২১মার্চ ২০১০

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: সোম, ১৩/০৬/২০১১ - ৭:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দূরে আছি তাই— তোকে নিয়ে ভাববার
সাহস পাই
যা ইচ্ছা করিস; আরো তিন বছর গেলেও
ফেরার ইচ্ছা নাই; জমা হউক আরো; আরো…
আর্কষণশক্তি ও সময়
সাহস কিভাবে এতো প্রিয় হলো দ্বন্ধ ছাড়াই
হয়ত জটিলতার ভেতর জন্মেছে তিন বর্ষায়—
তুই ফিরলে ভয়টুকু আমি তবে কোথায় লুকাই?

২.
সব ব্যর্থ কথার পূর্ণ ভাগ আমার অথচ
তাকে বন্ধু ভাবলে কিছু বলার ইচ্ছে
আমাকে পান করাও হাজার দিবস ক্লান্তি ও গ্লানি
মোহ শিকড়ে বেড়ে ওঠা পাতার ক্ষত রসালো শিরা
ইচ্ছেগুলো মনের ভেতর পুষতে পুষতে কথোপকথন
শুরু থেকে শেষ হারানো প্রথা; একবার হই এসো
তামাকপাতা


মন্তব্য

রোমেল চৌধুরী এর ছবি

অসাধারণ বাণীবিন্যাস! পাঁচতারা শুভেচ্ছা।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।