গর্ব দূরে থাকা ভালো

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: সোম, ০৫/০৭/২০১০ - ৫:৩৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আশার প্রস্তুতি দেখে আঙুল যদি পূর্ণতা পায়। তবে পান হউক অর্ধেকচোখ, চোখের অর্ধেকভাষা। বাকি অর্ধেকে আমি সংসারী হবো; কেউ যদি শিখায় আদালেবু দিয়ে মাছ রান্না…

জানি রান্নাও শিল্প। রান্না শিখবো বলে মাঝে-মাঝে ভাবি, হবো কি সংসারী? ঘোর কেটে গেলে সবই আকাশকুসুম কল্পনা। পাছে ভয়, বেশি সংশয়…

কবিতার কি হয়?

চক্রপথে এতো উৎসাহ, এতো অপেক্ষা দেখে খালিপায়ে হেঁটে-হেঁটে আমরাও মিশে যেতে পারি ছায়াবাড়ি। মিশে যেতে পারে আমিসহ মুখের তীব্রভাষা

দূরে থাকো বলে এতো গর্ববোধ! অমন অর্জন তবে কঠিন কল্পনা…গর্ববোধে ধরে রাখছো কী? ঋণের দেনা। ঋণ কি কথা বুঝে, অনেক ঋণে যে রাত্তি জ্বলে! ফলে, চলে যাবার পথে আমার সাথে চোখ দৌড়াচ্ছে; হ্যালো-হ্যালো…

এবার তবে দেখি অসুখটা কোথায় জন্মালো?


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।