যদি কথা হয়

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: বিষ্যুদ, ১০/০৬/২০১০ - ১১:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যদি কথাই হয়; সারা দিয়ে যাবো
প্রয়োজনে অনেকক্ষণ দাঁড়িয়ে র’বো
—আড়াআড়ি
শুধু অপেক্ষা একটি শোবার ঘরে
চারটি দেয়াল খাড়া
তিনটি অন্ধঘড়ির কাঁটায় লাফিয়ে উঠছে
নিঝুম-অন্ধকার; অন্ধহাওয়া

দৃষ্টি আমার জন্য কিছু না-কিছু জমিয়ে রাখে
সরে দাঁড়ায়; সেও কথা শোনে না…
কোথায় যে উড়াল দিয়ে যাবো; কোন রাত্তিতে
একা জাগিয়াছো অন্ধফুলকলি; জ্যোৎস্নাহীন নিশ্চয়তা
শেষরাতে কিচিরমিচির শব্দেও মিলে গভীর নীরবতা


মন্তব্য

প্রখর-রোদ্দুর এর ছবি

ভালো লাগলো ।
কিন্তু কোথায় যেন একটা ছন্দপতন আছে গতিময়তায় ।

অতিথি লেখক এর ছবি

কোথায় যে উড়াল দিয়ে যাবো

সুন্দর প্রকাশ!

প্রতিটি দিন-ই হোক, একটি সুন্দর দিন

অতিথি লেখক এর ছবি

বাহ... চমৎকার
_____________________
বর্ণ অনুচ্ছেদ

লাল-মডু এর ছবি

আপনার এই কবিতাটি পুনরায় মডারেশন কিউতে পাওয়া গেছে। একবার প্রকাশিত লেখা পুনরায় জমা দিয়েছেন কেন সেটা বোধগম্য নয়।

সৈয়দ আফসার এর ছবি

আমি আন্তরিক দুঃখিত।
খেয়াল করিনি। মডারেশন কিউ থেকে সরিয়ে ফেলার
অনুরোধ করছি।
ধন্যবাদ।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।