জলের বিপরীত জল

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: শনি, ৩১/০৭/২০১০ - ৬:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

চিন্তা থেকে তুলে আনি কথা, অর্ধেক নীরবতা
নীরবতার ভেতর চিন্তা আসে, আসে দুশ্চিন্তা
ফলে, শূন্যতা ঘিরে রাখো তুমি নীতিবাক্য জপে
বিশ্বাসে মনোবল বাড়াও, বাড়ে পরিচিত আশা
আত্মকথনের ছলে, ভঙিমা গিলে

আঁজলার ফাঁকে আর কতটুকু জল ধরে রাখছো
কুশলতা উড়ে যাবার ঠিক কতটুকু আগে?
আমারওতো চিন্তাশিকল ভাঙার ইচ্ছে জাগে—
চোখদ্ধয় পাতি, সাধ জাগে, ঠিক পরিমান কত?
কিছুই বললে না; দেহমিনার আমাকে মাপ করেন
যথার্থ বিশ্বাস আমিও পুষি জলের বিপরীত জলে


মন্তব্য

কুলদা রায় এর ছবি

আফসার, এ কবিতাটির ভাষা টান টান। কবিতার সুরটি প্রপাতের মত সুষম। শব্দের অপরিণত সংঘ নেই।
তবে, 'কিছুই বললে না; দেহমিনার আমাকে মাপ করেন'-- এই লাইনটির 'কিছুই বললে না' তে এসে গেলে শব্দ পতন মনে হয়েছে।
...............................................................................................
'এই পথ হ্রস্ব মনে হয় যদিও সুদূর'

...............................................................................................
'এই পথ হ্রস্ব মনে হয় যদিও সুদূর'

সৈয়দ আফসার এর ছবি

কুলদা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
চমৎকার মন্তব্যের জন্য।
লাইনটি নিয়ে আবার ভাবা যাবে।
ভালো থাকুন।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

shahnaj এর ছবি

দেহমিনার আমাকে মাপ করেন
যথার্থ বিশ্বাস আমিও পুষি জলের বিপরীত জলে

Balo laglo Afsar...
Balo theko

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।