জলবরফ

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: বুধ, ২৯/০৯/২০১০ - ৩:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

আগ্রহ, নিঃশব্দে যত্রতত্র ঘুরো। সবই দেখি, শুনি… শুধু শুনি না চুলের আওয়াজগুলো কিভাবে দলা পাকিয়ে দূরে দাঁড়ায়; পুনরায় জাগিয়ে তোলো রহস্যময় নিঃসঙ্গতা। ভাবুক পৃষ্টাগুলো একত্র হলে জ্যোৎস্নায় মিশে থাকে ছায়াপালকসহ হাজারতারা। দৃষ্টি থেকে খসে পড়ে কলঙ্ক, হারানো রূপ, লোভাতুর নীরব ভঙিমা… এইবার দেখা যাবে রাত্রিফুলগুলো কিভাবে লাফিয়ে ওঠে খোলা জানালার শিকে

চিরে-খুঁড়ে দেখো, অনির্দিষ্ট কাল এবাবেই মিশে থাকা; এভাবেই খুঁজে দেখা ধূসর অন্ধকার। বাঁকাপথ হাওয়ায় ফেরে, আঁকাপথ হেঁটে আসে জোনাকপোকা; জোনাক আসা কি দরকার ছিল? কিছু বলল্লে না… ফলে আঙুলের ডগায় খেলছে ধুলা, ধুলার আঁচলে মাপছি সীমা। আমাকে টেনে রাখো হাওয়ার ভেতর যেনো গোপনে দুলে সব দাবিদাওয়া… এভাবেই বসে থাকি আজ বাঁধা দিও না

শুধু রেখাঙুলিতে মিশে থাকে বরফের কণা। এদেহ চুষে নিচ্ছে জলবরফ, দেহের পুরোটা আগুন-ফাগুন… চোখের ভেতর পুষে রাখি ক্ষণ, মুহূর্তআঁখি, বিষের বাঁশী। নীরবতা তুমি সহে যাও, সহো একাকি…


মন্তব্য

অনুপম ত্রিবেদি এর ছবি

কবিতার এই ফরম্যাটের নামটা জানিনা, আছে কি? তারাপদ রায়ের কিছু এরকম কাজ দেখেছিলাম বলে মনে পড়ে।

ভালো লাগলো।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সৈয়দ আফসার এর ছবি

ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

অতিথি লেখক এর ছবি

"ঝিনুক নীরবে সহ,
ঝিনুক নীরবে সহে যাও,
ভিতরে বালির বিষ, মুখ বুজে মুক্তো ফলাও"
-----মুগ্ধতায় এমনটিই লাগলো!
রোমেল চৌধুরী

সৈয়দ আফসার এর ছবি

আবুল হাসানের কবিতা আমার বোধের জগৎ নাড়া দেয়।
বলতে পারেন আবুল হাসানে বুঁদ হয়ে আছি।
ধন্যবাদ আপনাকে।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

জুয়েইরিযাহ মউ এর ছবি

এদেহ চুষে নিচ্ছে জলবরফ, দেহের পুরোটা আগুন-ফাগুন… চোখের ভেতর পুষে রাখি ক্ষণ, মুহূর্তআঁখি, বিষের বাঁশী।

ভালো লাগলো... শুভকামনা রইলো...

----------------------------------------------------------------
নির্জলা নৈবেদ্য


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

সৈয়দ আফসার এর ছবি

ধন্যবাদ আপনাকে।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

এনায়েৎ ইউ এস ইসলাম এর ছবি

................ ...... ...
চিরে-খুঁড়ে দেখো, অনির্দিষ্ট কাল এবাবেই মিশে থাকা; এভাবেই খুঁজে দেখা ধূসর অন্ধকার।

আপনার লেখায় বৃত্ত ভাঙার আওয়াজ পাই। ভালো লাগলো কবি। ভালো থাকুন ..

enayet@fivdb.net

সৈয়দ আফসার এর ছবি

ধন্যবাদ আপনাকে।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।