ধ্যান ও বর্ণ

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: শুক্র, ২৭/০৮/২০১০ - ৮:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দাঁড়াও রোদে, আমি দেখি সালোকসংশ্লেষন
নিয়নের মতো এ্যাতো বায়না ধরো সর্বাঙ্গে
আপাদমস্তক টানাটানি প্রীতিসহ গভীর চোখে

শোধ পাবার আশায় আমাকেও ঋণী করো
স্পষ্টবর্ণে, বহ্নির ধ্যানে দূরঅব্দি বানাও
বোবাদর্শক...

নিজেকে খুঁজি স্বপ্নমহিমায়, মশারির আলোয়
ভাগ্যিস আমি আজও বেঁচে আছি সতর্কতায়
ভরাদৃশ্য অচেনা মোহে নয়, কাছে দাঁড়ালে—
তোর বিশ্বস্ত চোখ আমাকে শিখায় নিরবতা
জলপ্রাচুর্য, জলপতন

আমাকে প্রশ্নবিদ্ধ করে নিশ্চুপ, তোর মাতালচিবুক


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

পরিমিত শব্দচয়ন ও আঁটোসাটো বুনট ভালো লাগলো !

সৈয়দ আফসার এর ছবি

ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

রোমেল চৌধুরী [অতিথি] এর ছবি

পরিমিত শব্দচয়ন ও আকর্ষনীয় ঠাসা বুনোট দৃষ্টি কেড়ে নিল ।

সৈয়দ আফসার এর ছবি

ধন্যবাদ।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।