আয়না

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: রবি, ০৯/১০/২০১১ - ৩:২৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আয়না নিজের সৌন্দর্য যাচাই করতে শেখায়
আয়না নিজেকে জানতে, জানাতে শুদ্ধির পথ দেখায়
এ-বিশ্বাসে সংকোচ ছাড়াই আলোড়িত! বিলোড়িত কল্পনা
মর্মগ্রহণতা তোমার চোখে... চোখ রেখে যদি বলি—
চোখ মনের আয়না

লুকোচুরিতে হারাতে চাই না বলে এতটা নৈকট্য
এতটা সৌহার্দ্য ছুঁতে পারা গেল; কিন্তু প্রতিসত্য
প্রতিদিন আয়নার মুখ দেখার কথা মনেই থাকে না
এরূপ কথা বা রচনা অন্য একটি হাওয়ায় উড়ে গেল
তুমি কারো এসেন্সটুকু ভুলে খুলে নিলে

সারাদিনের পাপগুলো যখন মনের আয়নায় খুলে খুলে দেখি
পাপে-তাপে আয়না আর নিজের ছবির কাছে দুর্বল হতে থাকি


মন্তব্য

কল্যাণF এর ছবি

চলুক

সৈয়দ আফসার এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

মনোজ এর ছবি

চলুক

সারাদিনের পাপগুলো যখন মনের আয়নায় খুলে খুলে দেখি
পাপে-তাপে আয়না আর নিজের ছবির কাছে দূর্বল হতে থাকি

আফসোস .. যদি আসলে এমনই হতো মন খারাপ বরং উল্টোটা হয়- নিজের একএকটা ম্যাগনাম ওপাস দেখে বুক ফুলতে ফুলতে ফাইট্টা যায় পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম ..

আমার পরিচিত এক ভাই, ইলিয়াস কামাল, আয়না বিষয়ক একটি কবিতা লিখেছিলেন- আয়না ট্র্যাজেডি। কয়টা লাইন তুলে দিলাম ...

ওহে আয়না, তুমি কেমন ট্র্যাজিক!
আমারে না দেখায়া
আমারে কেমন দেখায়;
তাই দেখাইলা খালি-
তাইতো আমি যুগে যুগে
পোশাক বদলাইলাম; তবুও
নিজেরে আর বদলাইলামনা!

সৈয়দ আফসার এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

উজানগাঁ এর ছবি

সুন্দর!

"নৈর্কট্য" শব্দটার মানে ধরতে পাললাম না শুধু।

সৈয়দ আফসার এর ছবি

বন্ধু,
নৈকট্য টাইপো ঠিক করা হল। লইজ্জা লাগে
ভালো থাকিস।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

ফাহিম হাসান এর ছবি

চোখ মনের আয়না - ক্লিশে শোনাল।

এসেন্সের বদল "সৌরভ" - ব্যবহার করলে কবিতার অর্থের/ছন্দের কি কোন পরিবর্তন হত?

বিলোড়িত কল্পনা অর্থ কী?

"নৈর্কট্য" - অর্থ আমিও বুঝলাম না। "নৈকট্য" বুঝিয়েছেন নাকি?
আরেকটা টাইপো: দূর্বল >> দুর্বল

এই কবিতাটা আগেরটার চেয়ে ভাল লেগেছে। ধোঁয়াশা কম।

শুভেচ্ছা।

সৈয়দ আফসার এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

তিথীডোর এর ছবি

শিখায় না বলে শেখায় হলে ভাল লাগত। হাসি

মানুষ আয়নার মধ্যেও একা… মন খারাপ

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সৈয়দ আফসার এর ছবি

ধন্যবাদ আপনাকে।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

রোমেল চৌধুরী এর ছবি

আয়নায় মুখ দেখি...
আর মনে হয়...
আয়না কতটুকু খাঁটি...

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সৈয়দ আফসার এর ছবি

ধন্যবাদ।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

kazal rashid এর ছবি

ভালো লাগলো আফসার ভাই

সৈয়দ আফসার এর ছবি

ধন্যবাদ কাজল ভাই।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

মণিকা রশিদ এর ছবি

প্রতিদিন আয়নায় মুখ দেখার কথা ভুলে যাই...অথবা আয়নায় নিজের মুখ দেখতে মাঝে মাঝে আতঙ্কবোধ করি...সুন্দর কবিতা।

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

সৈয়দ আফসার এর ছবি

ধন্যবাদ।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

রিশাদ_ময়ূখ এর ছবি

চলুক

সৈয়দ আফসার এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

তাপস শর্মা এর ছবি

একটা ছোট গল্প পড়েছিলাম, বহু বছর আগে। লেখকের নাম ভুলে গেছি তবে অনেক লেখকের গল্প সংকলন । বাংলার তিন ভুবনের ( পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা) লেখকদের সংকলন - নাম, 'অসীমান্তিক'। সেখানে একটা গল্প ছিল - আয়না। আপনার কবিতা পড়ে সেই গল্পের কথা মনে পড়ে গেলো।

চিন্তা এবং বর্ণনায় খুবই অর্থবহ আপনার এই কবিতাটি। কবি এই সময়কে আপনি আপনার কবিতার আয়নায় ধরে রেখেছেন।

সৈয়দ আফসার এর ছবি

পাঠের জন্য সাধুবাদ।
ভাল থাকুন।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।