কাচ

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: রবি, ০৫/১২/২০১০ - ৬:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দূরত্ব জানতে শব্দ করে ভাঙে কাচ
একা বাজে গোপন গুনগুন, বোবাপ্রাণ
কাচবৃষ্টি, কাচস্বপ্ন আর ভাঙার আহ্বানে
নিমার্ণশব্দ শুনলেই কাচের স্থায়ীত্ব বাড়ে
তাই—
অপেক্ষার তড়িৎ গতিতে কাচ ভাঙতে নেই
গতি ঝংকারে হারাবে নিঃশব্দ কম্পাংক
যদি পারো শূন্যে ভাঙো জলকাচ, সমআঁচ
আরো ভাঙো প্রাণের ক্ষুদ্র-ক্ষুদ্র যত নিঃশ্বাস
এভাবে থেমে যাচ্ছে কি আমাদের বিশ্বাস?


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

দৈবাত কারনে রেটিং দিতে পারলাম না. পাঁচ তারা দেবার ইচ্ছা ছিল. কোবেতে তুমুল হয়াছে!

অতিথি লেখক এর ছবি

ভালো লাগা রেখে গেলাম আফসার।
মেঘদি

অতিথি লেখক এর ছবি

খুব ভালো লাগল।

"দূরত্ব জানতে শব্দ করে ভাঙে কাচ
একা বাজে গোপণ গুনগুন, বোবাপ্রাণ" ---- খুব ভালো লাগল লাইন দুটো।

"কাচবৃষ্টি, কাচস্বপ্ন,জলকাচ"----- অসাধারণ!!!!

মুগ্ধতা জানিয়ে গেলাম।

--শাহেদ সেলিম

অতিথি লেখক এর ছবি

ভাল লেগেছে।

অনন্ত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।