো না
সারারাত জাগি, বুক আগলে রাখি, বুকে খুঁড়ে-খুঁড়ে খাও
মিশে গেছো রক্ত-মাংস-হাড়ে, ফিরবে কবে বলে যাও?
------------------------------------
পনের অকটোবর দুইহাজার এগারো


মন্তব্য

তাপস শর্মা এর ছবি

পৃথিবীকে তাই বলি - একটা শ্রেষ্ঠ কবিতার আজ অন্তত বড় প্রয়োজন হোক

সৈয়দ আফসার এর ছবি

ধন্যবাদ।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

ফাহিম হাসান এর ছবি

ভাল লেগেছে, কবি।

সৈয়দ আফসার এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

মাহবুব ময়ূখ রিশাদ এর ছবি

চমৎকার লেগেছে

------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !

সৈয়দ আফসার এর ছবি

লইজ্জা লাগে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

কর্ণজয় এর ছবি

কবি ও কবিতা...

সৈয়দ আফসার এর ছবি

চিন্তিত
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

প্রখর-রোদ্দুর এর ছবি

কিছু ক/খ , উ/ও, ড/ঢ জাতীয় শব্দের এদিক ওদিক ছিলো.........

বিষয়টি চমৎকার।
আরো লিখুন........ পড়তে ভালো লাগে।

সৈয়দ আফসার এর ছবি

হ্যাঁ, জ্বী...

আরো লিখুন........

আসলে লেখাই আমার আরাধনা
কবিতা লিখছি দেড় যুগেরও বেশি সময় ধরে
আর লিটলম্যাগে লিখতে ভালো লাগে বলেই
দু’চারজনও হয়ত চেনেন, তাই লইজ্জা লাগে
পাঠের জন্য আপনাকে ধন্যবাদ।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।