মন-মাজার

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: শুক্র, ০৪/০৫/২০১২ - ৭:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঘর ‌‌ভর্তি কাঁচা ফুলের ঘ্রাণ, নীলাভ আলো
আলোর ভেতর আমাকে দেখছি না!
এখনও ছুঁইনি ওই দু’টি হাত ও আঙুল
আমি ভেবেই পাই না চোখের আলোতে
এতো রহস্য কোত্থেকে আসে
কোত্থেকে বিড়বিড় করছে যমজমায়া...

বাহ্ কি প্রাণবন্তে জোড়াঠোঁটখানি কাঁপছে একা
সাক্ষাতে, বিবাহ-মধ্যরাতে

শিহরন, ঠিক দু’টি মন; কিছুই ভাবার থাকে না
একটা সময় আসে যখন চুপচাপ দাঁড়াই
চোখ বন্ধ করলেই মনে অনেক কথা জমে
অনেক কথা বলবার চাই গোপনে, মন-মাজারে


মন্তব্য

আশরাফুল কবীর এর ছবি

#প্রিয় সৈয়দ আফসার ভাই, অভিনন্দন আপনাকে অনেক সুন্দর একটি কবিতার জন্য।

চোখ বন্ধ করলেই মনে অনেক কথা জমে
অনেক কথা বলবার চাই গোপনে, প্রতি দমে।

>প্রথম স্ট্যানজাটি দারুন লেগেছে, ভাল থাকুন সবসময়, এ প্রত্যাশায় উত্তম জাঝা!

মোখলেছুর রহমান সজল  এর ছবি

চলুক

তাপস শর্মা এর ছবি

সুন্দর! ভালো লাগল। চলুক

Atithi Lekhok এর ছবি

আপনার লেখা খুব ভালো হয়েছে,

এক কথায় দুর্ধষ:-)
ফাটাইয়া দিয়াছেন দাদা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।